কেমন আছেন সবায়? আসলে গত কাল আমি বাস্ত ছিলাম তাই পোস্ট করতে পারি নি। তাই আজকে হাজির হলাম ওয়ার্ডপ্রেস এর ধারাবাহিক পর্বে
।
Server কি?
Server হচ্ছে একটি বিশেষ কম্পিউটার যেটি অন্য কম্পিউটার যেমন Guest User (ব্যবহারকারী) কে সার্ভিস প্রদান করে এবং আপনি আপনার
ডায়নামিক ওয়েব সাইট ঐ কম্পিউটারে চালাতে পারবেন । আপনার সুবিধ্রথে বলছি, আপনি কিন্তু যে কোন সাধারণ একটি কম্পিউটারকেও Server করতে পারেন।
কি ভাবে আপনার কম্পিউটারকে Server তৈরি করবেন?
প্রথমেই আপনাকে Xampp Software টি সংগ্রহ করতে হবে। সেটি আপনি দু ভাবে সংগ্রহ করতে পারেন। প্রথম এ নিচের লিঙ্ক থেকেঃ
Download XAMP From Here লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন ।
এবার দেখুন কি ভাবে সেটআপ করবেন।
ওপেন করুন তাহলে নিচের মত আসবে।
Yes এ ক্লিক করুন।
এবার নিচের মত আসলে Next করুন।
আবার Next করুন।
আবার Next করুন।
এবার নিচের মত আসলে টিক তুলে দিবেন এবং Next এ ক্লিক করবেন।
আবার Next করুন।
এইবার Finished এ ক্লিক করুন।
এবার নিচের মত আসবে এখন আমাদের শুধু দরকার Apache & Mysql টা । তাই ওই দুই টার পাশের X এ ক্লিক করুন ।
এবং ডান দিক এর Start এ ক্লিক করুন।
তাহলে আমাদের কম্পিউটার টা এখন Server এ রূপান্তর হবে।
এখন নিচের মত Browser এ type করুন।
1 | 127.0.0.1 |
টা হলে নিচের মত আসবে।
English সিলেক্ট করুন।
ওয়ার্ডপ্রেস ইন্সটল এর আগে ডাটাবেস করতে হবে।
Browser এ লিখুন
1 | 127.0.0.1/phpmyadmin |
অথবা Xampp টি open করে MySql এর পাশে Admin এ ক্লিক করতে হবে। তারপর phpMyadmin ওপেন হলে create
database এর ঘরে একটি database এর নাম যেমন wordpress লিখে create এ ক্লিক করলে database টি তৈরি হবে।
আজ এই পর্যন্তই, আগামি দিন দেখাব কি ভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। তত দিন ভাল থাকবেন এবং আমাদের সাইট এর সাথেই থাকবেন।
আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Simple But Not Simple
ভালো চালিয়ে যান