এবার টার্গেট ৩০ দিনে নিজের Premium WordPress ব্লগ শুরু করা (নতুনদের জন্য)

আপনি কি এখনো blogger, wordpress বা .tk দিয়ে ফ্রী ব্লগ চালান? তাহলে আজই টার্গেট নিন ৩০ দিনে আপনার Premium ব্লগ শুরু করার। Premium ব্লগ মানে নিজে ডোমেইন এবং সার্ভার/হোস্টিং কিনে ব্লগিং শুরু করা। আজকাল ফ্রী ব্লগকে তেমন কেও মূল্য দেয়না। কাজেই নিজের ডোমেইন এবং হোস্টিং নিয়ে শুরু করলে সহজে এবং তারাতারি সফল হওয়া যায়। ভাবতে পারেন আপনার কাছে তো online একটি ডলারও নেই, No tension এই পোস্ট এ আপনি A-Z সব instruction পাবেন।

তাহলে শুরু করি, প্রথমে আমাদের টার্গেট সেট করে নেয়া যাক।

টার্গেট ১ঃ Minimum $16 আয় করা।

টার্গেট ২ঃ একটি ভাল Online Wallet/Payment Gateway এ অ্যাকাউন্ট খোলা। যেন সহজে ডলার আদান-প্রদান করতে পারি।

টার্গেট ৩ঃ নিজের ডোমেইন এবং হোস্টিং কিনে ব্লগ শুরু করা।

মিশন টার্গেট ১ঃ এটাই একটু বেশি সময় নিবে। প্রথমে এই সাইট এ গিয়ে সাইন আপ করেন। এটি মূলত একটি ট্রাফিক এক্সচেঞ্জ সাইট। এসব সাইট এ আপনাকে সাইট ভিসিট করতে হবে, বদলে আপনাকে তারা ক্রেডিট দিবে যা আপনি আপনার সাইট ভিসিট করানোর জন্য ব্যাবহার করতে পারেন। তবে আমাদের মূল কাজ এটা না। এই ট্রাফিক এক্সচেঞ্জ এর আরেকটি ভাল দিক হল, এরা আপনাকে প্রতি ১,০০০ সাইট ভিসিট করার জন্য $0.30 ডলার। আপনাকে ৬০,০০০ এর মত সাইট ভিসিট করতে হবে টার্গেট পুরন করার জন্য। ৬০,০০০ শুনে অনেকের চোখ হয়ত কপালে উঠে গেছে, কিন্তু প্ল্যান করে করলে এটা অনেক সহজ একটি কাজ।

১,০০০ ভিসিট = $0.30

৬০,০০০ ভিসিট = 60*$0.30 = $18 + bonus $

কাজেই আপনি আপনার প্রয়জনের চেয়েও বেশি ডলার পাচ্ছেন। আপনি প্রতিদিন সহজেই ২,০০০ এর মত সাইট ভিসিট করতে পারবেন। এতে ৩০ দিনে আপনি আপনার টার্গেটে পৌছে যাবেন।

 

মিশন টার্গেট ২ঃ এবার আপনার অর্জিত ডলার ব্যাবহার করার জন্য একটি Payment Gateway লাগবে। আমি সাজেস্ট করব Payza তে অ্যাকাউন্ট খলার জন্য কারণ এটা আমাদের দেশে support করে এবং আমি যে সাইটের কথা বলেছি এবং বলবো সেগুলও Payza support করে।

কাজেই আপনার দ্বিতীয় কাজ হল এই লিঙ্কে গিয়ে Payza-র অ্যাকাউন্ট খোলা। যদি আপনার Payza অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ধাপটি এরিয়ে যান। ট্রাফিক এক্সচেঞ্জ সাইট থেকে আপনার অর্জিত ডলার Payza তে আনবেন এবং এখান থেকেই ডোমেইন এবং হোস্টিং এর জন্য pay করবেন।

মিশন টার্গেট ৩ঃ এবার হল আপনার ডোমেইন এবং হোস্টিং কেনার পালা।এই বাজেট এর মধ্য ভাল ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আমি HostBlast suggest করব। আপনি $10 দিয়ে যদিও অনেক সাইট থেকে ডোমেইন কিনতে পারবেন কিন্তু $0.50/monthly বাজেটে premium হোস্টিং সার্ভিস পাবেন না। বলছি না যে এইটা Hostgator/Bluehost এর মত সেরা সার্ভিস দিবে, তবে বাজেট অনুজায়ী সার্ভিস অনেক ভাল। Hostgator/Bluehost এর মত সাইট হোস্টিং এর জন্য মাসে minimum $3.50 নিবে।

ফাইনাল হিসাবঃ

১টি ডোমেইন = $10/year

হোস্টিং = ($0.50*12)= $6/year (এটি ১GB হোস্টিং package,আপনি চাইলে আর বড় package নিতে পারেন)

মোটঃ $10+$6 = $16/year

ডোমেইন এবং হোস্টিং কেনার পরে Builtin tool দিয়ে WordPress install করে ৫ মিনিটেই আপনার ব্লগ শুরু করুন। সব হোস্টিং এর cpanel একই রকম হয়। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন কিংবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। তাছারা Youtube থেকে tutorial দেখেও cpanel সম্পর্কে জানতে পারবেন।

সমায় থাকলে ঘুরে আসতে পারেন আমার Tech Blog থেকে। আজ এখানেই শেষ, ভাল থাকবেন সবাই।

Level 0

আমি এম.এস.আই সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ব্রাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর স্নাতক করছি। পাশাপাশি আমি আমার নিজের ব্লগ http://techmasi.com এ আর্টিকেল লেখি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ট্রাফিক এক্সচেঞ্জ সাইট থেকে অর্জিত ডলার Payza তে আনতে কী কোনো নিয়ম আছে? নাকি যেকোন পরিমাণ ডলার এক্সচেঞ্জ করা যাবে???

    Level 0

    @Musician Mehedee: minimum payout $3

Level 0

thnx

ভাই কি করে ট্রাফিক এক্সচেঞ্জ সাইট থেকে অর্জিত ডলার পাবো বিস্তারিত ভালো করে লিখলে ভালো হতো আর ছবি দিয়ে পোস্ট করলে বুঝতে সুবিধা হতো