ডাউনলোড করে নিন ওয়ার্ডপ্রেস স্টান্ডার্ড টেকটিউনস এর ক্লোন ওয়ার্ডপ্রেস থিম সম্পূর্ণ ফ্রি তে!!

আসসালামুআলাইকুম,

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। টেকটিউনস, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেকনলজি বিষয়ক ওয়েব ব্লগ। একে ঘিরে এর অনুপ্রেরণায় বর্তমানে বাংলাদেশে অন্যান্য বিষয় থেকে টেকনলজি বিষয়ক ব্লগের সংখ্যা কয়েকগুণ বেশি। শুধু বিষয় বস্তুুই নয়। টেকটিউনসের থিমটিও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মূলত মেহেদী হাসান কি জাদু দেখালেন তা কেবল তিনিই জানেন!!

তা যাই হোক। আমরা অনেকে টেকটিউনসের থিমটি বিভিন্ন স্থান থেকে ক্রয় করি কেউ ১০০০/= কেউ ২০০০/= কেউবা ৫০০০/=। অভিযোগ সেটি নয়। আপনার সংগ্রহ করা থিমটি মোটেও ওয়ার্ডপ্রেস স্টান্ডার্ড নয়। আমি মোটেও মিথ্যা বলছিনা। আপনার থিমটি ওয়ার্ডপ্রেস স্টান্ডার্ড কিনা তা পরীক্ষা করে নিন আপনি নিজেই।

প্রথমে Theme-Check  প্লাগইনস টি ইন্সটল করে নিন। এবার চেক করে নিন আপনার থিমটি। কি পেলেন? একশত এক খানা বাগ??

এই বাগই আপনার প্রচুর শ্রম ও সময়কে কোন মূল্যায়ন করছে না। তাই ঝেড়ে ফেলে দিন আপনার থিমটি ইনস্টল করে নিন মার্কস আইটি বিডি কর্তৃক ডেভেলপকৃত ওয়ার্ডপ্রেস থিমটি। মূলত এ থিমটি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরীতে সাবমিট করা হয়েছে। আশা করা যায় আগামী ৪০/৫০ দিন পর এটি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরীতে সবার সামনে লাইভ হবে।

দেখে নিন ফিচার সমূহঃ

এটি খুব দ্রুত লোড হবে ২ সেকেন্ডের ভেতর আপনার ওয়েব পেজ লোড হবে

রাইট সাইডবার- থিমে একটি রাইট সাইডবার রয়েছে যা শুধু হোমপেজে শো করবে।
ফিচারড টিউন- থিমে ১ নাম্বার ক্যাটাগরীর সর্বশেষ টিউনটি ফিচারড টিউন হিসেবে শো করবে।
অ্যাড ব্যানার- অ্যাড ব্যানারের জন্য রয়েছে উইজেট এরিয়া।

সার্চ বক্স- থিমে সুন্দর একটি সার্চ বক্স রয়েছে।
শেয়ারিং বাটন- থিমে রয়েছে ফেসবুক টুইটার সহ বিভিন্ন শেয়ারিং বাটন
অথর বায়ো- প্রত্যেক টিউনে রয়েছে অথর বায়ো
লগইন ওয়েলকাম- লগইন ইউজারকে ওয়েলকাম জানানো হবে।
টু কলাম ক্যাটাগরী- আপনার ক্যাটাগরী সমূহ সো করবে দুইটি কলামে।
স্টিকী টিউন- স্টিকি টিউন পিন করে রাখতে পারবেন

বাকী ফিচার সমূহ-

Custom Logo option – You can upload your custom logo on the place of site title. Suggested dimensions are 300 x 60.

Custom Background – Theme supports background color changes and a background image.

Fresh dashboard- This theme support a fresh dashboard.

Footer widgets - bottom of your page you can use 3 footer widgets

Back To Top - There is a nice back to top scrolling button on theme footer

Code highlighter - Use pre tag to code highlight on your post.

থিম আউটলুক

থিম ডাউনলোড

থিমটি এখনো ডিরেক্টরীতে এপ্রুভড হয়নি। এপ্রুভড হওয়ার পর পুনরায় এপ্রুভড হওয়া থিমটি ডাউনলোড করবেন এখান থেকে। এজন্য কিছুদিন পর পর পেজটি চেক করতে পারেন।

বাগ ফ্রি থিম ব্যবহার করুন সাইটের স্বাস্থ ভালো রাখুন। থিম সম্পর্কে কিছু জানতে বা জানাতে যোগযোগ করতে পারেন আমার সাথে  [email protected] এ,

সম্প্রতি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরীতে রিলিজ হওয়া আমার প্রথম থিম রাফি ডাউনলোড করুন এখান থেকে

ধন্যবাদ সবাইকে।

              আজ ২৫  ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ৬টা ৫৬ মিনিট পর্যন্ত টিউনার’রা থিমটি মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করেছেন ৪৩৬ বার। 🙂 😀

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.