যেহেতু এটি আমার প্রথম টিউন, তাই ছোট্ট পরিসরে এই ছোট্ট টিউন, আশাকরি সবার উপকারে আশবে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন, আর ভালো না থাকলেও টিউনটা দেখার পর অবশ্যই ভালো থাকবেন, সবাইকে Promice করতেছি।
ওনেক কে দেখি ফেসবুকের বিভিন্ন পেজে, গ্রুপে তাদের বিভিন্ন প্রোয়োজনে প্রিমিয়াম সব থিম, প্লাগইন, টেমপ্লেট, পিএসডি প্রোয়োজনের কথা বলে।কিন্তু কোথায় পাওয়া যাবে এ সব প্রিমিয়াম থিম, প্লাগইন, টেমপ্লেট, পিএসডি? সত্যিই আপনি যদি প্রিমিয়াম থিম, প্লাগইন, টেমপ্লেট, পিএসডি ও আরও অনেক কিছু একদম ফ্রি ডাউনলোউ করতে চান, তাহলে আমার দেখানো নিচের ধাপগুলা অনুসরন করুন, আশাকরি ডাউনলোড করতে পারবেন।
১। প্রথমে এখানে যান ক্লিক করুন
২। তারপর সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন (রেজিস্ট্রেশন ছাড়া ডাউনলোড করতে পারবেন না)
৩। এবার যা ডাউনলোড করতে চান তাতে ক্লিক এরুন।
৪। নিচের দিকের ডাউনলোড বাটন এ ক্লিক করুন।
৫। এবার যদি রি-ডাইরেক্ট হয়ে নিচের মতো দেখতে পান, তাহলে আপনি ডাউনলোড করার জন্য প্রুস্তুত।
ক) আপনি যদি সলিডফাইলে রেজিস্ট্রেসন করেন বা করে থাকেন, তাহলে নিচের ছবির মত ডাউনলোড লিংকে ক্লিক করুন
খ) আর আপনি যদি সলিডফাইলে রেজিস্ট্রেসন না করেন তাহলে নিচের ছবির মত ডাউনলোড লিংকে ক্লিক করুন
৬। লাল তীর চিহ্নিত ডাউনলোড বাটনে ক্লিক করুন, তাহলেই ডাউনলোড শুরু হবে। (বিঃ দ্রঃ মাঝে মাঝে পপআপ আথবা আন্যত্র রি-ডাইরেক্ট হতে পারে, আবার ডাউনলোড বাটনে ক্লিক করুন)
চাইলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন ক্লিক করুন
আমি মোঃ স্বপন মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ক্রিকেট আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। (ভিডিও সহ)
আমরা টাইগার্সদের মন প্রান ভরে ভালোবাসি। তাদের হাসিতে আমরা হাসি, তাদের দুঃখে আমরা কাদি।
এশিয়া কাপের ফাইনালে মাতে ২ রানের জন্য আমরা হেরে যাই পাকিস্তানের কাছে। সেদিন কেঁদেছিল টাইগার্সরা, কেদেছিলাম আমরা ১৬ কোটি মানুষ।
এখনও সেদিনের ভিডিওটা দেখলে চোখ দিয়ে পানি এসে যায় অটোমেটিক।
বিস্তারিত:
http://www.alistorebd.com/2015/12/blog-post_93.html