ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে সমস্যাতে আছি! অভিজ্ঞজনেরা কেউ হেল্প করুন……প্লিজ!!

ঈদ মোবারক!! সবাইকে সালাম ও শুভেচ্ছা।

আশা করি সবাই ভাল আছেন। আসলে টিটিতে আমি একজন নিয়মিত ভিজিটর। ব্লগিং তেমন একটা করতে পারিনা বলেই টিটিতে কোন পোস্ট করি না। যাইহোক অন্যান্য দিনের মত এবারো বেশ কয়েকটি সমস্যাতে পড়েছি। সমস্যাটি মূলত ওয়ার্ডপ্রেস ব্লগিং নিয়ে। টিটিতে যারা অভিজ্ঞ টিউনার/লেখক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুগ্রহ করে আমাকে একটু রিভিউ দিন!! কেউ এড়িয়ে যাবেন না!! .......প্লিজ!!!!

১। আমি একটি ডোমেইন নিয়েছি http://www.pchelplab.com

এখানে আমি পিসি বিষয়ক ব্লগ করতে চাই। অবশ্য সেখানে অন্যান্যরাও রেজি: করে ব্লগিং করতে পারবেন। কিন্তু বুঝতে পারছিনা প্রথমত কত জিবি ও কত ব্যান্ডউইথের হোস্ট নিব। যেমন: মনে করি আমার সাইটের প্রতিদিন পার ভিজিটর যদি ১২০০ হয়, সেখানে যদি ২ জিবি সহ ৫০ জিবি ব্যান্ডউইথের শেয়ার্ড হোস্টিং নিই তাহলে কি আমার সাইটটি চলবে???

২। ১ জিবি হোস্ট নিলে কতটি পোস্ট করা যায়??

৩। ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার পর ইউজারেরা যে সকল ইমেজ লোড দিবেন মূলত সেইগুলো আমার হোস্ট সাইটে জমা হবে। যা অনেকটাই স্পেস নষ্ট করবে। এই ক্ষেত্রে এমন কোন পদ্ধতি আছে যেখানে আমার হোস্ট সাইটে ইমেজ আপলোড  বন্ধ করে ইউজারকে অন্য কোন থার্ডপার্টিতে প্রসেস করাতে পারি?? এই ব্যাপারে কেউ টিউটোরিয়াল জানলে তার লিংক দিলে উপকৃত হই। আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি- টিটি অ্যাডমিন প্যানেলের মত অনুরুপ ইউজারকে ইমেজ আপলোড সিস্টেম করতে চাই। যেমন- টিটিতে ইমেজ আপলোড দিতে গেলে কেউ ছোট সাইজের ইমেজ আপলোড দিতে পারে না। একটি নিদিষ্ট পরিমাপ আছে। ছোট সাইজের ইমেজ আপলোড দিতে গেলে অন্য কোন লিংক প্রতিস্থাপন করতে হয়। এই সিস্টেম কিভাবে করা যাবে??

৪। আমার সাইট ২/১ বছর চালানোর পর যদি মনে করি দেশী/বিদেশী অন্য কোন হোস্টিং প্রভাইডারে মুভ করব মানে পূর্বের ডাটা সমেত মাইগ্রেশন করব তাহলে করা যাবে কি? মাইগ্রেশনের কোন শর্ত আছে কি? যেমন ধরুন: আমার সাইটের ফাইল সাইজ (ব্যাকআপ) ৫ জিবি ! তাহলে মাইগ্রেশন করা যাবে কি???

Level 0

আমি আসলাম মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

2. এটা নির্ভর করবে আপনার ইউজারের পোস্টের উপর কারণ তারা যদি তাদের পোস্টে বেশি ইমেজ ব্যবহার করে তাহরে তো ডিক্স বেশি খাবে। এটাই স্বাভাবিক।

3. এটা আপনি করতে পারবেন মানে আপনি যখন আপনার সাইটে পোস্ট করবেন তখন যদি আপনার পোস্টের ভিতর কোন ইমেজ ব্যবাহার করেন তাহলে সেটা অন্য কোন ইমেজ হোস্টিং সাইটে হোস্ট করে আপনি সেই লিংক ব্যবহার করতে পারেন আপনার পোস্টে তাতে অবশ্যই লিঙ্ক এমন হবে (http://www.image.com/images/dodsfo6988.jpg) কিন্তু অন্যরা তা হয়তো করবে না কারণ এত ভাক্কা করে কেউ আপনার সাইটে পোস্ট করবেনা।

4. এখানে আপনি দুটো ভাবে আপনার সাইটের ডাটা অন্য হোস্টে ট্রাসফার করতে পারেন 1. আপনার হোস্টিং প্রভাইডারের মাধ্যমে 2. আপনার পুরো সাইট আপনি নিজেই ব্যাকআপ নিয়ে। তবে আমি আপনাকে নিশ্চিত ভাবে বলতে পারি আপনার সাইটের কোন ক্ষতি হবেনা, সাইট ঠিক থাকবে।

Level 0

সবচেয়ে বেষ্ট হয় যদি VPS নেন । আমার একটা সাইট আছে apkmela.com যেটা আমি VPS দিয়ে চালায় ।
১- ভাই ১২০০ ভিজিটর আর ২জিবি স্পেস আলাদা জিনিস । ভিজিটর নেবে আপনার সার্ভার এর উপর । যেমন ধরুন আমার একটা সাইট আছে যেটাতে ৫ জিবি স্পেস আর ৫০ জিবি ডাটা ব্যবহার করি কিন্তু ১০০ অনলাইন হলেই সাইট ডাউন হয়ে যায় ।
২- আমি যতদুর জানি পোস্ট করতে বেশি নেই না স্পেস । প্রধানত ইমেজ ফাইল এগুলোতেই বেসি স্পেস খাই ।
৩- ইমেজ নিজের সার্ভারে আপলোড করাই ভালো আমি মনে করি । কারন অন্য কথাও আপলোড করলে হয়তো ডিলিট হওয়ার সম্ভবনা আছে । তখুন আপনার পোস্টটি কি হবে ।
৪- এ সম্পর্কে আমার তেমন ধারনা নেই । তবে আমি ৫০০ মেগা পর্যন্ত মাইগ্রেশন করেছি । যদিও এগুলো প্রভাইডাররা করে দেই ।