ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করুন ফেইসবুকের মত সোস্যল নেটওয়ার্কিং সাইট

এবার
আপনি নিজেই তৈরি করুন
সোস্যল সাইট
যেখানে আপনি হবেন
কর্তৃপক্ষ বা মডারেটর।
যেখানে প্রবেশ অধিকার
থাকবে শুধু আপনার
ভক্তের বা আপনার এলাকার
ছেলে বা আপনার
সংগঠনের ই কেউ। তাহলে
চলুন শুরু করি। এর জন্য
প্রথমেই আপনার যা যা
লাগবে তার মধ্যে হল
একটা ইন্সটলেড
ওয়ার্ডপ্রেসে সাইট।
ধরে নিচ্ছি আপনার করে
ফেলেছেন বা আপনার
আছে। এবার BuddyPress
নামের এই
প্লাগিনটি ডাউন লোড করে
ফেলুন। বা আপনার
প্লাগিন অপশনে ইয়ে এড
নিউ এই খানে সার্চ
অপশনে BuddyPress লিখে
সার্চ দিন।
এবার প্লাগিন একটিভ করে,
setting >Buddypress
যান।
এবার আপনি যে যে ফিচার
চান সেটা একটিভ
করে দিন। আমার কথা হলে
সোস্যল নেটওয়ার্কের
জন্য যা যা লাগে সব আনতে
সব অপশনই একটিভ
করা ঠিক হবে।
এবার এইখান হতে এই থিমটি
ডাউনলোড করে নিন
Ibuddy themes
এইবার থিমটি একটিভ করুন।
তারপর Appearance >
Theme Option যান। তারপর
Advanced setting
গিয়ে দুইটি অপশনেই ঠিক
চিন্হ দিয়ে সেভ করুন।
যাতে রেজিস্টার কৃত
ইউজার ছাড়া আর কেউ
মুল সাইটে প্রবেশ করতে না
পারে। যেন
সাইটে প্রবেশ করতে অবশ্যই
লগইন করতে হয়ে।
এবার Pages > Add New তে
যান। Name লিখুন
হোম। এবার Template হতে
Home সিলেক্ট করে দিন।
এবার পাবলিস করুন।
এবার setting >Reading যান।
Front page
displays অপশনে হতে A static
page (select below)
সিলেক্ট করুন। নিচে Front
page: হতে হোম
পেজটি সিলেক্ট করে দিন।
ব্যস হয়ে গেল সোস্যল
নেটওয়াকিং সাইট।
চাইলে আপনি সাইটকে
আরো ডেভেলপ
করতে পারেন
Source Post: http://www.hamwap.com/wordpress/1500.html

Level New

আমি হুজাইফা হ্যাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেবারে পুরনো কথা নতুন করে লিখলেন। তারপরও ধন্যবাদ কিছু তো লিখলেন। http://goo.gl/zwCdPr

ভাল হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।