আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কথা না বারিয়ে আসল কথায় আসি।
ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের সামনে এটি আমার প্রথম টিউন আসা করি নতুনদের জন্য কাজে আসবে।
আজকে আপনাদের জন্য আমি ওয়ার্ডপ্রেস ব্যাসিক টিউটোরিয়াল দিয়ে টিউনটি দেখুন কাজে আসবে.
যদি এই পর্যন্ত আপনি সব কিছু ঠিকঠাক ভাবে করে থাকেন, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ এর জন্য প্রস্তুত।
ডাটাবেজ
প্রথমে আপনাকে একটা ডাটাবেজ তৈরি করে নিতে হবে। WAMP এবং XAMPP উভয়টাতেই phpmyadmin নামের একটা গ্রাফিক্যাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা পি এইচ পি তে তৈরি, ইন্সটল করা থাকে। আমরা সেটাই ব্যবহার করবো।
এখানে প্রথমেই আমি wp নামের একটা ডাটাবেজ তৈরি করে নিলাম। এবার আপনি আপনার লোকাল সার্ভার এর রুট ডাইরেক্টরি (wamp এর ক্ষেত্রে www এবং XAMPP এর ক্ষেত্রে htdocs হয়ে থাকে) তে গিয়ে wp নামের একটা ফোল্ডার তৈরি করে নিন। এবার এই লিঙ্ক থেকে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করুন। জিপ বা টারবল ফাইল টা সেই wp ডাইরেক্টরীতে গিয়ে এক্সট্রাক্ট করুন, এমনভাবে যেন, ব্রাউজারে আপনি http://localhost/wp/readme.html এ গেলে ওয়ার্ডপ্রেস এর রিডমি ফাইল দেখতে পান। যদি সব কিছু ঠিক ঠাক ভাবে হয়ে থাকে, তাহলে আসুন এবার ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন শুরু করা যা।
ব্রাউজারে আপনি http://localhost/wp/ এখানে গেলে আপনি নিচের মতো একটা স্ক্রিন পাবেনঃ
এখানে আপনাকে কনফিগারেশন ফাইল তৈরী করতে হবে। চলুন শুরু করা যাক। create a configuration file এ ক্লিক করুন।
নিচের মতো একটা স্ক্রিন পাবেনঃ
এখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে কি কি লাগবে। যদিও আমি আগেই সব বলেছি, তারপরো একবার দেখে নিন আর কিছু বাকি আছে কিনা?
এবার Lets go তে ক্লিক করে পরের ধাপে যান।
এখানে আপনাকে ডাটাবেজ এর নাম, ডাটাবেজ এর ইউজার নেম, পাসওয়ার্ড এবং ডাটাবেজ হোষ্ট এর নাম দিতে হবে। ছবিতে দেখতে পাচ্ছেন, তবে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত আপনি যদি WAMP অথবা XAMPP ব্যবহার করে থাকেন এবং সেটিংস এ কোন ধরনের পরিবর্তন না এনে থাকেন, তাহলে ডিফল্ট ভাবে ডাটাবেজ ইউজারনেম root এবং পাসওয়ার্ড ফাঁকা থাকবে। হোষ্ট লোকালহোষ্ট হবে। শেষে আছে ডাটাবেজ প্রিফেক্স। আপনার যদি মাই এস কিউ এল ডাটাবেজ এর কাঠামো সম্পর্কে ধারনা থেকে থাকে তাহলে বুঝতেই পারছেন যে প্রফেক্স মানে এখানে টেবিল এর নামের প্রথমাশ বোঝানো হয়েছে। এটা সাধারন ভাবে তেমন কিছু না হলেও, সিকিউরিটির জন্য অসাধারন একটা জিনিস। সে বিষয়ে আমরা অন্য একটা খন্ডে আলোকপাত করবো।
এখানে আমি প্রিফেক্স এ ic_ দিয়েছি। আপনি নিজের প্রয়োজন মতো দিতে পারেন, তবে হ্যাঁ, শেষে একটা আন্ডারস্কোর (_) দেওয়ার চেষ্টা করবেন, এতে পরে বুঝতে সুবিধা হবে।
সাবমিট করুন, সব ঠিক থাকলে নিচের ছবির মতো একটা স্ক্রিন পাবেন আপনি।
ছবিটা সাইজে অনেক বড় হওয়ায় এখানে ফুল ভিউ আলাদা করে দিলাম।
কংগ্রাচুলেশন, আপনি সফল ভাবে ওয়ার্ডপ্র্বেস ইন্সটল করেছেন।
আসুন চট করে একটা নতুন টিউন লিখে ফেলি। আপনার প্রথম টিউন।
উপরের ছবির মতো করে নিউ টিউন এ ক্লিক করলে নিচের মতো একটা এডিটর পাবেন।
লিখে ফেলুন আপনার প্রথম টিউন, আমি নিজে লিখে আপনাকে স্বাগতম জানিয়েছি।
টিউন পাবলিশ করার জন্য আপনাকে ডান পাশে পাবলিশ সেকশন দেখতে হবে।
আমি ফ্রীডম রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একটা মানুষ পড়ালেখার পাশাপাশি ওয়েবসাইট চালাতে পছন্দ করি ও টেকনোলজি সংক্রান্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। বলতে গেলে এটা আমার একধরনের নেশা।
ভাল হয়েছে ভাই , চালিয়ে যাবেন আশা করি