কয়েকদিন আগে একটা ডোমেইন নিলাম। যাদের কাছ থেকে নিলাম তাদেরকে ভালই মনে হল। বাকিটা আল্লামালুম...!!!
ডোমেইন কিনেছি ৮৫০ টাকা দিয়ে। সাথে কন্ট্রোল প্যানেল দিয়েছে। এখন কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরছে....
১.অনেকে বলেন ডোমেইন নাকি হ্যাক হয়, অন্যের নামে ট্রান্সফার হয়ে যায়, ডোমেইন জনপ্রিয় হয়ে গেলে অনেকে এটা তার নামে নিয়ে নেয় ইত্যাদি ইত্যাদি....। জানতে চাই এসব কি সব কারণে হয় এবং এসবের সমাধান কি? একটা ডোমেইন রক্ষার জন্য কি কি করা হয়?
২. ডোমেইন লক করা কি? এটা তো ডোমেইন প্রোভাইডারদের ওয়েবসাইট এ গিয়ে করতে হয়। এতে করে অামি সিকিউর কতটুকু?
৩. ডোমেইন নেবার পর Who থেকে দেখলাম এটা আমার নামে রেজিস্ট্রেশন করা। ওখানে আমার সব ইনফরমেশন আছে। অনেকে বলেন who থেকে ইনফরমেশন লুকিয়ে রাখলে নাকি ডোমেইন হ্যাক থেকে বাঁচা সম্ভব? এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এটা কিভাবে করা হয়, প্রসেসিং কি...এর সাথে ডোমেইন প্রোভাইডারেদের সম্পর্ক কতটুকু....
৪. যেখান থেকে ডোমেইন নিলাম ৮৫০ টাকা দিয়ে (দামটা ঠিকই আছে মনে হচ্ছে...), বছর শেষে রিনিউ করার জন্য ওরা যদি এরচেয়ে বেশি টাকা দাবি করে তখন কি করব? কার কাছে যাব? উপায় কি?
৫. ডোমেইন যেখান থেকে নিলাম তারা কন্ট্রোল প্যানেল দিল। জানতে চাই- কন্ট্রোল প্যানেল এ ঢুকতে হলে প্রোভাইডারের ওয়েবসাইট এ ঢুকে আমাকে ডোমেইন এর কন্ট্রোল প্যানেল এ ঢুকতে হয় কেন? তাহলে তো আমি একপ্রকার প্রোভাইডারের হাতে বন্দি হয়ে গেলাম না?
৬. কখনও যদি এমন হয়, ঐ পোভাইডার হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে ব্যবসা বন্ধ করে দিয়ে হাওয়া হয়ে গেল, তাহলে তো স্বাভাবিকভাবে ওদের ওয়েবসাইটও বন্ধ হয়ে যাবে? সেক্ষেত্রে আমি ডোমেইন এর কন্ট্রোল প্যানেল পাব কোথায়? ডোমেইন ম্যানেজ করব কিভাবে?
৭. এরকম পরিস্থিতিতে ডোমেইন রিনিউ কিংবা ট্রান্সফারের প্রয়োজন দেখা দিলে কি করব? ঐ প্রোভাইডারকে তো আর খুজেঁ পাওয়া যাবে না। তখন এটা কার কাছে থেকে কোথায় হতে রিনিউ করব কিংবা ট্রান্সফার করব?
হোস্টিং বিষয়ে হেল্প করুন প্লিজঃ
আমার ওয়েবসাইট সাইট টি টেকনোলজি এবং ফ্রী নেট বিষয়ক। এটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করব। এখন আমাকে কি পরিমান Hosting কিনতে হবে।
আমি রুবেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কোথা থেকে হোস্টিং নিছেন?
১মত ডোমেইন হ্যাক হয় না
২য়ত cpanel এর জন্য প্রভাইডারের লগ ইন করা লাগে না, সেটা আলচনা করেন
৩য়ত whois থেকে যদি ইনফু হাইড করেন তাহলে কিনামে, ইমেইলে , হোস্টিং নিছেন সেটা কেউ জানবে না
হ্যাক করা সম্ভব হবে না