ডোমেইন কন্ট্রোল প্যানেল ও হোস্টিং বিষয়ে হেল্প করুন প্লিজ

কয়েকদিন আগে একটা ডোমেইন নিলাম। যাদের কাছ থেকে নিলাম তাদেরকে ভালই মনে হল। বাকিটা আল্লামালুম...!!!
ডোমেইন কিনেছি ৮৫০ টাকা দিয়ে। সাথে কন্ট্রোল প্যানেল দিয়েছে। এখন কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরছে....

১.অনেকে বলেন ডোমেইন নাকি হ্যাক হয়, অন্যের নামে ট্রান্সফার হয়ে যায়, ডোমেইন জনপ্রিয় হয়ে গেলে অনেকে এটা তার নামে নিয়ে নেয় ইত্যাদি ইত্যাদি....। জানতে চাই এসব কি সব কারণে হয় এবং এসবের সমাধান কি? একটা ডোমেইন রক্ষার জন্য কি কি করা হয়?

২. ডোমেইন লক করা কি? এটা তো ডোমেইন প্রোভাইডারদের ওয়েবসাইট এ গিয়ে করতে হয়। এতে করে অামি সিকিউর কতটুকু?

৩. ডোমেইন নেবার পর Who থেকে দেখলাম এটা আমার নামে রেজিস্ট্রেশন করা। ওখানে আমার সব ইনফরমেশন আছে। অনেকে বলেন who থেকে ইনফরমেশন লুকিয়ে রাখলে নাকি ডোমেইন হ্যাক থেকে বাঁচা সম্ভব? এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এটা কিভাবে করা হয়, প্রসেসিং কি...এর সাথে ডোমেইন প্রোভাইডারেদের সম্পর্ক কতটুকু....

৪. যেখান থেকে ডোমেইন নিলাম ৮৫০ টাকা দিয়ে (দামটা ঠিকই আছে মনে হচ্ছে...), বছর শেষে রিনিউ করার জন্য ওরা যদি এরচেয়ে বেশি টাকা দাবি করে তখন কি করব? কার কাছে যাব? উপায় কি?

৫. ডোমেইন যেখান থেকে নিলাম তারা কন্ট্রোল প্যানেল দিল। জানতে চাই- কন্ট্রোল প্যানেল এ ঢুকতে হলে প্রোভাইডারের ওয়েবসাইট এ ঢুকে আমাকে ডোমেইন এর কন্ট্রোল প্যানেল এ ঢুকতে হয় কেন? তাহলে তো আমি একপ্রকার প্রোভাইডারের হাতে বন্দি হয়ে গেলাম না?

৬. কখনও যদি এমন হয়, ঐ পোভাইডার হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে ব্যবসা বন্ধ করে দিয়ে হাওয়া হয়ে গেল, তাহলে তো স্বাভাবিকভাবে ওদের ওয়েবসাইটও বন্ধ হয়ে যাবে? সেক্ষেত্রে আমি ডোমেইন এর কন্ট্রোল প্যানেল পাব কোথায়? ডোমেইন ম্যানেজ করব কিভাবে?

৭. এরকম পরিস্থিতিতে ডোমেইন রিনিউ কিংবা ট্রান্সফারের প্রয়োজন দেখা দিলে কি করব? ঐ প্রোভাইডারকে তো আর খুজেঁ পাওয়া যাবে না। তখন এটা কার কাছে থেকে কোথায় হতে রিনিউ করব কিংবা ট্রান্সফার করব?

হোস্টিং বিষয়ে হেল্প করুন প্লিজঃ

আমার ওয়েবসাইট সাইট টি টেকনোলজি এবং ফ্রী নেট বিষয়ক। এটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করব। এখন আমাকে কি পরিমান Hosting কিনতে হবে।

Level 0

আমি রুবেল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি কোথা থেকে হোস্টিং নিছেন?
১মত ডোমেইন হ্যাক হয় না
২য়ত cpanel এর জন্য প্রভাইডারের লগ ইন করা লাগে না, সেটা আলচনা করেন
৩য়ত whois থেকে যদি ইনফু হাইড করেন তাহলে কিনামে, ইমেইলে , হোস্টিং নিছেন সেটা কেউ জানবে না
হ্যাক করা সম্ভব হবে না

    Hostclation থেকে নিয়েছি। আর Cpanel বিষয়ে একটু বুঝিয়ে বলবেন কি। কারন আমি তো তাদের সাইট থেকে আমার ডোমেইন কন্ট্রোল করতে পারতেছি ( Nameserver, epp code) দেখতে পারছি। এখানে Cpanel কোনটা ।

You can try our cheap hosting plan from here–
https://www.call4hosting.com/new-promotion.php
super fast hosting..

1. Apner domain hack korte chaibe hacker ra jodi seta khub besi jonopriota pae.

2. Domain lock holo apner information gulo hide kora because who.is e gele apner full info with register mail o je keo dkhte parbe. For that domain lock kra important.

3. Domain lock service ti apni apner domain provider er kach theke nite hbe. Apnake onar kach theke nite hbe cause uni otar reseller.

4. Domain apni 850/- die registration kresen so apner renewal fee 850/- e hobe. R price xtra nile that’s your bad luck. For that you should buy from an established company.

5. Apnak obossoy kno provider er kach theke domain nite hbe.

6. Jodi company off hoe jae etao apner bad luck cause apni oi company chara onno company die renewal korte parven na. Tay better established kno company te domain transfer kore neya jodi apner oi company nie kno doubt thake.

For wordpress hosting, you should use 100% SSD Hosting. Ei hosting ta strating er jnno valo & price onnk kom ache. Echara apni VPS o use korte paren. But I think Shared SSD Hosting server die run korate paren. Amr o wordpress e site ache. http://www.sp-itworld.com, ei site ta dkhte paren. valoy service dey hosting er jnno.

Hosting choto site hole 1GB or boro hole 10GB die monthly package nite paren.

Hostclation … ka call koran a ra to good companay …. apnar panel boja dai nee ?

    ধন্যবাদ।আর Cpanel বিষয়ে একটু বুঝিয়ে বলবেন কি। কারন আমি তো তাদের সাইট থেকে আমার ডোমেইন কন্ট্রোল করতে পারতেছি ( Nameserver, epp code) দেখতে পারছি। এখানে Cpanel কোনটা ।

    ফ্রী নেট অর টেকনোলজি বিষয়ক সাইট এর জন্য কত এমবি Hosting লাগবে।

Level New

প্রায় কয়েক বছর আগে http://helpfulhub.com/20075/ এখানে করা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে। যদিও প্রশ্নগুলোর সাথে হুবুহু মিল রয়েছে তবুও নিশ্চিত নই যে ঐ প্রশ্ন আপনিই করেছিলেন কিনা। তবে যদি না করে থাকেন তাহলে সেখানে দেওয়া উত্তরগুলো দেখে আসতে পারেন।

