আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে কপি রাইট প্রটেক্টেড করুন কোনোরূপ কোডিং ছাড়া

আসসালামুয়ালাইকুম সম্মানিত টেকটিউন কমিনিউটি আমি আপন আজ আমি আপনাদের মাঝে এসিছি দেখাতে যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিকে কপি রাইট প্রটেক্টেড করবেন কোনোরূপ কোডিং ছাড়া শুধুমাত্র একটি প্লাগিন ব্যবহার করে।

আমি যেই প্লাগিনটির কথা বলবো সেটার অনেক গুলো ফিচার আছে এবং এটা ব্যবহার করাও খুব সহজ। এটি ব্যবহারের মাদ্ধমে আপনি আপনার সাইট থেকে ডাটা চুরি বন্ধ করতে পারবেন। এই প্লাগিনটির মাদ্ধমে আপনি আপনার সাইটটিকে কপি রাইট প্রটেক্টেড করতে পারবেন আবার কপিরাইট চালু রেখে আরো একটি সিস্টেম করতে পারবেন সেটা হলো কেউ আপনার সাইট থেকে কোন আর্টিকেল কপি করলে সেই আর্টিকেলের শেষে অটোমেটিক আপনার সাইটের যেই পেজ থেকে কপি করেছে সেই পেজের লিঙ্ক যুক্ত হয়ে যাবে। এর আরো একটি মজার ফিচার আছে সেটা হল কেউ আপনার সাইট থেকে কপি করলে কপি না হয়ে যেখানে পেস্ট করবে সেখানে Nothing, i.e., by emptying it লেখাটি পেস্ট হবে। আসুন বেশি কথা না বাড়িয়ে মুল টিউনে আসি। প্রথমে নিচের লিঙ্ক থেকে প্লাগিনটি ডাউনলোড করে নিন অথবা আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে Plugins>Add New Plugins এ গিয়ে সার্চ করুন TG Copy Protection লিখে।

ডাউনলোড লিঙ্কঃ TG Copy Protection

ডাউনলোড এবং ইন্সটল করা হয়ে গেলে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে Settings>TG Copy Protection এ ক্লিক করুন তারপর নিচের মত দেখতে পারবেন।

তার পর প্রথম চেকবক্সটিতে চেকমার্ক দিয়ে save changes বাটনে ক্লিক করলেই আপনার সাইটটি কপিরাইট প্রটেক্টেড হয়ে যাবে।

ডেমোঃ এখানে>

আর দ্বিতীয় চেকবক্সটিতে চেকমার্ক দিলে কেউ আপনার সাইট থেকে কপি করলে কপি না হয়ে যেখানে পেস্ট করবে সেখানে Nothing, i.e., by emptying it লেখাটি পেস্ট হবে।

 

এবং ৩য় চেকবক্সটিতে চেকমার্ক দিলে কেউ আপনার সাইট থেকে কোন আর্টিকেল কপি করলে সেই আর্টিকেলের শেষে অটোমেটিক আপনার সাইটের যেই পেজ থেকে কপি করেছে সেই পেজের লিঙ্ক যুক্ত হয়ে যাবে।

 

আসা করি আজকের টিউনটি আপনাদের সকলের ভালো লেগেছে। কোন সমস্যা হলে অবশ্যই টিউনমেন্টের মাদ্ধমে জানাবেন।

 

আমার ছোট্ট একটি ব্লগ আছে সময় পেলে ঘুরে আসতে পারেন <এখানে>

 

 

 

Level 0

আমি আসাদুসজামান আপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো একটি টিউন কাজে লাগবে।

আমার সাইট ঘুরে আসুন।
http://www.alistorebd.com