কে বা কারা আপনার সাইট ভিজিট করছে?
গুগোল এনালিটিক্স ব্যবহার করলে আপনি জানতে পারবেন কে বা কারা আপনার সাইট ভিজিট করছে? এর মানে দাঁড়ালো আপনি আপনার ভিজিটর কোন দেশের টা বুঝতে পারবেন। এছাড়া আপনি আরো জানতে পারবেন কোন ব্রাউজার ব্যবহার করে তারা আপনার সাইটটি ভিজিট করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই টুলসটি ব্যবহার করলে আপনি আপনার ভিজিটর এর সমস্ত তথ্যগুলো জানতে পারবেন। কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন- স্ক্রীন রেজুলেশন, জাভা স্ক্রিপ্ট সাপোর্ট, ফ্ল্যাশ সাপোর্ট, ভাষা সহ আরো অনেক বিষয় আপনি জানতে পারবেন। আপনি যখন নতুন করে কোন আর্টিকেল লিখতে যাবেন তখন এই টুলসটি আপনাকে সাহায্য করবে যে আগের কনটেন্টগুলোতে পাঠক কি খুজে গিয়েছে, তাহলে আপনি সেই পাঠকদের চাহিদা অনুযায়ী নতুন আর্টিকেল লিখতে পারছেন। যদি দেখেন আপনার বেশিরভাগ ভিজিটর আপনার ফ্ল্যাশ যুক্ত কনটেন্টগুলো দেখছে না; তার মানে তার কাছে ফ্ল্যাশ সাপোর্ট করে না, তাহলে আপনাকে ফ্ল্যাশ মুক্ত কনটেন্ট লিখতে হবে। আবার এও দেখা যায় অনেক ভিজিটর এর স্ক্রীন রেজুলেশন আপনার সাইট এর ডিজাইন এর রেজুলেশন থেকে অনেক কম, এক্ষেত্রে তারা আপনার সাইটে আসছে ঠিকই কিন্তু আপনার তৈরি করা কনটেন্টগুলো দেখতে পারছে না- যদি আপনার বেশিরভাগ ভিজিটরের স্ক্রীন রেজুলেশন ১২৮০ এর কম থাকে তাহলে আপনাকে এর সমান অথবা এর চেয়ে কম রেজুলেশন এর সাইট ডিজাইন করতে হবে, যাতে সবার কাছেই আপনার সাইটটি পৌছাতে পারে।
আপনার সাইটে কোন কোন কনটেন্ট এর প্রতি ভিজিটর এর আকর্ষণ বেশি?
গুগোল এনালিটিক্স আপনাকে দেখাবে আপনার সাইটে কোন কোন কনটেন্ট এর প্রতি ভিজিটর এর আকর্ষণ বেশি, এতে করে আপনি বুঝতে পারবেন- আপনার আসলে কোন বিষয়ের উপর বেশি করে কনটেন্ট লিখতে হবে। আপনি একই আর্টিকেল ২ ভাবে লিখুন, এরপর এনালিটিক্স এ দেখতে পারেন কোনটির ভিজিটর বেশি, যেটির বেশি সেটার ওপরে আরো আর্টিকেল লিখুন, এতে আপনার সাইটের ভিজিটর আরো বাড়বে। এছাড়াও আরো একটি টুলস আপনাকে আপনার সাইট এর রাঙ্কিং বাড়াতে সাহায্য করবে, সেটা হোল ওয়েবমাস্টার টুলস। কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি গুগোল ওয়েবমাস্টার টুলস এ যোগ করবেন?
চলুন এবার আমরা দেখব কিভাবে গুগোল এনালিটিক্স এ সাইন আপ করবেন
স্টেপ-১. প্রথমেই আপনাকে একটি গুগোল এনালিটিক্স একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার জন্য এখানে ক্লিক করুনএরকম একটি ছবি দেখতে পাবেন। যদি আপনার আগে থেকে একটি জিমেইল একাউন্ট থেকে থাকে তাহলে সেটি দিয়ে সাইন-ইন করুন, আর না থাকলে একটি জিমেইল একাউন্ট তৈরি করে নিন। কিভাবে তৈরি করবেন একটি জিমেইল একাউন্ট?
