আশাকরি সবাই ভাল আছেন!আমিও মোটামুটি ভাল আছি।
আজ আমার ডেভেলপ করা একটা ওয়ার্ডপ্রেস থিম আপনাদের সাথে শেয়ার করব।যারা পার্সোনাল ব্লগিং করেন,তাদের জন্য এটা নিঃসন্দে একটা উপযোগী থিম হতে পারে।চলুন থিম সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
থিম অপশনের মাধ্যমে আপনি লগো এবং ফেভিকন পরিবর্তন ছাড়াও আরো বেশ কিছু সুবিধা পাবেন।
একদম টেনশন করবেন না।এটা ইন্সটল করার নিয়ম অন্যান্য থিমের মতই।ইন্সটল করার পর Appearance থেকে Theme Option এ যান।ডান পাশে নিচের মত একটা আইকন পাবেন।ওটাতে ক্লিক করুন।
এবার নিচে দিকে এসে Options Reset এ ক্লিক করে একটু অপেক্ষা করুন।Theme option reset হবে।এরপর আপনার প্রয়োজনীয় সেটিং গুলো করে Save All Changes ক্লিক করুন।
ডেমো দেখতে এখানে এবং ডাউনলোড করতে এখানে(687kb) ক্লিক করুন।
টেকটিউনস থেকে জীবনে অনেক কিছু পেয়েছি।এটা তার তুলনায় সামান্য উপহার!
মানুষ ভূল-ত্রুটির উর্ধে নয়।থিমে কোন বাগ থাকলে জানাবেন।পরবর্তী ভার্সনে ফিক্সড করা হবে।আমার জন্য আর্শীবাদ করবেন।যেন গ্রামে থেকেও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।
আজ এই পর্যন্ত।ভাল থাকবেন সবাই!
আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!
ভাই blogspot এর জন্য প্রয়োজন