ওয়ার্ডপ্রেস সাইটে টিউনের মধ্যে দ্বিতীয় প্যারাগ্রাফের পর অ্যাড যুক্ত করবেন যেভাবে।

আমরা অনেকেই সাইটে টিউনের মধ্যে অ্যাড বসায়।আপনার যদি পার্সোনাল সাইট হয় তাহলে প্রতিবার টিউনের মধ্যে অ্যাডের কোড বসানো হয়ত তেমন বিরক্তিকর ব্যাপার নাও হতে পারে।কিন্তু যদি মাল্টি ইউজার সাইট হয় তাহলে আপনার সাইটের ইউজাররা নিশ্চয় আপনার দেওয়া অ্যাডের কোড টিউনের মধ্যে যুক্ত করবেনা।
source post: http://www.hamwap.com/wordpress/1507.html
সেক্ষেত্রে এমন একটা ব্যাবস্থা করতে হয় যে প্রতিটা টিউনের মধ্যে অটোমেটিক ভাবে অ্যাড যুক্ত হবে।

আজ আমরা এটাই শিখব যে কিভাবে টিউনের মধ্যে দ্বিতীয় প্যারাগ্রাফের পর অ্যাড যুক্ত করতে পারি এবং সেটা অটোমেটিক ভাবে প্রতিটা টিউনে যুক্ত হবে।

তাহলে চলুন শুরু যাক।
আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance > Editor এ যান।এরপর বর্তমান থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন এবং ?> এর আগে নিচের কোডটুকু যুক্ত করুন।

/* Insert ads after second paragraph in single post content. */
 
add_filter('the_content', 'prefix_insert_post_ads');
 
function prefix_insert_post_ads($content) {
   
   $ad_code = 'Your ads code here'; ///Replace Your ads code here with your ads code.
 
   if (is_single() && ! is_admin()) {
      return prefix_insert_after_paragraph($ad_code, 2, $content);
   }
   
   return $content;
}
 
/* prefix_insert_after_paragraph Function */
 
function prefix_insert_after_paragraph($insertion, $paragraph_id, $content) {
   $closing_p = '';
   $paragraphs = explode($closing_p, $content);
   foreach ($paragraphs as $index => $paragraph) {
 
      if (trim($paragraph)) {
         $paragraphs[$index] .= $closing_p;
      }
 
      if ($paragraph_id == $index + 1) {
         $paragraphs[$index] .= $insertion;
      }
   }
   
   return implode('', $paragraphs);
}

লক্ষ্য করবেন উপরের কোডে $ad_code নামক ভ্যারিয়েবল এর মধ্যে Your ads code here লেখা আছে।ওখানে আপনি আপনার অ্যাডের কোড গুলো যুক্ত দিন।এবার Update বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন।

এরপর সাইটের হোমপেজে গিয়ে যেকোন একটি টিউন ওপেন করুন।দেখুন টিউনের মধ্যে দ্বিতীয় প্যারাগ্রাফের পর আপনার কাঙ্খিত অ্যাড যুক্ত হয়েছে।

!Important. আপনি যদি চান তৃতীয় প্যারাগ্রাফের পর অ্যাড দেখাবেন তাহলে উপরের কোডের মধ্য থেকে 2 এর স্থানে 3 লিখে ফাইলটি সেভ করুন।এভাবে আপনার ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

আজ এ পর্যন্ত।ভাল থাকবেন সবাই।

source post: http://www.hamwap.com/wordpress/1507.html

Level New

আমি হুজাইফা হ্যাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ভালো তবে এলাইনমেন্ট ঠিক করে দিতে পারলে আরো ভালো হতো। http://tutorialbd.net/