সফটটেক আইটি ইন্সটিটিউট এর পক্ষ থেকে শেয়ার করা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ক্লাসের দ্বিতীয় পর্বঃ
ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । বর্তমানে যত ওয়েবসাইট করা হচ্ছে তার মধ্যে বেশিরভাগ ওয়েবসাইটই করা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে । তাই এর জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন বাড়ছে ।
এই টিউটোরিয়াল সিরিজটি দেখার জন্য কিংবা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার আগে থেকেই কিছু কাজ অবশ্যই জানতে হবে
১/ এইচ টি এম এল,
২/ সি এস এস,
৩/ জাভাস্ক্রিপ্ট (শুধুমাত্র ব্যাসিক না, বেশ ভালোভাবেই পারতে হবে),
৪/ জেকোয়ারী ( শুধুমাত্র ধারণা থাকলেই চলবেনা, প্রফেশনাল পর্যায়ের জেকোয়ারী এর কাজ পারতে হবে ),
৫/ জেকোয়ারী প্লাগিন্স,
৬/ বুটস্ট্যাপ,
৭/ ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন
৮/ ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন কাস্টমাইজেশন (শুধুমাত্র ধারণা থাকলে চলবেনা)
তো শুরু করা যাক, যেহেতু ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করার জন্য পিএইচপি অবশ্যই জানতে হয়, অনেকেই পিএইচপি কোডগুলো মোটামুটি বুঝেই কপি পেস্ট করে কাজ করে, যা মোটেও ঠিক না, পিএইচপি শিখেই তারপর থিম ডেভেলপমেন্ট শেখা শুরু করা উচিত,
তাই এই ক্লাসেও পিএইচপি দেখানো হয়েছে
এটা কিন্তু শুধুই টিউটোরিয়াল না, সফটটেক আইটি ইন্সটিটিউট এর ক্লাসের ভিডিও
আমি সফটটেক আইটি ইনস্টিটিউট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সফটটেক-আইটির অঙ্গপ্রতিষ্ঠান "সফটটেক-আইটি ইনস্টিটিউট"। সফটটেক-আইটি ইনস্টিটিউট উত্তরায় দক্ষ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে ফ্রিল্যান্সিং সম্পর্কিত বিভিন্ন ধরণের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। বিস্তারিত-http://www.institute.softtech-it.com , https://www.facebook.com/softtechitinstitute/ * সার্টিফাইড প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট, * রেসপনসিভ ওয়েব ডিজাইন, * এডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, * সার্টিফাইড প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, * প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, *...