কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ভুলে যাওয়া এডমিন পাসওয়ার্ড উদ্ধার করবেন?

এটা অত্যন্ত বেদনাদায়ক যখন দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন। কিন্তু কি করবেন যখন আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যাবেন । দুশ্চিন্তার কোন কারন নাই । দুইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন । এখন দেখা যাক, কোন দুইভাবে তা আমরা করতে পারি।

 

১) একটি হল Lost Password option থেকে

২) আরেকটি হল আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেজ থেকে

১) একটি হল Lost Password option থেকেঃ

  •  প্রথমে আপনি আপনার সাইটের wp-admin এ যান , যেমনঃ http://yourdomainurl/wp-admin
  • তারপরে, Lost your password? লেখার উপরে ক্লিক করে আপনার ইউজার নেম বা এমেইল ঠিকানা দিন, অতঃপর, Get New Password এর উপরে ক্লিক করুন। নিচের ছবিটা অনুসরন করুন,

lost password
get new password

  • অতঃপর, আপনি আপনার এমেইল ঠিকানা যেটা আপনি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার সময় দিয়েছিলেন, সেখানে যান এবং ইমেইল চেক করুন, সেখানে আপনাকে একটি ওয়েব লিঙ্ক পাঠানো হবে যাতে ক্লিক করে আপনাকে আপনার নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। নিচের ছবিটা দেখুন।

password reset

  • আপনার ইমেইলে পাঠানো লিঙ্কে ক্লিক করলে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করতে বলবে । এজন্য আপনাকে আপনার পছন্দ মত নতুন একটি পাস ওয়ার্ড নিচের ছবির মত দুইবার বসাতে হবে। অতঃপর  Reset password বাটনে ক্লিল করলে আপনার নতুন পাসওয়ার্ড টি সেট হয়ে যাবে । আর এভাবেই, আপনি আপনার হারিয়ে যাওয়া  ওয়ার্ডপ্রেস এডমিন পাসওয়ার্ড নতুন করে ফিরে পেতে পারেন।  strong wp pass

আশা করি, টিপ্সটি আপনার উপকারে আসবে ।

২) আরেকটি হল আপনার ওয়ার্ডপ্রেস ডাটাবেজ থেকে

  • এজন্য আপনাকে যেতে হবে cPanel > section Files > File manager এ ; তারপরে, আপনাকে যেতে হবে আপনার সাইটের রুট ফোল্ডারএ ।
  • আপনার সাইটের রুট ফোল্ডার থেকে wp-config.php ফাইলটি খুঁজে বের করুন এবং ওপেন করুন। নিচের ছবির মত আপনার সাইটের ডাটা বেজের তথ্য পাবেন ।

mysql pass

  1. অতঃপর, যান cPanel > Databases section > phpMyAdmin
  2. আপনার phpMyAdmin থেকে আপনার সাইটের ডাটাবেজে যান এবং wp-users এ ক্লিক করুন।
  3. নিচের ছবির মত করে আপনার সাইটের এডমিনের পাসওয়ার্ড সংলগ্ন লাইনের এডীট অপশনে ক্লিক করুন। phpmyad
  4. user_pass box এ শক্ত একটি পাসওয়ার্ড বসান, এবং MD5 অপশন টি সিলেক্ট করে Go তে ক্লিক করুন। ব্যাস, কাজ হয়ে গেল।.

phpmyadmin md5

আর এভাবেই আপনি ফিরে পেতে পারেন আপনার সাইটের হারিয়ে যাওয়া এডমিন পাসওয়ার্ড । আশা করি এটি আপনাদের বেশ উপকারে আসবে।

ভাল লাগুক আর খারাপ লাগুক ইচ্ছামত কমেন্টস করুন । আরো কিছু জানার থাকলে, কমেন্টস সেকশনে কিছু লিখে জিজ্ঞাসা করুন ।

Level 2

আমি মুহাম্মাদ ইউছুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় ভাইয়ারা, আমি \\\"falshgames\\\"। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আপনারা সময় পেলে অবশ্যই আমার http://infozone24.com সাইটে একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো হয়েছে মামা।

ভালোই

একটা হেল্প করবেন ?