আপনার হাতের এন্ড্রয়েড এ যেভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন

আমার প্রথম টিউনে আমি দেখিয়েছি কিভাবে আপনার এন্ড্রয়েড কে লোকাল সার্ভার বানাবেন। যারা মিস করেছেন তাদের জন্য লিংক দিয়ে দিলাম।

লোকাল সার্ভার বানিয়ে ফেলুন আপনার এন্ড্রয়েড ফোনকে ksweb দ্বারা আর ওয়ার্ডপ্রেস বা পিএইচপি নিয়ে কাজ করুন

আজ দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন। চলুন শুরু করা যাক। গত পর্বের দেওয়া লিংক থেকে প্রথমে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করুন। এবার ডাউনলোড করা ফাইলটি এক্সট্রাক্ট করে htdocs ফোল্ডারে রাখুন। ফোল্ডারের নাম wordpress থেকে wp করে দিন। এতে আপনারই সুবিধা হবে। এবার ফায়ারফক্স ব্রাউজার বা অপেরা মোবাইল অপেন করে http://localhost:8080/wp এখানে যান। wp এর যায়গায় আপনার ওয়ার্ডপ্রেস ফোল্ডারের নাম দিয়ে এন্টার করুন। এবার দেখেন নিচের মত আসবে।

setup configuration

Let's Go তে ক্লিক করুন। নিচের মত আসবে।

setup Configuration File

এবার এই পেজ যেভাবে আছে সেভাবে রেখে দিন। একটা নতুন ট্যাব খুলুন। এখানে চলে যান। http://localhost:8080/phpmyadmin
এবার username এর ঘরে লিখুন root আর পাসওয়ার্ড এর ঘরে কিছু দেওয়া লাগবে না। Go তে ক্লিক করুন।

phpmyadmin

এবার একদম উপরের মেনু থেকে Database এর উপরে ক্লিক করে নিচের ছবির মত বক্সের মধ্যে ডাটাবেস এর নাম দিন। যেমন wordpress

create wordpress database

এবার প্রথম ট্যাবে গিয়ে নিচের মত করে সেট করে দিন।

setup db

এবার সব কিছু হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।

run the install

Run the Install এ ক্লিক করুন এবং পরের পেজে নিচের মত করে সেট করে দিন।

site information

সেট করার পরে Install WordPress এ ক্লিক করুন। নিচের মত আসবে।

WordPress › Installation-1

Your site title › Log In

এবার আপনার username আর password দিয়ে এডমিন পানেলে লগিন করুন।

এখন আপনার স্মার্টফোনে ওয়ার্ডপ্রেস ইন্সটল হয়ে গেল।

আমি আপনাদের জন্য এত কষ্ট করে টিউন টি লিখলাম, এখন আপনারা একটুখানি কষ্ট করে এই টিউনটি সকলের সাথে শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে। কিন্তু আপনারা যদি সেটা কপি করে নিজের নামে চালিয়ে দেন তাহলে আমার আর কিছুই করার নেই। আল্লাহ হাফেজ।

সৌজন্যে - ব্লগার বিডি ২৪

পুর্বে প্রকাশিত - এখানে

Level 0

আমি মোঃ ফরহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস