ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০৩] :: ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌ তা'আলার অশেষ রহমতে ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি ।

আমি গত পর্বে কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন নিয়ে সেটা নিয়ে আলোচনা করেছিলাম । যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ইন্সটল করা হয়ে গেছে, তাই, আমাদের ওয়ার্ডপ্রেস এখন ব্যবহার করার জন্য তৈরি । আজ আমরা ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল নিয়ে আলোচনা করবো ।

১। ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এ লগইন করার জন্য আপনার ডোমেইন নাম এর পর /wp-admin যোগ করতে হবে । যেমন; yoursitename.com/wp-admin

২ । নিশ্চয় আপনার মনে আছে, ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলেন । এবার আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করুনঃ

৩। লগইন করার পর নিচের মত আপনার ওয়ার্ডপ্রেস এর এডমিন প্যানেল দেখতে পারবেন;

ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল এর বামপাশে নিশ্চয় বেশ কিছু মেনু দেখতে পারছেন । এসব মেনু দিয়েই আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইট নিয়ন্ত্রণ করতে পারবেন । এখন আমরা এসব মেনু সম্পর্কে আলোচনা করবো;

Dashboard

Home: এটা আপনার ড্যাশবোর্ড এর হোমপেইজ ।

Updates: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস এর থিম, প্লাগিন, ওয়ার্ডপ্রেস এর কোন নতুন ভার্সন আসলে আপডেট করতে পারবেন ।

Posts

All Posts: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল পোস্ট দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন পোস্ট মুছে ফেলতে পারেন এবং পোস্ট এডিট করতে পারবেন ।

Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন পোস্ট অর্থাৎ নতুন কন্টেন্ট লিখতে পারবেন । যেমন, আপনি যদি নিউজসাইট তৈরি করতে চান তাহলে এখান থেকে নতুন নিউজ লিখে পাবলিশ দিতে পারবেন । ওয়েব কিভাবে নতুন পোস্ট লিখবেন তা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।

Categories: এখানে আপনি আপনার ওয়েবসাইট এর নতুন ক্যাটাগরি অর্থাৎ বিভাগ যোগ করতে পারবেন, তা এডিট করতে পারবেন এবং তা মুছে ফেলতে পারবেন ।

Tags: এখানে আপনি আপনার ওয়েবসাইট এর নতুন ট্যাগ যোগ করতে পারবেন, তা এডিট করতে পারবেন এবং তা মুছে ফেলতে পারবেন ।

Media

Library: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল ফাইল দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন ফাইল মুছে ফেলতে পারেন এবং পেইজ এডিট করতে পারবেন ।

Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন ফাইল যেমন ইমেজ, ভিডিও ইত্যাদি আপলোড করতে পারবেন ।

Pages

All Page: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল পেইজ দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন পেইজ মুছে ফেলতে পারেন এবং পেইজ এডিট করতে পারবেন ।

Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন পোস্ট অর্থাৎ নতুন কন্টেন্ট লিখতে পারবেন । আপনি যদি আপনার ওয়েবসাইট এর জন্য যোগাযোগ, About ইত্যাদি পেইজ তৈরি করতে চান তাহলে তা এখআন থেকে করবেন । ওয়েব কিভাবে নতুন পোস্ট লিখবেন তা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।

Comments: আপনি আপনার ওয়েবসাইটের সকল কমেন্ট এখান থেকে এডিট করতে পারবেন এবং তা মুছে ফেলতে পারবেন ।

Appearance

এই সেকশন এ বেশকিছু মেনু থাকতে পারে । এটা মূলত থিম এর উপর নির্ভর করে । তাই, আমি এমন কিছু মেনু নিয়ে আলোচনা করবো যা সকল থিম এ থাকে;

Themes: এখান থেকে আপনার ওয়েবসাইটের থিম পরিবর্তন করতে পারবেন । এ সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।

Widgets: এখান থেকে আপনার ওয়েবসাইট এ Widget যোগ করতে পারবেন ।

Editor: আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন । তবে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ করতে হলে আপনাকে কোডিং জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ডপ্রেস থিম এর গঠন সম্পর্কে জানা থাকতে হবে । তবে, যাদের কোডিং জ্ঞান নেই তাঁরা এ সেকশন এ হাত দিতে যাবেন না । কেননা, এখানে একটি কোড ভুল করলে আপনার সমস্ত ওয়েবসাইট বন্ধ হয়ে যেতে পারে ।

Plugins

Installed Plugins: এখান থেকে আপনার ওয়েবসাইটে ইন্সটল করা সকল প্লাগিন দেখতে পারবেন, তা আপডেট করতে পারবেন এবং প্লাগিন ডিলেট করতে পারবেন ।

Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য প্লাগিন ইন্সটল করতে পারবেন পারবেন । ওয়েব কিভাবে নতুন প্লাগিন ইন্সটল করবেন তা আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো ।

Editor: আপনি যদি আপনার প্লাগিন থিম কাস্টমাইজ করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন । তবে, ওয়ার্ডপ্রেস প্লাগিন কাস্টমাইজ করতে হলে আপনাকে কোডিং জ্ঞান থাকতে হবে এবং ওয়ার্ডপ্রেস প্লাগিন এর গঠন সম্পর্কে জানা থাকতে হবে । তবে, যাদের কোডিং জ্ঞান নেই তাঁরা এ সেকশন এ হাত দিতে যাবেন না ।

Users

All Users: এখান থেকে আপনার ওয়েবসাইটের সকল সদস্য দেখতে পারবেন । এছাড়া, এখান থেকে কোন সদস্য মুছে ফেলতে পারেন এবং এডিট করতে পারবেন ।

Add New: এখান থেকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য নতুন কোন পোস্ট সদস্য যোগ করতে পারবেন ।

Your Profile: এখান থেকে আপনার প্রোফাইল এডিট করতে পারবেন ।

Tools

Available Tools: এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের প্রয়োজনীয় টুলস দেখতে পারবেন ।

Import: আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট এ অন্য সাইট থেকে কন্টেন্ট Import করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন ।

Export: আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইট এর কন্টেন্ট অন্য সাইট এ Export করতে চান তাহলে তা এখান থেকে করতে পারবেন ।

Settings: এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের প্রয়োজনীয় সেটিংস সম্পাদন করতে পারেন । এখানে বেশ কিছু ফিচার রয়েছে । পরবর্তীতে Settings সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো – ইনশাল্লাহ্‌ ।

এতক্ষন আমরা ওয়ার্ডপ্রেস সেটিং সম্পর্কে মুটামুটি আলোচনা করলাম । ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এর তৃতীয় পর্ব এখানেই শেষ করছি । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন । আগামী টিউটোরিয়াল এ থাকছে ওয়ার্ডপ্রেস এ কিভাবে নতুন পোস্ট লিখবেন ।

ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য । ভাল থাকবেন সবাই । আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার চালিয়ে যান সাথে আছি 😀

    @জিলানী: সাথেই থাকুন ।

      Level 0

      @জিহাদুর রহমান: আচ্ছা ওয়ার্ডপ্রেস কতভাবে ইনষ্টল করা যায, ধরা যাক আমি থিম কাষ্টমাইজেশন, প্লাগিন কাষ্টমাইজেশন এড ইত্যাদি সুবিধা সহ ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করতে চাইলে আমাকে কি লোকাল পিসিতে সার্ভার সেটাপ দিয়ে না অনলাইনে ওযার্ডপ্রেস.অর্গ দিয়ে সাইট তৈরী করতে হবে বা কোনভাবে করলে ভালো হবে; আর যদি অনলাইনে করতে চাই তবে এর জন্য ফ্রি ডোমেইন ও হোষ্টিং যেমন ডট টিকে এবং ০০০ওয়েব হোষ্ট ছাড়া আর কি কোন ভালো ফ্রি ডোমেইন এবং হোষ্টিং আছে প্লিজ জানলে একটু বুঝিয়ে বলুন।

হুম টিউটোরিয়ালগুলো ভালই হচ্ছে। চালিয়ে যান। -ধন্যবাদ।

carry on