ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল [পর্ব-০১] :: ওয়ার্ডপ্রেস নিয়ে সাধারণ আলোচনা

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ্‌ তা’আলার অশেষ রহমতে ভাল আছেন? আমিও আলহামদুলিল্লাহ্‌ ভাল আছি ।

আজ আমি নতুন একটি বিষয় নিয়ে চেইন টিউন শুরু করতে যাচ্ছি । আমার এবারের চেইন টিউন ওয়ার্ডপ্রেস নিয়ে । এই চেইনটি মূলত নতুন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য এবং যারা ওয়ার্ডপ্রেস শুরু করতে চান তাঁদের জন্য । আমাকে ইতোমধ্যে অনেকেই ম্যাসেজ দিয়ে বলেছেন যে, কিভাবে তাঁরা একটি ওয়েবসাইট তৈরি করবে, এইচটিএমএল (HTML) এবং সিএসএস (CSS) না শিখে তাঁরা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না কি না ইত্যাদি । আর ওয়ার্ডপ্রেস ধারাবাহিক নিয়ে টিউটোরিয়াল লেখার জন্যও বলেছেন । আবার অনেকে ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ব্লগিং করবেন তা জানতে চেয়েছেন । যাইহোক, সকলের কথা মাথায় রেখে আজ থেকে শুরু করে দিলাম ওয়ার্ডপ্রেস এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল । আর আজ ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এর প্রথম পর্ব । আশা করি ওয়ার্ডপ্রেস এর ধারাবাহিক টিউটোরিয়ালটি নিয়মিত লিখবো – ইনশাল্লাহ্‌ ।

প্রথমেই আমরা জেনে নিবো ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস (WordPress) হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সিএমএস (CMS) অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । এটি একটি ওপেনসোর্স ব্লগিং সফটওয়্যার । ওয়ার্ডপ্রেস অত্যন্ত শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । ম্যাট মুলেনওয়েগ ২৭ শে মে, ২০০৩ সালে প্রাথমিক ভাবে ওয়ার্ডপ্রেস প্রকাশ করেন । ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করণ (4.1.1) ১৮ ফেব্রুয়ারী ২০১৫ সালে রিলিজ হয় ।

ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কোনো রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা সম্ভব । যেহেতু, ওয়ার্ডপ্রেস একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাই আপনি স্বাধীনভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন । ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে আপনাকে কোন প্রকার টাকা পরিশোধ করতে হবে । আপনি শুধু ডোমেইন এবং হোস্টিং এর টাকা পরিশোধ করবেন । এই শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা আপনি প্রায় সকল ধরনের ওয়েব সাইট বানাতে পারেন । কেননা, ওয়ার্ডপ্রেস এ রয়েছে বিনামূল্যে অসংখ্য থিম (Theme) এবং প্লাগিন (Plugin) । আপনি চাইলে ওয়ার্ডপ্রেস এর জন্য থিম কিনে ব্যবহার করতে পারেন । এমনকি, আপনি নিজেও ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন বানাতে পারেন । এক্ষেত্রে, আপানাকে অ্যাডভান্স লেভেল এ যেতে হবে । তবে, আমার ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ কিভাবে এইচটিএমএল টেম্পলেটকে ওয়ার্ডপ্রেস থিম (HTML to WordPress) এ কনভার্ট করা যায় তা আলোচনা করবো । আপনি জেনে অবাক হবেন যে, ওয়ার্ডপ্রেস এ ৩৭,১৪৯ এর বেশি প্লাগিন রয়েছে । এসব প্লাগিন ইতোমধ্যে ৮৯৪,১৬৩,৯৯০ এর বেশি ডাউনলোড করা হয়েছে । আর প্রতিনিয়ত ওয়ার্ডপ্রেস প্লাগিন এর সংখ্যা বেড়েই চলছে । একইসাথে, বাড়ছে এসব প্লাগিন ডাউনলোডের সংখ্যা । যেহেতু, ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তাই, আপনি সহজেই ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন । এমনকি আপনি চাইলে আপনার স্মার্টফোন দিয়ে ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরিকৃত ওয়েবসাইট নিয়ন্ত্রণ করতে পারবেন । ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করণ (4.1.1) এ ওয়ার্ডপ্রেস এর বেশকিছু পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু ফিচার যুক্ত হয়েছে । আমার সমস্ত চেইন টিউনটি মূলত ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করণের আলোকে লেখা হবে ।

ওয়ার্ডপ্রেস পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার । ওয়ার্ডপ্রেস এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে । আগে ওয়ার্ডপ্রেস শুধু ব্লগিং করার জন্যই ব্যবহার করা হতো । কিন্তু, বর্তমানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সব ধরনের ওয়েবসাইট তৈরি করা হচ্ছে । আমাদের প্রিয় টেকটিউনস ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি ।

 

টিউটোরিয়াল এর বিষয়বস্ত

আমি ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ প্রতিটি বিষয় অত্যন্ত সহজভাবে লেখার করার চেষ্টা করবো । ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল এ প্রথমে ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রাথমিক ধারনা দিবো । এরপর, কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন তা আলোচনা করবো । তবে, আমি সামান্য অ্যাডভান্স লেভেল এ যাবো । তাই, কিভাবে এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস এ কনভার্ট করবেন তা আলোচনা করবো । তাই, আমি আমার ওয়ার্ডপ্রেস ধারবাহিক চেইন টিউনকে দুইটি ধাপে ভাগ করবো;

ধাপ-০১: প্রথম ধাপে আমি ওয়ার্ডপ্রেস এর বেসিক বিষয়বস্ত আলোচনা করবো । এ ধাপে একজন লোক কোন রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়া-ই ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট বানাতে পারবেন এবং তা নিয়ন্ত্রন করতে পারবেন । প্রথম ধাপে ৭-৮ টি টিউন এর মাধ্যমে সম্পূর্ণ করবো – ইনশাল্লাহ্‌ ।

ধাপ-০২: দ্বিতীয় ধাপে আমি আলোচনা করবো কিভাবে একটি এইচটিএমএল টেম্পলেটকে ওয়ার্ডপ্রেস এ রূপান্তর করা যায় । এ ধাপে অবশ্যই আপনাকে এইচটিএমএল এবং সিএসএস এর উপর মুটামুটি দক্ষ হতে হবে । যদি এইচটিএমএল এবং সিএসএস না জানেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে, আমি আজ থেকে টেকটিউনস এ শুরু হতে যাচ্ছে স্ট্যাটিক ওয়েব ডিজাইনের উপর চেইন টিউন । আশা করি, উক্ত চেইন টিউন থেকে এইচটিএমএল এবং সিএসএস শিখতে পারবেন ।

এতক্ষণ আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানলাম এবং এর কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করলাম আর ওয়ার্ডপ্রেস ধারাবাহিক চেইন টিউনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করলাম । আজকের টিউটোরিয়াল এ প্র্যাকটিস করার মত কোন কাজ দেওয়া হয়নি । তবে, আগামী টিউটোরিয়াল থেকে নিয়মিতভাবে কাজ করে যেতে হবে ।

আজকের টিউটোরিয়াল এ আশা করি আপনাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে মুটামুটি ধারনা হয়েছে এবং ওয়ার্ডপ্রেস ধারাবাহিক চেইন টিউন এর বিষয়বস্তু সম্পর্কে বুঝতে পেরেছেন । যদি কোন বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন । আর টিউটোরিয়ালটি যদি আপনাদের ভাল লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না । ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি । আগামী পর্বে আমরা আলোচনা করবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইন্সটল করবেন?

আমার সাথে ফেইসবুক এ যোগাযোগ করতে এখানে ক্লিক করুন  ।

ধন্যবাদ সবাইকে । ভাল থাকবেন । আল্লাহ্‌ হাফেজ ।

Level 0

আমি জিহাদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 194 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ , আশা করি চালিয়ে যাবেন । আচ্ছা ভাই আপনার জাভা স্ক্রিপট এর চেইন টিউন কি শেষ ??

অনেক খুশী হলাম পোস্টটি পড়ার পর।
নতুনদের জন্য অনেক ভালো হবে।

আপনার জিহাদুর রহমান আর আমার নাম জিহাদ।

জিহাদুর রহমান ভাই? ওয়েব সাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেস,এইচটিএমএল এবং সিএসএস শিখলেই চলবে।