[WordPress Learning পর্ব-৪] নিজের কম্পিউটারকে Server বানান, এবং ওয়ার্ডপ্রেস এর জন্য Database তৈরি করা।

কেমন আছেন সবায়? আসলে গত কাল আমি বাস্ত ছিলাম তাই পোস্ট করতে পারি নি। তাই আজকে হাজির হলাম ওয়ার্ডপ্রেস এর ধারাবাহিক পর্বে

8. What is server

Server কি?

Server হচ্ছে একটি বিশেষ কম্পিউটার যেটি অন্য কম্পিউটার যেমন Guest User (ব্যবহারকারী) কে সার্ভিস প্রদান করে এবং আপনি আপনার

ডায়নামিক ওয়েব সাইট ঐ কম্পিউটারে চালাতে পারবেন । আপনার সুবিধ্রথে বলছি, আপনি কিন্তু যে কোন সাধারণ একটি কম্পিউটারকেও Server করতে পারেন।

 

http_server_how-to

কি ভাবে আপনার কম্পিউটারকে Server তৈরি করবেন?

প্রথমেই আপনাকে Xampp Software টি সংগ্রহ করতে হবে। সেটি আপনি দু ভাবে সংগ্রহ করতে পারেন। প্রথম এ নিচের লিঙ্ক থেকেঃ

Download XAMP From Here লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন ।

এবার দেখুন কি ভাবে সেটআপ করবেন।

ওপেন করুন তাহলে নিচের মত আসবে।
Yes এ ক্লিক করুন।

xamp 1st

এবার নিচের মত আসলে Next করুন।

xamp 2nd

আবার Next করুন।

xamp 3rd

আবার Next করুন।

xamp 4th

এবার নিচের মত আসলে টিক তুলে দিবেন এবং Next এ ক্লিক করবেন।

xamp 5t

আবার Next করুন।

xamp 6th

এইবার Finished এ ক্লিক করুন।

xamp finish

এবার নিচের মত আসবে এখন আমাদের শুধু দরকার Apache & Mysql টা । তাই ওই দুই টার পাশের X এ ক্লিক করুন ।
এবং ডান দিক এর Start  এ ক্লিক করুন।

তাহলে আমাদের কম্পিউটার টা এখন Server এ রূপান্তর হবে।

control pane;l

firewall allow

 

install

 

xamp start

 

এখন নিচের মত Browser এ type করুন।

127.0.0.1 browser

টা হলে নিচের মত আসবে।
English সিলেক্ট করুন।

select english language

ওয়ার্ডপ্রেস ইন্সটল এর আগে ডাটাবেস করতে হবে।

Browser এ লিখুন

 

fjsehejrthe

অথবা  Xampp টি open করে  MySql এর পাশে Admin এ ক্লিক করতে হবে।  তারপর  phpMyadmin ওপেন হলে create

database এর ঘরে একটি database এর নাম যেমন wordpress লিখে create এ ক্লিক করলে database টি তৈরি হবে।

 

আজ এই পর্যন্তই, আগামি দিন দেখাব কি ভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। তত দিন ভাল থাকবেন এবং আমাদের সাইট এর সাথেই থাকবেন।

Level 0

আমি সাগর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simple But Not Simple


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো চালিয়ে যান

Vai thanks for the post….but amar kisu janar aca jodi kindly bolten!PC te ai soft install kore database creat kore word press install dia ata online a kivabe nia ashbo ba korbo.R akta kotha avabe ki FTP server kono web page a kora jay…?as like http://mojaloss.net/….jani na katota bujate parlam.aktu bolben kintu sagor vai…!