আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম পরিবর্তন করুন খুব সহজেই

আপনি কি কখনো আপনার WordPress Username Change করার চেষ্টা করেছেন? যদি চেষ্টা করে থাকেন বা করার ইচ্ছে থেকে থাকে তাহলে এই আর্টিকেল আপনার জন্য যথেষ্ট। এই আর্টিকেল আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাবে। এটি করা হবে আপনার ওয়েব হোস্টের phpMyAdmin এর সহায়তায়।

নোট: যদি এটি আপনার কাছে ভয়ের কোনো কারণ মনে হয়ে থাকে তাহলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার কোনো কিছু হারাবেননা। আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি সেটি করতে পারেন। আপনি বিশেষ সতর্কতার খাতিরে নতুন একটি একাউন্ট করে নিন। তাকে এডমিনিস্ট্রেটর রোল দিয়ে সেই একাউন্ট নিয়ে কাজ করতে পারেন।

ধাপ ১: আপনি আপনার Cpanel এ লগিন করুন। তারপর Database সেকশনে phpMyAdmin মেনুটিতে ক্লিক করুন।

ধাপ ২: যে ডাটাবেসে আপনার ব্লগ হোস্ট করেছেন তাতে ক্লিক করুন।

ধাপ ৩: এরপর wp _users নামের টেবিলটিতে ক্লিক করুন।

ধাপ ৪: এখন যে Username পরিবর্তন করতে চান সেটি এডিট করুন। যেমন: আমার username ”Sabuj  “, আমি সেটা পরিবর্তন করে করলাম ” Mahade“।

ধাপ ৫: Go বাটন ক্লিক করুন।

এখন পরিবর্তন হয়ে গেল আপনার WordPress Username, এখন  পরীক্ষা করার জন্য আপনার সাইটে গিয়ে নতুন Username দিয়ে লগিন করুন।

আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে। কোনো কিছু জানার থাকলে টিউমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। “।

ধাপ ৫: Go বাটন ক্লিক করুন।

এখন পরিবর্তন হয়ে গেল আপনার WordPress Username, এখন  পরীক্ষা করার জন্য আপনার সাইটে গিয়ে নতুন Username দিয়ে লগিন করুন। আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে.

আমার ব্লগঃ টেক টিপস বিডি

Level 0

আমি মেহাদী হাসান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস