এক পলকে ওয়ার্ডপ্রেসের প্রথম দিকের কিছু অজানা কথা।

ওয়ার্ডপ্রেস হল PHP এবং MySQL ভিত্তিক একটি ফ্রি এবং ওপেন সোর্স ব্লগিং টুল ও সিএমএস (content management system)। বর্তমানে খুবই জনপ্রিয় একটি সিএমএস এটি। ওয়ার্ডপ্রেস এর প্রতিষ্ঠাতা Matt Mullenweg ও Mike Little এক সাথে যাত্রা শুরু করে b2/cafelog ব্লগিং সফটওয়্যার এর মাধ্যমে।  ২০০৩ এর ২৭ মে ওয়ার্ডপ্রেস এর প্রথম ভার্শন – 0.70  রিলিজ হয়। তখন থেকেই শুরু হয় ওয়ার্ডপ্রেস এর পথ চলা।

 

যে ভাবে শুরু হল ওয়ার্ডপ্রেস !!!

 

২০০৩ এর ২৪ জানুয়ারি Matt একটি পোস্ট লিখেছিল b2 ব্লগিং সফটওয়্যারটি আপডেট করা নিয়ে এবং সেই পোস্টে সর্ব প্রথম মন্তব্য করেন Mike Little. মাইকের মন্তব্যটি দেখুন –

mike

তারপরেই এই দুইজন নিলে শুরু হল ওয়ার্ডপ্রেস এর যাত্রা।

ওয়ার্ডপ্রেস এর শুভ যাত্রা

ওয়ার্ডপ্রেস এর প্রথম ভার্শন রিলিজ হয় 0.70 দিয়ে বর্তমানে ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ ভার্শন হচ্ছে 3.5.1 এর মধ্যে মোট ৭৮ টি ভার্শন রিলিজ হয়। ওয়ার্ডপ্রেস এর সব গুলো ভার্শন দেখুন – All WordPress Version

আসুন ওয়ার্ডপ্রেস এর ১০ বছরের কিছু ভিজুয়াল ইতিহাস দেখে নেই।

১৮ জুন ২০০৩ 

এটি ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল সাইটের প্রথম ডিজাইন।

2003-June-18

হাস্যকর লাগলেও এটি ছিল ওয়ার্ডপ্রেসের About পেজ। একটু পেজটি পড়ুন অনেক তথ্য জানতে পারবেন।

2003-about

প্রথম দিকে ওয়ার্ডপ্রেস এর Editor প্যানেল দেখতে এমন ছিল –

2003-editor-screenshot

মে ২০০৪ 

পরবর্তী বছর অফিসিয়াল সাইটে সাইটবার যোগ করা হয়। যেখানে ওয়ার্ডপ্রেস এর ফিচার গুলো দেখানো হয় এবং Donate করার অপশন যোগ করা হয়।

2004-May-6

প্রথম যেই Editor প্যানেল ছিল সেটা তে আরও বেশ কিছু অপশন যোগ করা হয় পরবর্তী বছরে।

2004-editor

মে ২০০৫

পরবর্তী বছর ডিজাইনে তেমন কোন পরিবর্তন আনা হয় নি তবে। নতুন কিছু ফিচার যোগ করা হয়। যেমনঃ রিকোমেন্ড ওয়েব হোস্টিং, থিম শোকেস, এডিটর প্যানেল ইত্যাদি।

2005-screenshots-themes

২০০৫ এর দিকে ওয়ার্ডপ্রেসের এডিটর প্যানেল

2005-editor

 

সবাই ভাল থাকবেন।

পোস্টটি প্রথম প্রকাশিত ITprojukti.Com এ ভাল লাঘলে ঘুরে আসবেন ।

Level 1

আমি মোজাম্মেল হোসেন চৌধুরি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 20 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর । ধন্যবাদ ।

আমার সাইটে পোস্টের সময়টা ঠিক থাকেনা, আপনি পারবেন ঠিক করতে?
http://www.BengaliTutorial.com

information tune, keep it up