    Level New

    অবশ্য আপনার সুবিধার্থে আমি উপরোক্ত লিঙ্কের উত্তরগুলো এখানে কপি করে দিলামঃ
    ১। ডোমেইন হ্যাক হয় না। তবে অন্যভাবে যদি হ্যাকার আপনার ডোমেইন এর কনট্রোল পেয়ে যায় তখন হ্যাক হতে পারে। যেমন আগে হয়তো আপনার ইমেইলটি হ্যাক হয় তখন হয়তো হতে পারে। জনপ্রিয় হয়ে গেলে যদি হ্যাকাররা নিজের নামে করতে পারতো তাহলে বর্তমানে আর কোনো জনপ্রিয় সাইট থাকতো না। আর থাকলেও তা হ্যাকারদের দখলেই থাকতো। তবে ডোমেইন প্যানেলে লক অপশন থাকে সেটি ব্যবহার করতে পারেন।
    ২। ডোমেইন লক করা যায় এটা আপনার ডোমেইন প্যানেল এর উপর নির্ভর করবে। সেখান কোন সিস্টেমে লক করা যাবে এই ব্যাপারে আপনি ডোমেইন যাদের কাছ থেকে নিছেন তাদেরকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। এছাড়া আপনি একটু খুজলেই লক অপশনটা পাবেন।
    ৩। ব্যাপারটা ১নম্বর পয়েন্টে বলেছি। আসলে ব্যাপারটা এরকম যে সেখান থেকে আপনার ইমেইল অ্যাড্রেস পেয়ে গেল তারপর কোনভাবে আপনার ইমেইল একাউন্ট হ্যাক করল তারপর ডোমেইন এর কনট্রোল পেয়ে যাবে। তবে ইমেইল একাউন্ট নিরাপদ রাখলেই চলবে।
    ৪। হ্যাঁ সমস্যাটা এখানেই। আপনি ডোমেইন কত কম দিয়ে কিনতে পারলেন সেটা বড় কথা নয় আপনি বিশ্বস্ত জায়গা বা প্রোভাইডারের কাছ থেকে নিতে পারলেন কিনা এটাই বড় কথা। সুতরাং রিনিউ করার সময় বেশি দাবি করলে বিভিন্ন জায়গায় প্রোভাইডারের নামে খারাপ রিপোর্ট করা ছাড়া আপনার আর কিছু করার থাকবে না। এই জন্যেই বাংলাদেশের অনেকেই সরাসরি godaddy এর মতন বড় বিদেশী কম্পানির কাছ থেকে ডোমেইন কেনে।
    ৫। হ্যাঁ সত্যিকার অর্থে আপনি প্রোভাইডারের হাতেই বন্দি। তাই এবং আপনি godaddy থেকে ডোমেইন নিলে আপনি godaddy এর কাছে বন্দি। এখন কথা হচ্ছে আপনি যেখান থেকে নিচ্ছেন তারা কতটা বিশ্বস্ত! এটাই দেখার বিষয়।
    ৬। এই ক্ষেত্রে আপনি আপনার ডোমেইনটি কে অন্য জায়গায় ট্র্যান্সফার করতে পারবেন। আপনার কাছে যেহেতু কনট্রোল প্যানেল রয়েছে তাই আপনি চাইলেই যখন তখন ট্র্যান্সফার করতে পারবেন। তবে প্রোভাইডার যদি কনট্রোল প্যানেল সহ সব কিছু বন্ধ করে যায় সেই ক্ষেত্রে করার কিছু নেই।
    ৭। আপনি যখন অন্য জায়গা থেকে ডোমেইন এর প্যানেল নিবেন তখন তাদেরকে বলে আপনি আপনার পূর্বের ডোমেইনটি ট্র্যান্সফার করা লাগবে। এর জন্যে অবশ্যই ডোমেইন এর কন্ট্রোল আপনার কাছে থাকা লাগবে।
    সব শেষে বলতে চাই আপনার প্রশ্ন গুলো নেগেটিভ তবে এটাই স্বাভাবিক। আর ডোমেইন নিয়ে যখন এতই দুশ্চিন্তা তখন ডোমেইন কেনার আগে প্রভাইডার ভাল নাকি খারাপ সেটা একটু যাচাই করে এবং আর দশজনের কাছে শুনে নিতেন তাহলে মনে হয় আর সমস্যা হত না। কারণ ডোমেইন ও হোস্টিং এর ক্ষেত্রে আপনি কত কমে পেলেন সেটা বড় কথা নয়। তবে আপনি সার্ভিস কেমন পাচ্ছেন এবং কোম্পানি কতটা বিশ্বস্ত এটাই বড় কথা।
    (সোর্সঃ helpfulhub.com )

      ধন্যবাদ

      ধন্যবাদ।আর Cpanel বিষয়ে একটু বুঝিয়ে বলবেন কি। কারন আমি তো তাদের সাইট থেকে আমার ডোমেইন কন্ট্রোল করতে পারতেছি ( Nameserver, epp code) দেখতে পারছি। এখানে Cpanel কোনটা । আর ফ্রী নেট অর টেকনোলজি বিষয়ক সাইট এর জন্য কত এমবি Hosting লাগবে।

        Level New

        আমি যদি ভুল করে না থাকি তাহলে আপনার সাইটে ঢুকে দেখলাম আপনি ব্লগার ডট কমে আপনার সাইটটি হোস্ট করিয়েছেন। সুতরাং আপনার Cpanel থাকার কথা নয়। আপনি যদি ব্লগার না ব্যবহার করে আলাদা হোস্টিং কিনতেন তখন Cpanel এর প্রয়োজন হত। হোস্টিং কেনার পর হোস্টিং প্রোভাইডার আপনাকে Cpanel এর ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রদান করবে। আপনার ওয়েবসাইটের সকল ডাটা বা ফাইল সেখানেই জমা রাখতে হয়।

          না ভাইয়া আমি জানতে চাচ্ছি ডোমেইন কন্ট্রোল প্যানেল সম্পর্কে। অর্থাৎ আমি যেখান থেকে ডোমেইন নিয়েছি , তাদের সাইট থেকেই কি আমার ডোমেইন কন্ট্রোল করতে হবে? ( Nameserver or domain transfer etc) নাকি এর জন্য তারা আলাদা কন্ট্রোল প্যানেল প্রদান করে। আমাকে কি সবসময় তাদের সাইট এ লগইন এর মাধ্যমে আমার ডোমেইন কন্ট্রোল করতে হবে?