আসসালামু আলাইকুম।
বর্তমানে ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। স্কুল, কলেজের ওয়েবসাইট, নিউজপেপার, ম্যাগাজিনসহ প্রায় সব ওয়েবসাইটই তৈরি করা যায় ওয়ার্ডপ্রেসে। তবুও এটি মূলত ব্লগিংয়ের জন্যই। আজ আমি আপনাদের একটা চমৎকার ওয়ার্ডপ্রেস থিম উপহার দিবো। যেটা লাইট, দ্রুত লোড হবে, সুন্দর এবং ফ্রি!
থিমটার নাম হলো: Frontier
এটা লাইট সাইজ হলেও চমৎকার সব ফিচার আছে। এটা ব্লগিংয়ের জন্য একদম আদর্শ। সহজেই কাস্টমাইজ করা যায়। একদম রেসপোন্সিভ। ১, ২ ও ৩ কলাম, আপনার পছন্দমত সিলেক্ট করতে পারবেন। আর রংও পরিবর্তন করতে পারবেন স্বাধীনভাবে। বক্সড ওয়াইডথ ও ফুল ওয়াইডথ দুরকমই ব্যবহার করা যাবে। সেটিংসে সিলেক্ট করে নিলেই হলো। সাথে দেওয়া আছে সিম্পল ও সু্ন্দর একটা ইমেজ স্লাইডার যা আপনি ইচ্ছা করলে সরিয়েও রাখতে পারবেন।
সবচেয়ে বড় কথা হলো, থিমটি সম্পুর্ণ ফ্রি। যদিও নিচে Frontier Theme লেখা দেখাবে,তবুও সেটাও চাইলেই রিমুভ করতে পারবেন। সেটাও সেটিংসে আছে। যদিও সেখানে বলা হয়েছে Please consider either keeping the link or donating to show support, তাই রিমুভ না করাই ভালো। একটা ফ্রি থিমের বিনিময়ে এতটুকু আসলেই মেনে নেওয়া উচিৎ, তাই না?
থিমটায় যে খুব মারাত্মক সব ফিচার আছে তা না। কিন্তু সিম্পলি দা বেস্ট বলা যেতেই পারে। আমার জাস্ট অসাম লেগেছে থিমটা। তবে যারা খুব বেশি ডিজাইন পছন্দ করে তাদের জন্য নির্দেশিত নয়।
আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওহ! আরেকটা কথা, আজ কিছুতেই ফিচারড ইমেজ আপলোড করা গেলো না। তাই একটা ছবি দিয়ে রাখলাম পুরনো।
যদি এই টিউনটি ভালো লেগে থাকে তবে ভিজিট করে আসবেন আমার ব্লগ গ্রিন রেঞ্জারস+ বাংলাদেশ। আশা করি আপনার ভালো লাগবে।
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Not too bad