এবার wordpress.org দিয়ে তৈরি করুন আপনার নিজের একটি ওয়েবসাইট (পর্বঃ ১)

প্রিয় টেকটিউনসবাসী সবাই কেমন আছেন.? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
এটা আমার টেকটিউনসে প্রথম টিউন। তাই টিউনে যদি টিউনে কোন ভুল-ত্রুটি হয়, ছোট ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেশি কথা বলবোনা। চলুন মূল টিউনে যাওয়া যাক।

আজ থেকে আমি আপনাদেরকে যে টিউনটি উপহার দিতে যাচ্ছি সেটা হলো, wordpress.org [Hosting site] নিয়ে।
কিভাবে আপনি এখানে আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করবেন। সেই সম্পর্কে আমি আপনাদেরকে টিউনটি উপহার দিতে যাচ্ছি।
আসলে আমি কোন WordPress Developer না। তবে আমি যতটুকু জানি সেটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করব।
তার আগে বলে নিই, আমার এই টিউনটি হবে পর্ব ভিত্তিক। আল এজন‍্য আপনাকে Newtunebd এর সাথে ধৈর্য ধরে থাকতে হবে।
অনেক কথা হলো এবার চলুন আসল কথায় আসা যাক।
প্রথমেই জেনে নেয়া যাক WordPress.org আসলে কি.?

সহজ কথায়, ওয়ার্ডপ্রেস হল একটি সিএমএস (CMS) বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটু বিশদ বলতে গেলে, ওয়ার্ডপ্রেস হল পিএইচপি ও মাইএসকিউএল ভিত্তিক একটি বিশেষ অনলাইন টুল যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। আর উইকিপিডিয়ার ভাষ্য অনুসারে – ওয়ার্ডপ্রেস হল ফ্রী ও ওপেনসোর্স ব্লগিং টুল এবং একটি শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা পিএইচপি এবং মাইএসকিউএল এর উপর ভিত্তি করে তৈরিকৃত।

এর ভবিষ্যৎ কি?

ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ আমার মতে উজ্জ্বল। কারণ গুলোও সুস্পষ্ট, প্রথমত, ধীরে ধীরে আপনি ওয়ার্ডপ্রেস ব্লগার থেকে একজন ডিজাইনার হবেন কারণ আপনি এইচটিএমএল, সিএসএস শিখবেন। এরপর যখন আপনি পিএইচপি এবং মাইসিকুয়েল শিখবেন নিজেকে ওয়েব ডিজাইনার থেকে ওয়েব ডেভেলপার এর দিকে নিয়ে যাবেন। তার মানে কি দাঁড়াল? আপনি শুরু করলেন ওয়ার্ডপ্রেস দিয়ে, হয়ে গেলেন ওয়েব ডেভেলপার। আর একজন ভাল ওয়েব ডেভেলপার চাহিদা বা মূল্য যাই বলি না কেন, অনেক বেশি। দ্বিতীয়ত, আপনি ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে ব্লগিং করে অর্থ ও উপার্জন করতে পারেন। বর্তমান সময়ে সব থেকে আলোচিত বিষয় ফ্রীলান্সিং। ফ্রীলান্সিং মার্কেট গুলোতে একজন ভাল মানের ওয়েব ডেভেলপারের কদর বেশ। আপনি খুব সহজেই ভাল মানের ফ্রীলান্সার হিসেবে নিজেকে একটি জায়গায় নিয়ে যেতে পারবেন। তৃতীয়ত, আপনি যদি কোন আইটি ফার্ম খুলতে চান, তাহলে আপনাকে মেন্টালি সাহায্য করবে, এক জন ডেভেলপার হিসেবে। এর বাহিরেও আর ও অনেক বিষয় আছে যা আমি এখানে আলোচনা করতে চাইছি না। এক কোথায় বলা যায়, ওয়ার্ডপ্রেস এর ভবিষ্যৎ সব থেকে পরিষ্কার এবং সম্ভাবনাময়।

WordPress.org তে সাইট তৈরি করতে আপনার যা যা লাগবে তাহলোঃ

  • 1. Hosting
    Domain (Premium or Free)

    Hosting:
    যেহেতু আপনি wordpress.org তে সাইট তৈরি করবেন, সেহেতু আপনাকে সর্ব প্রথম যা করতে হবে তাহলো হোস্টিং নিতে হবে।
    আর এজন‍্য আপনাকে বেশ কিছু টাকা গুণতে হবে।

    কি, ভয় পেয়ে গেলেন!
    ভয় পাবার কিছু নেই। যেহেতু আমরা WordPress এ নতুন, সেজন‍্য আমরা ফ্রি হোস্টিং (Free Hosting) ব‍্যবহার করব।
    এবার ভয় কেটেছে তো..?
    ফ্রি হোস্টিং এর জন‍্য Google এ Search করলে অনেক সাইট পাবেন। তবে সব সাইট ভালো না। এজন‍্য আমরা নিচের সাইটটি ব‍্যবহার করব।
    Kinghosting
    আসলে এই সাইটির মান অনেক ভালো।

    এই সাইট থেকে hosting নিতে হলে প্রথমে আপনাকে এখানে যেতে হবে

    সাইটটি তে যাওয়ার পর Home Page এ Signup for free লেখাতে ক্লিক করুন।তাহলে একটা ফর্ম আসবে, সেই ফর্মটি সঠিক তথ‍্য দিয়ে পূরণ করুন। (সঠিক E-mail দিবেন)
    Hosting নিতে যদি কোন সমস্যা হয় তাহলে আমার
    Newtunebd.ga সাইটটিতে গিয়ে এই টিউনটি দেখুনঃ টিউন লিংক

    আজ তাহলে এ পর্যন্তই।

    পরবর্তী পর্বে যা থাকছে তাহলোঃ

    Account Verify

    C-Panel পরিচয়

    Domain নেওয়া+ ডোমেইন Add করা।

    এবং WordPress install করা।

    আজকে এখানেই শেষ করছি। আবার পরবর্তী টিউনে দেখা হবে।পরবর্তী পর্ব পেতে টেকটিউনসের সাথেই থাকুন।

  • Level 1

    আমি লিটন কুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দারপ্রান্তে। আসেন আমরা সবাই এই অর্জনে অবদান রাখি, বিজয়ের মুহূর্তকে উপভোগ করি
    https://www.techtunes.io/tech-talk/tune-id/440762