জেনে নিন কোন ওয়েবসাইট কোন কোন থিম ও প্লাগইন দিয়ে চলছে !

সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি সর্ববৃহৎ বাংলা টেকনলজি ব্লগ টেকটিউন্স এ আমার প্রথম টিউন।

আমি আগেই বলছি যে উয়েবসাইটের থিম ও প্লাইন আপনি জানতে চাইবেন তা অবশ্যই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী হতে হবে এবং তা যদি কাস্টমাজ করা থাকে তবে সবকিছু ঠিকঠাক মত কাজ নাও করতে পারে এবং থিম যদি কাস্টম হয়ে থাকে তবে তাও ডিটেক্ট করতে নাও পারে তবে আমার দেখা ৮৫% সাইটে তা কাজ করে। তাই কাজ শুরু কারা যাক। আমি যেভাবে কাজটা দেখাব তা একটি উয়েবসাইটে মাধ্যমে দেখাব। হয়ত আপনার কেউ তা আগে থেকেই জানেন এবং এর্ডেস টি হচ্ছে  http://www.wpthemedetector.com প্রথমে এই সাইটে যান এবং পরবর্তী ধাপ অনুসরন করুন।

তাই দেরি না করে লিংটিতে গিয়ে আপনার কাঙ্খিত এর্ডেস টি বসিয়ে Enter প্রেস করেন দেখবেন সব ইনফরমেশন আপনি পেয়ে গেছেন বুঝতে না পারলে নীচের ছবিটা অনুসরন করেন।

আশা করি আমি বুঝাতে পেরেছি অাপনার চাইলে একই ধরনের আরেকটি সাইটেও আপনারা এই কাজ করতে পারেন সেটা হচ্ছে

http://www.whatwpthemeisthat.com

এই সাইটেও একইভাবে আপনি যে কোন সাইটের ইনফরমেশন হাতিয়ে নিতে পারেন এবং এটির ক্ষেত্রেও একই নিয়মেই করতে হবে।

আমি আগেও বলেছি যে টেকটিউনস ব্লগে এটি আমার প্রথম পোস্ট যদি আমার কোন ভুল হয়ে থাকে তবে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। চেষ্ঠা করব আমার আগামি টিউনে ভাল টিউন কারার। সবাই ভাল থাকবেন আজকের মত এখানেই শেষ করলাম।

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ 🙂

ফেইসবুকে আমি: খালিকুজ্জামান

Level 2

আমি খালিকুজ্জামান নবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ।… ^_^

এই বিষয়ে আগে টিউন করা হয়েছে।

কাজের জিনিস…। অনেক গুলা ধইন্যা পাতা 🙂

কিরে ভাই এই টিউন আমি এর আগে করেছিলাম কিন্তু আপনি না চেক করে কেন করলেন। আপনার টিউন আইন জানা দরকার। আমার টিউন লিঙ্ক ঃ

যেকোনো ওয়ার্ডপ্রেস সাইট এর থিম ও প্লাগইনস সম্পর্কে জানার পদ্ধতি
https://www.techtunes.io/wordpress/tune-id/347319