আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য কিছু প্রফেশনাল মানের ফ্রি থিমস্‌ ডাউনলোড করে নিন..

ওয়ার্ডপ্রেস নিঃসন্দেহে বর্তমান পৃথীবির বেস্ট ব্লগিং প্লাটফর্ম। এটা ব্লগিংকে সহজ করে দিয়েছে।আর ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে যেকোনো ধরনের প্রফেশনাল মানের সাইট বানানো সম্ভব।
যদিও ডিফল্ট থিমস্‌ থকে ওয়ার্ডপ্রেস এ। কিন্তু তা অনেক বেশি নরমাল।তাই, আজকে আমি আপনাদের সাথে কিছু প্রফেশনাল মানের থিমস্‌ শেয়ার করবো।যা আপনার সাইটকে প্রফেশনাল লুকিং এনে দিবে।
ফিচারসমূহঃ
1.SEO optimized
2.Full Responsive
3.Google Adsense Ready
4.Optimized for Speed
5.Support Multiple page post
6.WordPress Multi level drop-down menu
7.Mobile Friendly (Best for Search Engines)
8.Fully Updated
9.Google Fonts
10.Built in Functionality
 1.Green Chille:
আমার দেখ বেস্ট একটা থিমস্‌। আপনার ব্লগিং কে করে দিবে আরো  আকর্ষনীয়।Seo friendly, so much easy to use, Clear Design.

ডেমো & ডাউনলোড

Note: এটা ডাউনলোড করার জন্য আপনাকে একাউন্ট খুলতে হবে। এরপরেও না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো।  
2.Smartline:
আপনার যদি টেকনোলোজি বিষয়ক কোনো ব্লগ থাকে, তবে আমি আপনাকে সাজেস্ট করবো এই থিমস্‌ ব্যাবহার করার জন্য। খুবই স্মার্ট আর কিউট ডিজাইন এই থিমস্‌ এ।

ডেমো লিংক

3.Accelerate:
এটা  আমার দেখা অন্যতম ফেভারিট একটা থিমস্‌। আপনার যদি নিউজ অথবা ফটোগ্রাফি বিষয়ক কোনো ব্লগ থাকে, তবে এই থিমস্‌টা ব্যাবহার করতে পারেন।
4.Dynamic:
এটাও অনেক জটিল একটা থিমস্‌। আপনার যেকোনো ধরনের সাইটে এটা আপনি ব্যবহার করতে পারেন। অনেক ব্লগারের পছন্দের প্রথম লিস্ট এ আছে এই থিমস্‌টি।
 
 5.Gopress: 
আপনি যদি ভ্রমনপিয়াসু হয়ে থাকেন।তাহলে তৈরি করে ফেলুন আপনার ব্লগ সাইট।আর এই থিমস্‌টি আপনার জন্য একদম পারফেক্ট।আপনি খুব সহজেই থিমস্‌ কালার , ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এই থিমস্‌ ব্যবহার করে।

Note: এটা ডাউনলোড করার জন্য আপনাকে একাউন্ট খুলতে হবে। এরপরেও না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো।  

 #যেকোনো সাইটের রেস্পন্সিভিটি চেক করার জন্য ভিজিট করুনঃ http://responsinator.com 
  প্রথম প্রকাশিত এখানে
  সৌজন্যেঃ ফালতুসাইট.নেট
আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ।

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

owww bro,,,thanks very nice collection,,, 🙂 dynamic ta nilam,,,

    আপনার কাজে লেগেছে যেনে খুশি হলাম।
    টিউনমেন্টের জন্য ধন্যবাদ।

vai resgistration korce but, green chilli ta download korte parce naaaa….

vai, matro 725 kb…!!!!
amne to 7 er upore thakar kotha ata ato kom keno???

    ঠিকই আছে।তবে পূর্বের থিমস্‌ এর ব্যাকআপ নিয়ে রাখবেন, যাতে কোনো সমস্যা না হয়।

আরও একটি সুন্দর থিমস্‌
Ribbon Responsive WordPress Theme
http://goo.gl/k1zEfk