ব্লগ ছাড়াও ওয়ার্ডপ্রেস দিয়ে যেই ১০টি জিনিস বানানো সম্ভব

ওয়ার্ডপ্রেস নাম শুনলেই অনেকে মনে করেন এটি দিয়ে শুধুমাত্র ব্লগ সাইট তৈরি করা সম্ভব। যারা এমন ভুল ধারণা নিয়ে বসে আছেন তাদের জন্য আজকের এই পোস্টালয়। চলুন জেনে নেই ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি বানানো সম্ভব।

১. ওয়ার্ডপ্রেস দিয়ে টুইটারের মতো সাইট বানানো সম্ভব

ওয়ার্ডপ্রেস দিয়ে টুইটারের মতো সাইট বানাতে চান? এই টিউটোরিয়ালটি অনুসরণ করুন।

২. মেম্বারশীপ ডিরেক্টরী তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি মেম্বারশীপ ডিরেক্টরী তৈরি করতে চান তবে পড়ে দেখুন এই টিউটোরিয়ালটি। টিউটোরিয়ালটির লাইভ একটি উদাহরণ দেখুন এখানে: Pittsburgh Designers

৩. ই-মেইল নিউজলেটার সাবস্ক্রিপশন তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

এই টিউটোরিয়ালটি আপনাকে দেখাবে কিভাবে ওয়ার্ডপ্রেস ও ফিডবার্নার যুক্ত করে আপনি সাধারণ একটি ই-মেইল নিউজলেটার ম্যানেজার তৈরি করতে পারবেন।

৪. যোগাযোগ ম্যানেজার তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

এই ফ্রি থিমটি দিয়ে আপনি একটি কার্যকরী যোগাযোগ ম্যানেজার তৈরি করতে পারবেন যাকে আবার অন্যান্য প্লাগিন দ্বারা অধিকতর কার্যকরী করাও সম্ভব।

৫. ই-কমার্স সাইট তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

ই-কমার্স সাইট বানানো নিয়ে চিন্তায় থাকলে সেই চিন্তাও দূর করতে পারে ওয়ার্ডপ্রেস। এই প্লাগইনটি কিংবা এই প্লাগইনটি যেকোন একটি ব্যবহার করেই আপনি বানাতে পারেন অসাধারণ ই-কমার্স সাইট।

৬. উইকিপিডিয়া তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

এই টিউটোরিয়ালটি থেকে বেছে নিন আপনার পছন্দের উইকি থিম।

৭. সিএসএস গ্যালারী বানান ওয়ার্ডপ্রেস দিয়ে

এই থিমটি ব্যবহার করুন এবং এর সাথে একটি টিউটোরিয়াল আছে যা অনুসরণ করে আপনিও তৈরি করতে পারেন নিজের একটি সিএসএস গ্যালারী।

৮. পোর্টফোলিও সাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস

 ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের একটি পোর্টফোলিও সাইট বানাতে চান? কষ্ট করে এই টিউটোরিয়ালটি পড়ে দেখুন।

৯. ব্যবসা সংক্রান্ত ডিরেক্টরী তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

ব্যবসা সংক্রান্ত ডিরেক্টরী তৈরির কথা যদি ভেবে থাকেন তবে এই প্লাগিনটি আপনার জন্য উপকারী সাব্যস্ত হতে পারে।

১০. টাইমলাইন তৈরি করুন ওয়ার্ডপ্রেস দিয়ে

টাইমলাইন তৈরি করতে চান? দেখতে পারেন এই প্লাগিনটি।
ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি কি করা সম্ভব? আপনি যদি জেনে থাকেন তবে অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। আশা করি, আপনাদের আমার লেখাটি ভালো লেগেছে। ধন্যবাদ

Level 2

আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রি তে হোলে ভালো ।

Level 2

আপনার এই টিউনটি পরে অনেক ভালো লাগলো। টিউনটি এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশাকরি পরবর্তীতে আরো সুন্দর টিউন উপহার দিবেন।https://bestsocialplan.com

@farhadjoy: ধন্যবাদ ভাই

আমার এই একটাও দরকার না, আমার যেকোনো কিছু একটা দিন যেটা দিয়ে সহজেই ডাউনলোডিং সাইট বানানো যাবে

ভাই ব্লগস্পট দিয়ে আর কি কি করা সম্ভব?

vi api je tune nitimala vongo korecen ta ki janen.

thanks for shareing important news of wordpress.