নিজেই বানান আপনার প্রথম ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে চেইন টিউন

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি। অনেকদিন দিন ধরে ভাবছিলাম ফ্রি সাইট বানানো নিয়ে একটা চেইন টিউন করব তাই আজ শুরু করলাম। ফ্রি ডোমেইন এবং হোস্টিং নিয়ে ওয়েব সাইট বানানোর চেইন টিউনে আপনাদের সকলকে স্বাগতম জানাই।

আপনারা অনেকেই জানেন ওয়েব সাইট অনলাইনে আয়ের একটা উৎস হতে পারে। আর এই তথ্য প্রযুক্তির যুগে সবাই চায় তার একটা ওয়েব সাইট থাকুক। এখন কথা না বাড়িয়ে কাজ করা যাক।তো চলুন আমরা একটা ফ্রি ডোমেইন নি।

এতক্ষণে আশা করি সবাই ফ্রি ডোমেইন নিয়ে নিয়েছেন তো এবার দেখবো কিভাবে ফ্রি হোস্টিং নিতে হয়। আপনারা সবাই জানেন ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম দিয়ে ওয়েব সাইট বানাতে হোস্টিং লাগে। যেহেতু আমরা ফ্রি সাইট বানাচ্ছি তাই একটা ফ্রি হোস্টিং নেবো। তো চলুন ফ্রি হোস্টিং কিভাবে নেয় দেখে নি।

ডোমেইন হলো হোস্টিং ও হল এখন সাইট টা কমপ্লিট করতে একটা প্লাটফর্ম লাগবে। যেহেতু ওয়ার্ডপ্রেস সব চেয়ে সহজ এবং বহুল ব্যবহৃত প্লাটফর্ম তাই আমরা ওয়ার্ডপ্রেস ইনষ্টল করব, তাহলে চলুন ইনষ্টল করি ওয়ার্ডপ্রেস।

আমার টিউনটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা হলে টিউমেন্টে করুন ধন্যবাদ।

হতভাগার একটা সাইট আছে ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন।

 

 

 

 

Level 0

আমি ফাহাদ অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

রঙের কাছে থেকে তুলি হারিয়ে গেছে। আজ রঙ খুব একা


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice! helpful too.
Thanks from wazipoint.blogspot.com

You are most welcome. Stay with us I hope I will come with seo video chain tune very soon

মোঃ আতিকুর রাহমান Welcome

vai hosting er meyad sas hoye gele ki abr hosting nite hobe?

Hosting er to meyad nai. Domain er meyad ase 12 mash. Jokhon apnar site popular hoye jabe tokhon ekta paid domain ar hosting niben tahole shob cheye valo hoy. Karon free hosting majhe majhe fatal error dekhay tokhon re load dite hoy.

domain nite dissena vai .tk site problem korse…r ki kono free domain near site ase?

আতিকুর রাহমান apnar domain ta hoyto available na mane oi domain keu agei niyese. Apne ekta onno name diye try koru. Shob cheye valo hoy apne j domain neben ta age search diye dekhben keu age niyese ki na ? Jodi na ney tahole r problem hobe na. In Shah Allah