এবার wordpress.org দিয়ে তৈরি করুন আপনার নিজের একটি ওয়েবসাইট (পর্বঃ ২)

 

 

 

 

সবাই কেমন আছেন..? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের কে দ্বিতীয় পর্বটি দেব। কথা না বাড়িয়ে চলুন মুল বিষয়ে আসা যাক।

আজকে পর্বে যা যা থাকছে তা হলোঃ

  • Hosting Account Active করা
  • Domain নেওয়া + ডোমেইন Add করা
  • WordPress Install করা

  • Hosting Account Active করাঃ-
    আশা করি, গত পর্বটি অনুসরণ করে kinghosting.ga এ একাউন্ট করতে পেরেছেন। এবার চলুন একাউন্ট টি Active করি।
    রেজিস্ট্রেশন করার সময় আপনি E-mail টি ব‍্যবহার করে ছিলেন সেই E-mail এ গিয়ে দেখুন Newtunebdht.ga থেকে একটা ই-মেইল এসেছে। মেইল টি গিয়ে দেখুন একটা লিংক দিয়েছে (Activition Link)
    সেই লিংকে ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। তারপর কিছুক্ষণ সময় নেবে। একটা দেখবেন আপনার একাউন্ট Active হয়েছে এরকম লেখা আসবে। এবার আপনার ই-মেইল এ যান, তাহলে আপনার C-Panel এ Login করার Link, User name, Password পেয়েছেন। এবার তাহলে C-Panel এ লগিন করুন।
    Cpanel. এ লগিন করতে এখানেও যেতে পারেনঃ http://cpanel.kinghosting.ga/

    ডোমেইন নেওয়াঃ
    যারা ফ্রি ডোমেইন নিতে পারেন না তারা এই টিউনটি অনুসরণ করুনঃ ফ্রিতে নিয়ে নিন .ga, .ml, .ga, .cf, .tk ডোমেইন। নতুন নিয়ম 2016
    আপনি যখন DNS ফর্মটি পূরণ করবেন তখন
    প‍্রথম ঘরে দিবেন ns1.byet.org
    দ্বিতীয় ঘরে দিবেনঃ ns2.byet.org

    আশা করি ডোমেইন নিতে সফল হয়েছেন।
    Domain Add করাঃ-

    C-Panel এ লগিন করলে এরকম একটা পেজ পাবেন

    Newtunebd control panel

    লগিন করার পর Parked Domains ক্লিক করেন Domain Name বক্সে যে ডোমাইন ব্যবহার করতে চান তার নাম লিখুন যেমন: newtunebd.ga লিখে Add Parked Domain ক্লিক কিরেন। তাহলে ডোমাইন পার্ক হলে “Congratulations you have now added a new domain to your control panel!” দেখাবে।

    wordpress install করাঃ
    Cpanel এই সাইটে যান, তারপর আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
    উপরের বাম পাশে দেখুন লেখা আছে Easy to script installation .

    Easy to script installation এ তে যান।

    দেখুন এখানে অনেকগুলো সি,এম,এস কন্টেন্ট শো করছে যেমনঃ Php, Drupal,
    Joomla, phbb, Classifieds Ads,
    WordPress ইত্যাদি। আমরা এখান
    থেকে WordPress ইনস্টল করব।
    এখন দেখুন WordPress ক্লিক করেন। WordPress এর ডান পাশে Install আছে, Install ক্লিক করুন।
    এখন দেখবে অনেক গুলা বক্স এসেছে এগুলা সঠিক ভাবে পুরণ করতে হবে।

    তাহলে দেখুব কিভাবে পুরণ করবেনঃ
    Choose Domain: যে ডোমাইনে WordPress Install করবেন সেটা সিলেক্ট করেন।
    In Directory The directory is relative to your domain and should not exist. e.g. To install at http://mydomain/dir/ just type dir. To install only in http://mydomain/ leave

    this empty: এই বক্স খালি করে দিন
    Table Prefix: না বদলালেও হবে।
    Site Settings>>
    Site Name: সাইটের নাম (যেমন: newtunebd.ga)
    Site Description: সাইটে স্লোগান (যেমন : Learn for sharing)
    Admin Account>>
    Admin Username: এখানে এডমিন আইডির নাম (এটা নতুন এই ওয়াডপ্রেস সাইটে লগিন করতে লাগবে, যেমন : Monir)
    Admin Password: এখানে পাসওয়ার্ড (যেমন: 156336@#0&li)
    Admin Email: এই এডমিন আইডির ইমেইল যেটা পাসওয়ার্ড হারিয়ে ফেললে কাজে লাগবে(যেমন: [email protected])
    একটু নিচ দিখে দেখুন- Email installation details to একটা বক্স আছে এখানে আপনার ইমেইল দিবেন (এই ইমেইলে ইন্সটল হলে admin user, admin password, admin login url, database password পাঠাবে)
    এখন নিচ দিকে Install ক্লিক করেন। ইন্সটল এর কাজ শেষ।
    এখন যে ইমেইল দিয়ে ইন্সটল দিলেন এটাতে যান গিয়ে একটা নতুন ইমেইল পাবেন এখানে সব কিছু পাবেন।
    যেমন: admin password, admin user name, সহ কোন ডোমাইন ওয়াডপ্রেস ইন্সটল করলে সেটা আবার বিস্তারিত বিবরণ পাবেন। এগুলা লিখে রাখতে পারেন যদি হারিয়ে ফেলেন তো অনেক কিছু হারাবেন।

    খুব শীঘ্রই ৩য় পর্ব নিয়ে হাজির হব।

    তাই NewTuneBD.gA এর সাথেই থাকুন।
    কোন কিছু বুঝতে সমস‍্যা হলে টিউমেন্ট করে জানাবেন। ধন‍্যবাদ
    Bye

    Level 1

    আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস