ওয়ার্ডপ্রেস আভাডা (Avada) থিম কাস্টমাইজেসন এর প্রথম পর্ব (ভিডিও টিউটোরিয়াল)

হ্যালো বন্ধুরা!!!!

 

আজ থেকে আমি ওয়েব ডেভেলপমেন্ট এর একটি ভিডিও সিরিজ তৈরী করতে যাচ্ছি।

টিউটোরিয়ালটি হচ্ছে WordPress premium theme customization  নিয়ে।

ভিডিও টিউটোরিয়াল জুরে আমি দেখাবো কিভাবে থিম্ফরেস্ট এর জনপ্রিও avada থিম ব্যবহার করে সুন্দর একটি ডায়নামিক ওয়েবসাইট বানানো যায়।

এর আগে আমি কখনো ভিডিও টিউটোরিয়াল করিনি, এটাই আমার প্রথম ভিডিও টিউটোরিয়াল। সুতরাংআমার অনেক ভুল হতেই পারে, তাই আমার ভুলগুলো নিজ গুনে ক্ষমা করবেন।

 

বলছি না যে আমি অনেক কিছু পারি, তবে যাই পারি তা আপনাদের মাঝে শেয়ার করতে চাই।

 

আমি আসলে আপনাদের মতই শিখছি। আমার মতে অন্যকে শেখানোর মাধ্যমেই নিজের শিক্ষাকে বৃদ্ধি করা যায়।

তাই আমি নেমে পরলাম।

 

নিজেও শিখতে চাই, অন্যকেও শিখাতে চাই।

 

আশা করব আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে থাকলে কিছুটা হলেও শিখতে পারবেন, আর ধারনা পাবেন প্রিমিয়াম থিম সম্পর্কে।

 

তাই আর দেরি কেন? শুরু করে দিন।

এখন শুধু প্রথম পর্ব শেয়ার করলাম, পরবর্তীতে সামনের টিউটোরিয়াল গুলো পেতে থাকবেন ধিরে ধিরে,

 

তার জন্য অবশই আমার ইউটিউব চ্যানেল এ subscribe করে রাখবেন। তাহলে পরবর্তীতে আমার টিউটোরিয়ালগুলো খুব সহজেই পেয়ে যাবেন।

তাহলে শুরু করা যাক

 

আমার ইউটিউব চ্যানেল!!! subscribe করতে ভুলবেন না যেন।

আর হ্যাঁ যদি কোন প্রকার সাহায্যের দরকার হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন। যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করবো।

সবাই ভাল থাকবেন ধন্যবাদ।

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

onk sundr tutorial, sound system e ekt2 noise ase, asa kori caliye jaben

Level New

অবশ্যই ভাই চালিয়ে যাবো। ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ। অনেক ‍সুন্দর হইছে। আশা করি চালিয়ে যাবেন।