সব চাইতে সহজ উপায়ে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট [পর্ব–০৫] :: ব্যাসিক থিম ডেভেলপমেন্ট

সফটটেক আইটি ইন্সটিটিউট এর পক্ষ থেকে শেয়ার করা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ক্লাসের পঞ্চম পর্বঃ

ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । বর্তমানে যত ওয়েবসাইট করা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ ওয়েবসাইটই করা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে । তাই এর জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন বাড়ছে ।

এই টিউটোরিয়াল সিরিজটি দেখার জন্য কিংবা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার আগে থেকেই কিছু কাজ অবশ্যই জানতে হবে

১/ এইচ টি এম এল,

২/ সি এস এস,

৩/ জাভাস্ক্রিপ্ট (শুধুমাত্র ব্যাসিক না, বেশ ভালোভাবেই পারতে হবে),

৪/ জেকোয়ারী ( শুধুমাত্র ধারণা থাকলেই চলবেনা, প্রফেশনাল পর্যায়ের জেকোয়ারী এর কাজ পারতে হবে ),

৫/ জেকোয়ারী প্লাগিন্স,

৬/ বুটস্ট্যাপ,

৭/ ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন

৮/ ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন কাস্টমাইজেশন (শুধুমাত্র ধারণা থাকলে চলবেনা)

তো শুরু করা যাক,

এই ক্লাসে ব্যাসিক থিম ডেভেলপমেন্ট দেখানো হয়েছে

এটা কিন্তু শুধুই টিউটোরিয়াল না, সফটটেক আইটি ইন্সটিটিউট এর ক্লাসের ভিডিও

 

Level 0

আমি সফটটেক আইটি ইনস্টিটিউট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সফটটেক-আইটির অঙ্গপ্রতিষ্ঠান "সফটটেক-আইটি ইনস্টিটিউট"। সফটটেক-আইটি ইনস্টিটিউট উত্তরায় দক্ষ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন ধরণের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত-http://www.institute.softtech-it.com , https://www.facebook.com/softtechitinstitute/ * সার্টিফাইড প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট, * রেসপনসিভ ওয়েব ডিজাইন, * এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, * সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, * প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, *...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

apni je tutorial guli share krtechen eguli ki porjaikrome ase? ami youtube er channel link visit dilam dwnld dilam tate shironam er sathe vitorer content er mil pelam na , dharabahikoto bozai rekhe vedio tutorial guli share korle upokar hoto,

ভাইয়া একটা সমস্যা এবং বুঝতেচিনা এবং একটু বুঝিয়ে বলবেন দয়া করে–

নিচের এই প্লে লিস্ট এ

https://www.youtube.com/playlist?list=PLKXQ_o7Gi3f7FfS0TtTYUZVXzyr-to-Ie

পর্যায় ক্রমে ভিডিও লিস্ট দেওয়া আছে কনটার পর কনটা ডাউনলোড করতে হবে কিন্তু যেমন এই লিস্ট এর ৭ নং ভিডিও এর শিরোনাম= (wordpress theme devolpment “sidebar register”) এবং ৮ নং ভিডিও এর শিরোনাম=(wtd “html TO WORDPRESS” ) কিন্তু সমস্যা হল, ৭ নং ভিডিও টি যখন প্লে করা হচ্ছে তখন ভিডিও এর টাইটেল এ দেখানো হচ্ছে =(basic wordpress part 2 ) ar 8 নং ভিডিও টি যখন প্লে করা হচ্ছে তখন ভিডিও এর টাইটেল এ দেখানো হচ্ছে = (basic wordpress part 4) তাহলে part 3 তা কি আপলোড দেওয়া হইনি ? এই রকম অনেক গুলা মিল নেই, একটু বুঝিয়ে বলবেন ???