ওয়ার্ডপ্রেস কিভাবে আপনার হোস্টিং সাইটে ইন্সটল করবেন (দুইটি পদ্ধতি)

সবাইকে জানাই আমার সালাম, আশাকরি সবাই ভাল আছেন। আর আমি কোন সময় কেন জানি খারাপ থাকি না, তার কারন মহান আল্লাহ তায়ালা অনেক বেশি দয়ালু। আজকের এই টিউন শুধুমাত্র নতুনদের জন্য। এবার চলুন কাজের কথায় আসি।

সাধারণত দুইটি পদ্ধতিতে হোস্টিং সাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায়।

১. Softaculous one click install.

২. Manually install.

Softaculous one click install

তার জন্য আপনার হোস্টিং সাইটে ‘Softaculous one click install’ সুবিধাটি থাকতে হবে। প্রথমে হোস্টিং সাইটের cPanel-এ লগিন করুন, তারপর ‘Softaculous Apps Installer’ মেনু থেকে ওয়ার্ডপ্রেস-এ ক্লিক করুন।

পরের পেইজে সব কিছু ফিলাপ করে ‘’Install’’  বাটনে ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে। আমার মনে হয়, এই পদ্ধতি নিয়ে আর কিছু বলার দরকার নেই, কারন আপনি ইতিমধ্যে বিষয়টা বুঝেই গেছেন।

Manually install

প্রথমে হোস্টিং সাইটের cPanel এ লগিন করুন, তারপর ‘Databases’ মেনু থেকে ‘MySQL Databases’ এ ক্লিক করুন।

এখন একটি ডাটাবেইজ তৈরি করুন।

এখন একটি ডাটাবেইজ ইউজার তৈরি করুন।

এখন ডাটাবেইজে ইউজার ADD  করুন।

এখন সবগুলোতে মার্ক দিয়ে Make Change এ ক্লিক করুন।

আপনার তৈরি করা ডাটাবেইজ ও ইউজার।

তারপর wordpress.org  সাইট থেকে ওয়ার্ডপ্রেস-এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন।

এখন আপনার সাইটে wordpress.zip  ফাইলটি আপলোড দিন। তারপর জিপ ফাইলটি Extract করুন। এবার আপনার সাইটে ব্রাউজার দিয়ে ভিজিট করুন, তাহলে নিচের মত একটা পেইজ পাবেন।

উপরের পেইজে আপনার তৈরি করা ডাটাবেইজ, ইউজার ও পাসওয়ার্ড বসিয়ে সাবমিট করুন। পরের পেইজে ওয়ার্ডপ্রেস এডমিন নাম, ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস ইন্সটল করুন।

আমি একজন সাধারণ মানুষ, তাই মানুষের সমস্যা বুঝার চেষ্টা করি।

যেকোন প্রয়োজনেঃ  আমার ওয়েব সাইট   ও   ফেইচবুকে আমি

Level 0

আমি আরাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ

welcome @ঝিঝি পোকা

ধন্যবাদ সুন্দর পোস্টে জন্য

welcome @মোঃ মাসুদ রানা

Level 0

bahi site a kibabe and kuthay giye installl dimbo bolle upokrito hobo