ফ্রী তে নিয়া নিন ৪৮ডলার দামের প্রিমিয়াম ফটোগ্রাফি ফ্রেম ওয়ার্ডপ্রেস থিম

কেমন আছেন সবাই?  আসা করি ভাল আসেন সবাই্‌

আজ আমি দিব ৪৮ডলার দামের প্রিমিয়াম  ফ্রেম ফটোগ্রাফি ওয়ার্ডপ্রেস থিম
থিম যা যা সুবিথা পাবেন 

ডেমো দেখুন

ডাউনলোড করুন

কোন প্রব্লেম হলে বা ওয়ার্ডপ্রেস এর কোন সাইট বানাতে চাইলে যোগাযোগ করো আমার সাথে,

আমার করা সাইট  দেখতে ভুলবেন না  সাইট

আমি আছি ফেসবুক : facebook   

 

আমি আছি স্ক্যপে : clickShopbd

সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ।

আবার জেনো আপনাদের সামনে অন্য এক টিউন নিয়ে হাজির হতে পারি ।

Level 0

আমি হৃদয় আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রী তে না, বলেন চুরি করে।

    @হাবিবুর রহমান:
    একটা থিম চুরি করা যায় কিভাবে ? বলবেন কি ? না বলতে পারলে আপনার খবর আছে ।

ডেভেলপার কে টাকা দিছেন? না জানিয়ে চুরি করে ব্যবহার করছেন। প্রথমে আল্লাহ্‌র এক বান্দা এটা কিনেছিল ঠিক। কিন্তু ডেভেলপার তো সেটা দিস্ত্রবিউট করার উনুমুতি দেইনি। তাহলে তো এটা চুরি না? একজন কষ্ট করে বানাইছে আর আপনি তাঁকে কোন পারিস্রমিক দিবেন না, টা হতে পারে ??

    @হাবিবুর রহমান:
    প্রকৃত পক্ষে আমি এইসব থিম ব্যবহার করার পক্ষে নই, তবে এই থিমগুলোর ফাইল থেকে আমার মত নতুন ডেভেলপাররা যেন অনেক কিছু শিখতে পারে সেই উদ্দেশেই আমি নিজে এমন পোস্ট করি । কার মতলব কি তা আমি জানিনা ।
    এইসব ফ্রি থিম দিয়ে কেউ যদি টাকা কামানোর উদ্দেশে সাইট বানায়, তাহলে সেই সাইট ৯৯% হ্যাক হবার সম্ভাবনা থাকে । তাই ফ্রি থিম দিয়ে সাইট বানানো থেকে বিরত থাকুন ।

যে এটা ফ্রি ছেরেছে , সেই তো দোষী । প্রকৃত পক্ষে আমি এইসব থিম ব্যবহার করার পক্ষে নই, তবে এই থিমগুলোর ফাইল থেকে আমার মত নতুন ডেভেলপাররা যেন অনেক কিছু শিখতে পারে সেই উদ্দেশেই আমি নিজে এমন পোস্ট করি । কার মতলব কি তা আমি জানিনা ।
এইসব ফ্রি থিম দিয়ে কেউ যদি টাকা কামানোর উদ্দেশে সাইট বানায়, তাহলে সেই সাইট ৯৯% হ্যাক হবার সম্ভাবনা থাকে । তাই ফ্রি থিম দিয়ে সাইট বানানো থেকে বিরত থাকুন ।