স্টেপ-২. যখন আপনি আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন-ইন করবেন, তখন গুগোল এনালিটিক্স এ প্রবেশ করার জন্য একটি প্রমোটেড স্ক্রীন আসবে আপনার সামনে, আপনার জিমেইল একাউন্ট দিয়েই সাইন-আপ করুন।
স্টেপ-৩. এরপর যে স্ক্রীন টি আপনার সামনে আসবে সেখানে ২টি অপশন দেখতে পাবেন, একটি ওয়েব সাইট এবং অন্যটি মোবাইল এপ্স। খেয়াল রাখবেন আপনি যখন ক্লিক করবেন তখন সেটা যেন ওয়েব সাইট হয়ে থাকে। এ সময় গুগোল এনালিটিক্স আপনাকে বেঁছে নিতে বলবে তার ২টি সেবা। একটি universel analytics account এবং অন্যটি classic analytics account. আপনি আপনার ইচ্ছে মত যে কোন একটি সেবা বেঁছে নিতে পারেন।
সেবা বেঁছে নেওয়ার পর আপনি আপনার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন, যেমন- ওয়েব সাইট ইউয়ারএল, একাউন্ট এর নাম (এটা আপনি আপনার ইচ্ছে মত দিতে পারেন), দেশ এবং টাইমজোন সিলেক্ট করে দিবেন।
ইনফরমেশনগুলো ঠিকমত দেয়া হয়েগেলে Get Tracking ID বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে গুগোল এনালিটিক্স এর ট্রামস এন্ড কন্ডিসন্সগুলো মেনে নিতে হবে। তাহলেই আপনি আপনার সাইটের ট্রাকিং কোডটি পেয়ে যাবেন।
স্টেপ-৪. এখন আপনি আপনার সাইটের ট্রাকিং কোডটি পেয়ে গেছেন। এই কোডটি কপি করে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করুন। আপনি চাইলে গুগোল এনালিটিক্স সাইন-আউট করে দিতে পারেন। তবে সাইন-আউট করার আগে কোডটি অবশ্যই আপনার সাইটে পেস্ট করে নিবেন।
কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে গুগোল এনালিটিক্স ইন্সটল করবেন?
ওয়ার্ডপ্রেস সাইটে গুগোল এনালিটিক্স ইন্সটল করার ৩টি উপায় আছে। যে কোডটি পেয়েছেন সেটি ডিরেক্ট পেস্ট করতে পারেন, অথবা ফাংশন.পিএইচপি অথবা প্লাগিং ব্যবহার করতে পারেন।
প্লাগিং এর ব্যবহার- ওয়ার্ডপ্রেস এর হাজার হাজার প্লাগিং রয়েছে, সেখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোন একটি ইন্সটল করে নিতে পারেন।
ডিরেক্ট পেস্ট- স্টেপ-৪ এ আপনি যা ট্রাকিং কোডটি পেয়েছেন সেটি সরাসরি পেস্ট করুন আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর হেডার.পিএইচপি তে, অবশ্যই <body> ট্যাগ এর পরে।
ফাংশন.পিএইচপি- অবশ্যই ফাংশন.পিএইচপি তে কাজ করার আগে ভালোভাবে জেনে নিবেন। না জানলে কখনোই ফাংশন.পিএইচপি ব্যবহার করবেন না।
৪ নাম্বার ঘরে আপনি আপনার গুগোল এনালিটিক্স কোডটি বসাবেন। এরপর আপনি আবার আপনার গুগোল এনালিটিক্স এর একাউন্টটি ওপেন করুন। এখানে Reporting tab একটা অপশন পাবেন। গুগোল ১২-২৪ ঘন্টা সময় নিবে আপনার সাইট এর ইনফরমেশন দেখাতে।
গুগোল এনালিটিক্স সব সাইট এর জন্য জরুরী একটি টুলস। সুতরাং এখনি আপনি আপনার সাইটের জন্য গুগোল এনালিটিক্স ব্যবহার করা শুরু করুন। আর্টিকেল সম্পর্কে কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন, আর ভালো লাগলে আপনার ফেসবুক এ শেয়ার করুন।
নোটঃ এটা শুধুমাত্র যারা নতুন শুরু করেছেন তাদের জন্য। আর একটি কথা যে সাইটগুলো শুধু হোস্টেড এনালিটিক্স শুধুমাত্র সেই সাইটগুলোতে ব্যবহার করা যাবে, ফ্রি ওয়ার্ডপ্রেস.কম সাইটে এনালিটিক্স ব্যবহার হয় না।
আমি পল্লব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।