কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার ধারাবাহিক পর্বে হাজির হলাম।
ইতিমধ্যে আপনারা জেনেছেন যে, ওয়ার্ডপ্রেস হলো একটি CMS(Content Managment System) এর মধ্যে যে সকল content রয়েছে সেগুলো থাকে database এর মধ্যে । ওয়ার্ডপ্রেস এর দুটি view আছে । আপনি আপনার browser এ
লিখে Enter Press করলে যে ভিউটি আপনার সামনে আসবে সেটি হল ওয়ার্ডপ্রেস এর front-end view ।
১। এটি হচ্ছে হেডার।
২। এটি হচ্ছে আপনার ওয়েব সাইটের body । বিভিন্ন লেখা, কমেন্ট , ইত্যাদি এখান এ পাবলিশ হয়।
৩। এই জাগাটার নাম হল slidebar। পরে এর বিস্তারিত বর্ণনা করব।
ওয়ার্ডপ্রেস এর Back-end View পরিচিতি।
browser এ
লিখে enter press করলে যে ভিউটি আসবে সেটি হল Back-end View
১। এটি হচ্ছে মেনুবার ।
২। এখান থেকে আপনি কোন কিছু সহজেই আপনার সাইটে পোস্ট করতে পারবেন। পরে এই ব্যাপার আলোচনা করা হয়েছে।
৩। এখানে ক্লিক করে আপনি আপনার ওয়েব সাইটের front-end এ যেতে পারবেন।
৪। এখানে ক্লিক করলে Log out হয়ে যাবে।
Dashboard
WordPress এর Back-end প্রবেশ করার পর যে পেজ টি আপনার সামনে আসবে। সেটি হল Dashboard । যেখানে আপনার blog site টির সম্পরকে একটা ধারনা দিবে। এখানে আপনি যে অপশনগুল পাবেন। তা হলঃ
Right Now
Receent Comment
Quick Press
Recent Drafts
Plug-in
ইত্যাদি।
Right Now
এখান থেকে আপনি জানতে পারবেন আপনার সাইট
টিতে কয়টি post, page, category ইত্যাদি আছে। এছারাও আপনি কোন থিম এবং কোন ভার্সন এর ওয়ার্ডপ্রেস ব্যবহার করছেন তাও জানতে পারবেন।
কি ভাবে পোস্ট করবেন?
প্রথম এ পোস্ট থেকে নতুন পোস্ট এ যান।
১। Title এ my first title লিখুন।
২। Add media তে ক্লিক করুন।
এখন আপনি যে কোন ছবি সিলেক্ট করুন।
এখন নিচের মত Insert into Tune এ ক্লিক করুন।
এখন কিছু কন্টেন্ট লিখুন। এবং Publish এ ক্লিক করুন।।
এখন আপনি
এ যান। তাহলে আপনার পোস্ট দেখতে পারবেন।
আজকের মত এইখান এ বিদাই নিচ্ছি, আবার আগামি পর্বে দেখা হবে। আপনাদের উৎসাহ না হলে এতো কষ্ট করে পোস্ট করতে মন চায় নাহ।
পোস্টটি পূর্বে প্রকাশিত হয়েছিল এখানে
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple But Not Simple
সুন্দর চালিয়ে যান ।