আজ আমার ওয়ার্ডপ্রেস বিষয়ে প্রথম টিউন। তাই আপনাদের জন্য একটি টেমপ্লেট নিয়ে এলাম। এই টেমপ্লেট নিয়ে আগেও টিউন হতে পারে তবুও আমি একবার শেয়ার করলাম। এক কথায় টেমপ্লেটটি খুবই প্রফেশনাল। সবসময় পরিষ্কার পরিচ্ছন এবং সুন্দর এর মাঝে সাধারন থিম ব্যবহার করার চেষ্টা করবেন। ওয়ার্ডপ্রেসে অনেক বড় বড় প্রিমিয়াম থিমও আজকাল ফ্রি পাওয়া যায় কিন্তু ফ্রি তে নিলে সেগুলো নিরাপদহীন। তাই ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ফ্রি থিমগুলোই ব্যবহারের চেষ্টা করবেন। আর প্রিমিয়াম নিলে তো কথাই নেই। তবে শুধু বলার, প্রিমিয়াম থিম কখনও ফ্রি তে ডাউনলোড করে ব্যবহার করবেন না। এতে ব্লগের নিরাপত্তার গ্যারান্টি থাকেনা। আজ শেয়ার করছি এমন একটি ফ্রি থিম। ভালো লাগবে আশা করি। ডেমো দেখুন, পছন্দ হলে ডাউনলোড করে নিয়েন। থিমটির নাম Frontier। আসুন প্রথমে জেনে নেই কি কি আছে এই ওয়ার্ডপ্রেস থিম এর ফিচারে?
Frontier ওয়ার্ডপ্রেস থিমের বৈশিষ্ট্যসমূহঃ
- One, two, three column layout.
- Responsive layout for handhelds.
- HTML5 & CSS3 compliant.
- Numerous widgetized areas.
- Numerous theme hooks.
- Simple jQuery Slider.
- Custom CSS Option.
- Custom Favicon.
- Custom Header Logo.
- Custom Header Image.
- Custom Background Image.
- Threaded comments.
- Translation ready.
- Small file size < 350Kb.
Frontier ওয়ার্ডপ্রেস থিম ডেমো এবং ডাউনলোড লিংকঃ
ভালো লাগলে জানাবেন। পরবর্তীতে নিয়মিতভাবে আরও ওয়ার্ডপ্রেস থিমের কালেকশন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
টিউনটি সর্ব প্রথন প্রকাশিত আমার ব্লগে
থিমটা দেখতে এতো সুবিধার মনে হয় না। আমারটা অনেক ক্লিন। ফ্রি চালাই- http://tutorialbd.net/