ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে Installed যেকোন থিম ডাউনলোড করবেন যেভাবে।

আশাকরি সবাই ভাল আছেন!আমিও ভাল আছি।

আজ ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশনের কোন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হইনি।ব্যাস্ততার কারণে লেখার সময় করে উঠতে পারছিনা,তবে আজকের লেখাটাও ওয়ার্ডপ্রেস রিলেটেড।

আজকের পোষ্টে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে ইন্সটল করা যেকোন থিম জিপ ফাইল আকারে ডাউনলোড করতে পারি।কিছুদিন আগে এক ক্লায়েট তার একটা থিম মডিফাই করার কথা জন্য আমাকে বলে।কিন্তু সেই থিমের কোন ব্যাক-আপ কপি তার কাছে ছিলনা।এমনকি তিনি আর সিপ্যানেল এবং এফ.টি.পি ইনফরমেশনও ভূলে বসে আছেন (অদ্ভুত মানুষ)।

এরকম অবস্থায় কেবল মাত্র ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে থিমটি ডাউনলোড করা ছাড়া কোন উপায় ছিলনা।কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে ডিফল্ট ভাবে ইন্সটল করা কোন থিম ডাউনলোড করার অপশন থাকেনা।বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে একটা সমাধান খুজে বের করলাম।

তাহলে চলুন জেনে নিই কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে ইন্সটল করা যেকোন থিম জিপ ফাইল আকারে ডাউনলোড করবেনঃ

প্রথমে ড্যাসবোর্ড থেকে Plugins>Add New এ যান।এরপর ইনপুট ফিল্ডে Theme downloader লিখে সার্চ করুন।

Theme downloader নামের একটা প্লাগইন পাবেন।প্লাগইন টা ইন্সটল করুন।এবার ড্যাসবোর্ড থেকে Appearance>themes এ যান।

আপনার ইন্সটল করা সবগুলো থিম সম্পর্কে ইনফরমেশন পাবেন।এবার আপনি যে থিমটি ডাউনলোড করতে চান সেটার Screenshot এর উপর ক্লিক করুন।ডাউনলোড বাটন পাবেন।

এবার ডাউনলোড বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন তাহলে দেখবেন থিমটি জিপ ফাইল আকারে ডাউনলোড হওয়া শুরু করেছে।

পূর্বে আমার ব্লগে প্রকাশিত।

আজ এই পর্যন্ত!ভাল থাকবেন সবাই।দেখা হবে আগামী পোষ্টে।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level 2

    মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।

Level 0

ভাই, আমি 7MB এর একটা theme instal করতে পারতেসি না(In my Local host), Plz help me….

    Level 2

    আপনি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন,বললে সাহায্য করতে সুবিধা হত!

Level 2

In short but nice post, Thanks.

পোস্ট টা ছোট কিন্তু অনেক ভালো একটা জিনিস নিয়ে।
আমার মাঝে মধ্যে লাগলে cPanel থেকে কষ্ট করে ডাউনলোড করে নিতাম।
এখন আর এত কষ্ট করা লাগেব না।
ধন্যবাদ।

Level 2

@Livenews71.Com: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন!

Level 2

@Niktar: ধন্যবাদ ভাই।ভাল থাকবেন!