আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে এক হোস্টিং থেকে অন্য হোস্টিং মাইগ্রেড করতে চান, একি ওয়ার্ডপ্রেস সাইট অন্য ডোমেইনে ব্যবহার করতে চান তাহলে সিপ্যানেল দিয়ে মাইগ্রেড করাটা একটু সময়সাপেক্ষ এবং ঝামেলার ব্যাপার। সব ফাইল কপি করা, ডাটাবেস ইম্পোর্ট, এক্সপোর্ট করা, আবার ডাটাবেস আপডেট করা, করফিগ ফাইল আপডেট করা। এত ঝামেলা না করে All-in-One WP Migration নামের প্লাগিনের মাধ্যমেই সব কাজ সেরে ফেলতে পারেন ওয়ার্ডপ্রেসের ডের্শবোর্ডের মাধ্যমেই।
প্রথম ধাপ : প্রথমে প্লাগিনটি এইখান থেকে ডাউনলোড করুন All-in-One WP Migration এবং অন্য সব প্লাগিনের মত ইন্সটল, একটিভ করুন।
দ্বিতীয় ধাপ : নিচের স্ক্রীনশটের মত ড্যাশবোর্ড থেকে All-in-One WP Migration > Export এ কিল্ক করুন।
নিচের স্ক্রীনশটের মত এক্সপোর্ট টু তে কিল্ক করে ফাইল কিল্ক করুন। অথবা আপনি যেভাবে ব্যাকআপটা নিতে চান ঐ অপশনে কিল্ক করুন।
তারপর আপনার ব্যাকআপ ফাইলটি রেডি হয়ে আপনাকে ডাউনলোড করতে বলবে। আপনি ডাউনলোড করুন।
তারপর আপনি যেখানে আপনার সাইটটি রিস্টোর্র করবেন প্রথমে ফ্রেস ওয়ার্ড প্রেসে ইন্সটল দিন। এবং ড্যাশবোর্ড থেকে আবার এই All in one wp Migration প্লাগিনটি ইন্সটল দিন। এবং ড্যাশবোর্ড থেকে All in one wp migration > import অপশনে কিল্ক করুন।
এবার import from এ কিল্ক করে তারপর File এ কিল্ক করে আপনার ডাউনলোড কৃত ফাইলটি সিলেক্ট করুন। এবার ফাইলটি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আপলোড হওয়ার পর পূর্বের সাইটের লগইন ইনফো দিয়ে লগইন করুন এবং Setting >Permalinks আপডেট করুন। ব্যস হয়ে গেল।
ভাল লাগলে আমাদের ফেইসবুকে যোগদিতে পারেন আমাদের ফেইসবুক পেজ অথবা ডু মারতে পারেন আমার সাইটে
আমি hamidul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভাল লাগল ভাই। আমি আগে WP Clone ব্যবহার করতাম। এখন থেকে এইটাই ব্যবহার করব। ধন্যবাদ