প্রথমেই বলছি, এই শর্টকোডটি আমার নিজের হাতে তৈরি (প্রায় ২ ঘন্টা লাগছে বানাইতে)। তাই কেউ কপি করলে যদি ক্রেডিট না দেন, তাইলে সেক্ষেত্রে আমার কিছুই করার নাই।
শর্টকোডের মাধ্যমে আপনি খুব সহজে বিভিন্ন জটিল প্রোগ্রাম বার বার লেখার হাত থেকে বেছে যাবেন। আচ্ছা যাইহোক আমি নিজেও শর্টকোড সম্পর্কে বেশি কিছু জানিনা। তাই আপনার যদি এ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে WordPress Codex দেখতে পারেন।
এটা ব্যবহার করে আপনি সবাইকে চমকে দিতে পারেন। কেননা, এটা যখন ব্যবহার করবেন, তখন যে ইউজার আপনার টিউনটি পড়ছেন, তিনি তার নাম দেখতে পাবেন।
যেমন কারো নাম যদি হয় "Alex" তাহলে আপনি যখন [user] ব্যবহার করবেন, তখনই সে তার নাম দেখতে পাবে। যেমন আপনি লিখলেন "কেমন আছেন [user] ভাই?" তখন Alex নামের লোকটি দেখতে পাবে "কেমন আছেন Alex ভাই?" বুজতে পারলেন?
আর যদি ইউজার রেজিস্ট্রাড বা লগড ইন করা না থাকে তাহলে দেখবে "কেমন আছেন visitor ভাই?"
প্রথমে আপনার থিমের ফাংশন ফাইল(funstions.php) অপেন করেন এবং একদম শেশে বা শুরুতে নিচের কোডটি বসিয়ে দিন, এবং ফাইলটি সেভ করে ফেলুন।
এখানে কোড দিলে কোড নষ্ট হয়ে যায়, তাই এখানে দিতে পারলাম না।
ব্যস এবার যেখানে খুশি ব্যবহার করুন।
আমি মোঃ ফরহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo laglo,