ওয়ার্ডপ্রেস এর জন্য নিউজ পেপার থিম খুঁজছেন তারা জলদি নিয়ে নিন.

কেমন আছেন সবাই?  আসা করি ভালো।

যারা ওয়ার্ডপ্রেস এর জন্য নিউজ পেপার থিম খুঁজছেন তারা জলদি নিয়ে নিন

এটা আপনার নিউজ পেপার, গেমিং প্ল্যাটফর্ম, সংবাদ পোর্টাল , পত্রিকা এবং এই প্রকল্পের সঙ্গে যুক্ত অন্যান্য সাইট জন্য সেটআপ একটি  ওয়েবসাইট যে সাহায্য করে ওয়ার্ডপ্রেস থিম এর নিখুঁত ধরনের. এটা আবহাওয়া উইজেট, BuddyPress প্রস্তুত , অনন্য পাতা রচয়িতা , আকর্ষণীয় গ্রাফিক্স , খবর টিকার এবং আরও অনেক কিছু মত সবচেয়ে আপডেট বৈশিষ্ট্য অনেক ধরণের করতে পারবেন,

ডেমো  লিঙ্ক   

ডাউনলোড লিঙ্ক

 

কোন প্রব্লেম হলে বা ওয়ার্ডপ্রেস এর কোন সাইট বানাতে চাইলে যোগাযোগ করো আমার সাথে,

আমি আছি ফেসবুক : facebook   

আমি আছি স্ক্যপে : clickShopbd

Level 0

আমি হৃদয় আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।
এটা তো দেখছি ফ্রি নই, থীম ফরেস্ট হতে ক্রয় করতে হবে।আপনি ফ্রি দিলেন কিভাবে………!!
অপরদিকে ফ্রি থীমের ক্ষতিকর কোডের ভীতি থাকে, যেখানে সাইট হ্যাকিং হবার জন্য যথেষ্ট।

    @ফেরী ওয়ালা:
    ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, ফ্রী থিম দিয়ে প্রফেশনাল ই-কমার্স বা বিজনেস সাইট তৈরি করলে সেই সাইট হ্যাকিং হবার সম্ভাবনা অনেক অনেক বেশি, তাই, তবে নিউজ সাইট হ্যাক হবার সম্ভাবনা কম । তবে পেশাদার উদ্দেক্তাদের প্রত্যেকের উচিত থিম কিনে ব্যবহার করা অথবা পরিচিত অভিজ্ঞ ওয়েব প্রোগ্রামার/ডেভেলপারের নিকট থেকে ফ্রি থিমটি ব্যবহারের পূর্বে চেক/এডিট করা।

    আর হৃদয় আহমেদ ভাইকেও ধন্যবাদ, এইরকম চমৎকার একটি থিম উপহার দেবার জন্য। কারন এই থিমের ফাংশনস,লুপস,কাস্টম ওয়াইজেড সর্বোপরি সবধরনের কাস্টম কোডস এবং ব্যবহৃত এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কোডিং সিস্টেম আমার মত নতুন ডেভেলপারদের শেখার জন্য খুব কাজে দিবে ।

প্রকৃত পক্ষে আমি এইসব ফ্রি থিম ব্যবহার করার পক্ষে নই, তবে এই থিমগুলোর ফাইল থেকে আমার মত নতুন ডেভেলপাররা যেন অনেক কিছু শিখতে পারে সেই উদ্দেশেই আমি নিজে এমন পোস্ট করি । কার মতলব কি তা আমি জানিনা ।
এইসব ফ্রি থিম দিয়ে কেউ যদি টাকা কামানোর উদ্দেশে সাইট বানায়, তাহলে সেই সাইট ৯৯% হ্যাক হবার সম্ভাবনা থাকে । তাই ফ্রি থিম দিয়ে সাইট বানানো থেকে বিরত থাকুন, এবং সেটাই হবে ন্যায়সঙ্গত ।

জিহান ভাইকেও ধন্যবাদ