কেমন আছেন সবাই? আবার ও ধারাবাহিক Tutorial এ।
আজ দেখাবো কি ভাবে XAMP তে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন।
প্রথম এ নিচের লিঙ্ক থেকে WordPress এর Latest টা ডাউনলোড দিন।।
এখন C ড্রাইভটি Open করুন। এখানে Xampp নামে একটি Folder দেখা যাবে। এই ফোল্ডারটি Open করে এর মধ্যে htdocs
নামে একটি Folder দেখা যাবে। এই htdocs ফোল্ডারের মধ্যে নতুন একটি Folder যেমন wordpress তৈরি করুন। এবার
wordpress CMS software টি যা আগে download করা হয়েছিল তা এই নতুন Folder wordpress এ
Extract করুন।
যেকোন browser এর address বারে
1 | 127.0.0.1/wordpress |
লিখে ক্লিক করুন। এখান থেকে wordpress
folder টি open করুন
তারপর create configuration file এ ক্লিক করুন।
তারপর Let’s go এ ক্লিক করুন।
এবার Database name এ wordpress (যা আগে তৈরি করা হয়েছে) , user name এ root এবং password এ
খালি database host এ localhost এবং table prefix এ যেমন আছে তা রেখে submit এ ক্লিক করুন।
তারপর run the install এ ক্লিক করুন।
এরপর site title , user name , password , email ইত্যাদি fillup করে install
wordpress এ ক্লিক করুন।
এরপর Login ক্লিক করুন।
এবার user name ও password দিয়ে login করুন। ব্যাস wordpress এর dashboard চলে আসবে।
আজ এই পর্যন্তই । আশা করি ওয়ার্ডপ্রেস সেটআপ দেয়া শিখেছেন? আগামি পর্বে দেখা হবে।
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple But Not Simple
ভাল লাগলো চালিয়ে যান।