সালাম সবাইকে।কেমন আছেন সবাই। আশা করছি ভাল। আবারও হাজির হলাম ওয়ার্ডপ্রেস এর ছোট একটি টিউন নিয়ে। তাহল কিভাবে আপনার সাইটের সকল রেজিষ্টার্ড ব্যবহার কারীকে একই সময় ইমেইল পাঠাবেন। নতুন টিউন দেওয়ার আগে আমার পুর্ববর্তী টিউন গুলোর লিংক দিলাম আশা করি যারা মিস করেছেন তাদের কাজে লাগবে।
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০১: কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে কাষ্টম হেল্প মেসেজ তৈরী করবেন : লিংক
অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০২: কিভাবে টিউনের ভিতরে অবস্থিত সকলছবিতে JQuery Plugin Lightbox যুক্ত করবেন? লিংক
অনলাইনে ভিজিটর নিয়ে আসার অনেকগুলো পথের মধ্যে একটি হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইলের মাধ্যমে আপনি সরাসরি আপনার সাইটে ভিজিটর নিয়ে আসতে পারবেন। তাই ইমেইলের মাধ্যমে আপনি যদি আপনার সাইটের সকল রেজিষ্টার্ড ইউজারদের অবহিত করতেক চান তব আপনার জন্য এই টিউনটি।
আপনি যদি সকল registered users কে ই-মেইলের মাধ্যমে আনার সাইটের নতুন টিউন সম্পর্কে অবিহিত করতে চান তবে নিচের টিউটোরিয়ালটি ব্যবহার করে সহজেই তা করতে পারেন।
নিচেরকোডটি আপনার থিমের ফাংশন ফাইল functions.php এ পেষ্ট করুন।
function email_members($post_ID) {
global $wpdb;
$usersarray = $wpdb->get_results("SELECT user_email FROM $wpdb->users;");
$users = implode(",", $usersarray);
mail($users, "New WordPress recipe online!", 'A new tutorial have been published on http://www.itshikkha.com');
return $post_ID;
}
add_action('publish_post', 'email_members');
নিচে অবস্থিতআপনার সাইটের নাম লিখতে ভুলবেন না। আইটি শিক্ষা হচ্ছে আমার সাইটের লিংক। ভুলে দিয়ে দেন আর আমার সাইটে ভিজিটর আসবে। 😛
াঝখানে কিছূ আজাইরা প্যাচাল পারলাম কেন জানেন ?? টেকটিউনসের টিউন ফরম্যাট এ কমপক্ষে ২০০ শব্দ লাগে। এত লেখাই নাই। তাই আর কি করব ?? আশা করি বিরক্ত হবেন না। ধন্যবাদ সবাইকে।
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx bro