বর্তমান সময়ে কম বেশি সবাই ব্লগিং করতে পছন্দ করি। কেউ আয়ের জন্য তো কেউ বা শুধুই শখের জন্য। এদের মাঝে বেশীরভাগ ওয়ার্ডপ্রেস ব্যবহার করি কারন এটা ব্যবহার একদমই সহজ। এখন কথা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস ফ্রি হলেও এটা দিয়ে ব্লগ সাজাতে যেই থিম এর দরকার হয় তা কিন্তু কেনা লাগে। সবই কেনা লাগে তা না, তবে মনের মত সুন্দর করে সাজাতে হলে পেইড থিম এর বিকল্প নাই। আর এই থিম গুলো কিনতে গেলে কমপক্ষে ৫০ ডলার এর মত লাগে। যার জন্য দেখা যায় বাধ্য হয়েই আমরা ফ্রি সাধারন থিম ব্যবহার করি। এই থিম আবার নিজের মত করে কাস্টমাইজ ও করা যায় না :(নিজের মনের মত করে সাজিয়ে নেয়ার জন্যও পেইড থিম লাগে :(মন খারাপের কিছু নাই 😀 আজকে আপনাদের জন্য তেমন একটি পেইড থিম নিয়েই আসছি 😉 পেইড কিন্তু আমার কাছে পাবেন একদম ফ্রি 😉 আসেন দেখি এই থিমে কি আছে তার কিছু কোটেশনঃ
১/ ১০০% রেস্পন্সিভ থিম।
২/ ৩৮ রকমের রঙ্গে রঙ্গিন করতে পারবেন নিজের ইচ্ছা মত 😀
৩/ একেক টিউনের জন্য চাইলে একেক রকম বেকগ্রাউন্ড ছবি / রঙ/ সাইড বার ব্যবহার করতে পারবেন
৪/ টিউন পাবলিশ করার পর তা ৪ টা আলাদা স্টাইলে দেখাতে পারবেন
৫/ এমনকি আপনার সাইটে বিজ্ঞাপন বসাতে চাইলে আলাদা প্লাগিন এর দরকার হবে না :p এই থিমে বিজ্ঞাপন বসানর জন্য আলাদা ভাবে বেবস্থা করা আছে 😀
এরকম আরও অনেক সুবিধা আছে এই থিমে। সব বলতে গেলে লিখতে লিখতে হয়রান হয়ে যাবো :(।
থিমটি ডাউনলোড করতে চাইলে সরাসরি এখান থেকে করতে পারেন Logger Responsive WordPress Blog Theme
বিঃদ্রঃ এই থিমের লাইভ ভিউ দেখতে চাইলে > http://themeforest.net/item/logger-magazinepersonal-blogging-theme/9447207 < এখানে যেতে পারেন 🙂
আর তাছাড়াও যদি এই থিম ছাড়া আরও অন্য কোনও থিম নিতে চান তাহলে আমার ব্লগে আসতে পারেন 🙂 আপাতত ১৩ টা থিম আছে তবে ধীরে ধীরে আরও অনেক থিম শেয়ার করবো ব্লগে 🙂 ধন্যবাদ। শুভ রাত্রি।
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sombob hole (HeatMap AdAptive Pro) ei theme ta share koren plz? Thanks 🙂