আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্ তা'আলার অশেষ কৃপায় সবাই ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্ ভাল আছি।
গত পর্বে কিভাবে নতুন পেইজ আপডেট করবেন তা আমরা আলোচনা করেছিলাম। আজ আমি ওয়ার্ডপ্রেস এর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তন করা। আশা করি আপনারা অনেকেই থিম সম্পর্কে জানেন। যারা জানেন না তাঁদের জন্য একটু সংক্ষেপে আলোচনা করি, সাধারণত ওয়ার্ডপ্রেস থিম বলতে বুঝায় ওয়ার্ডপ্রেস সাইটের বাইরের ডিজাইন যা ওয়েবসাইটের স্ট্রাকচার নির্ধারণ করে। ওয়ার্ডপ্রেস থিম পরিবর্তনের মাধ্যমে আমরা আমদের ওয়ার্ডপ্রেস সাইটের ডিজাইন পরিবর্তন করতে পারি। আপনি সাধারণত দুইটি পদ্ধতিতে ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল/পরিবর্তন করতে পারেন।
এখন আমরা দেখবো কিভাবে আমরা আমদের ওয়ার্ডপ্রেস সাইটের থিম পরিবর্তন করতে পারি। ওয়ার্ডপ্রেস এ নতুন থিম ইন্সটল করার জন্য প্রথমে Dashboard > Appearance > Themes এ যান। তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এখানে আপনি আপনার থিম সমূহ দেখতে পারবেন। অর্থাৎ, আপনার ওয়ার্ডপ্রেস এ ইন্সটল করা সকল থিম এখানে দেখতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর কিছু থিম ইন্সটল করাই থাকে। এবার আমরা নতুন থিম ইন্সটল করবো। এজন্য Add New Theme বাটনে ক্লিক করুন। এবার আপনি ওয়ার্ডপ্রেস এর প্রচুর থিম পাবেন;
এবার আপনি এখান থেকে যেকোনো থিম ইন্সটল করে ব্যবহার করতে পারেন। এছাড়া, এখানে একটি সার্চ বক্স পাবেন যেখান থেকে আপনি থিম সার্চ করে ইন্সটল করতে পারেন। আপনি আপানার পছন্দের থিম খুঁজে পেতে Feature Filter অপশন ব্যবহার করতে পারেন। এজন্য Feature Filter বাটনে ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এবার এখানে আপনি বেশ কিছু ফিচার পাবেন। আপনি পছন্দ মত থিম বাছাই করতে পারবেন। যেমন; আপনি যদি ওয়ার্ডপ্রেস এর রেসপনসিভ থিম চান তাহলে Responsive এ টিকচিহ্ন দিতে পারেন। পছন্দমত ফিচার বাছাই করে আপনি ওয়ার্ডপ্রেস থিম ব্যবহার করতে পারেন।
আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করে ইন্সটল করতে পারেন। ওয়ার্ডপ্রেস থিম ডাউনলোড করতে গুগল এ সার্চ দিতে পারেন। সেখানে প্রচুর পরিমানে ফ্রি থিম পাবেন। আপনি চাইলে পেইড থিম ব্যবহার করতে পারেন। প্রিমিয়াম থিম ব্যবহার করতে হলে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ক্রয় করে ব্যবহার করতে হবে। এছাড়া, আপনি চাইলে আপনি নিজেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করে থিম আপলোড করতে পারেন। তবে, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার হতে হবে। ওয়ার্ডপ্রেস এ থিম আপলোড করে থিম ইন্সটল করার জন্য Upload Theme বাটনে ক্লিক করুন;
এবার নিচের চিত্রের মত দেখতে পারবেন;
এবার আপনি আপনার পছন্দের ওয়ার্ডপ্রেস থিমটি বাছাই করুন। এখন আপনাকে ওয়ার্ডপ্রেস থিমটি আপলোড করতে হবে। ওয়ার্ডপ্রেস থিম আপলোড করতে কিছু সময় লাগতে পারে। এটা আপনার ইন্টারনেট স্পীড এবং থিমের সাইজের উপর নির্ভরশীল। এবার Install Now বাটনে ক্লিক করুন;
আমি একটি resblog নামে ওয়ার্ডপ্রেস থিম আপলোড করেছি। আপলোড সম্পূর্ণ হলে নিচের চিত্রের মত দেখতে পারবেন। আপনি চাইলে থিম Activate করার পূর্বে থিম এর প্রিভিউ দেখতে পারবেন। অর্থাৎ, থিমটি ইন্সটল করলে আপনার সাইটটি কেমন দেখাবে তা ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করার পূর্বেই দেখে নিতে পারেন। এজন্য Live Preview এ ক্লিক করুন। এছাড়া, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিমটি শুধু ইন্সটল করে রাখতে পারেন। পরে, আপনার যখন ইচ্ছা থিম Activate করে ব্যবহার করতে পারবেন। এজন্য Return to Themes page এ ক্লিক করুন। আর যদি ওয়ার্ডপ্রেস থিম Activate করতে চান তাহলে Activate Theme এ ক্লিক করুন;
ওয়ার্ডপ্রেস থিম Activate হয়ে গেলে নিচের চিত্রের মত দেখতে পারবেন। এবার আপনি আপনার ওয়েবসাইটের হোম পেইজ এ যান তাহলে আপনার আপলোড করা নতুন থিমটি দেখতে পারবেন;
আবার আপনি আপনার ওয়েবসাইট ভিজিট করুন তাহলে নতুন থিম এর ডিজাইন দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এ আপনার নিজের তৈরি করা থিম ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হবে। বর্তমানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর চাহিদা বেড়েই চলছে। কেননা, ওয়ার্ডপ্রেস এখন খুবই জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাই, আপনি চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এ আপনার ক্যারিয়ার গড়তে পারেন। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে আপনাকে অবশ্যই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি এবং পিএইচপি জানতে হবে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য ইন্টারনেট এ প্রচুর রিসোর্স রয়েছে। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে প্রায় ৬ মাস সময় লাগতে পারে। তবে, আপনি শুধু এইচটিএমএল এবং সিএসএস শিখে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে পারবেন। এক্ষেত্রে, আপনাকে ওয়ার্ডপ্রেস থিম এর গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে।
ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এর ষষ্ঠ পর্ব এখানে শেষ করছি। আগামী টিউটোরিয়াল এ ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। অর্থাৎ আগামী টিউটোরিয়াল এ থাকছে;
ধন্যবাদ আমার আজকের টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে পড়ার জন্য। ভাল থাকবেন সবাই। আল্লাহ্ হাফেজ।
আপনি টিউটোরিয়াল মেলা থেকে অনলাইন এ ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন।
আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর একটি টিউন উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।