কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন ?
আজ আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়া হাজির হয়েছি। অনেক ক্ষেত্রে দেখা যাই যে অনেক woocomerce ডেভেলপাররা আছেন যারা অনেক ক্ষেত্রে চান যে তার ফ্রি প্রোডাক্ট পেজ এ এড টু চার্ট বাটন দেখাবেনা। কিন্তু বুঝে উটতে পারেন না কিভাবে সেটাকে বন্ধ করবেন। সেজন্য আজগের এই টিউনি করা।
প্রথমে আপনি যদি চান আপনার ফ্রি প্রোডাক্ট পেজ এ এড টু চার্ট বাটন চান না তাহলে এই কোড টুকু আপনার ফাংশন পিএসপি তে বসিয়ে দিন। তারপর সেভ করে বের হয়ে আসুন।
function remove_loop_button(){ remove_action('woocommerce_after_shop_loop_item', 'woocommerce_template_loop_add_to_cart', 10); } add_action('init','remove_loop_button');
এবার আপনি যদি এটা ও চান যে আপনার ফ্রি সিঙ্গেল পেজ এ ও এড টু চার্ট বাটন দেখাবেনা তাহলে এই কোড টুকু আপনার ফাংশন পিএসপি তে বসিয়ে দিন।
/* hide add to cart buttons for free product */ function remove_loop_button(){ remove_action('woocommerce_after_shop_loop_item', 'woocommerce_template_loop_add_to_cart', 10); remove_action('woocommerce_single_product_summary', 'woocommerce_template_single_add_to_cart', 30); } add_action('init','remove_loop_button');
তারপর সেভ করে বের হয়ে আসুন। তারপর আপনার সাইটটি রিফ্ফ্রেস করুন। দেখবেন এড টু চার্ট বাটন দেখা যাচ্ছেনা।
অনেক ধন্যবাদ টিউটোরিয়াল টি মনোযোগ সহকারে দেখার জন্য। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই।আপনাদের যদি কোনো নতুন টিউটোরিয়াল লাগে তাহলে আমাকে টিউমেন্ট করতে পারেন। আমার সাদ্দ মত চেষ্টা করবো আপনাদের নতুন টিউটোরিয়াল বানানোর। আজ আরো কিছু নতুন টিউটোরিয়াল বানাচ্ছি আশা করি আগামীকাল শেয়ার করবো।
আমি Nazmul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
pls contact me