হেলো কমুউনিটি কেমন আসেন। আমি আসলে ব্লগ লিখি না। লিখি না বললে ভুল হবে । লিখতে পারিনা হাহাহাহা............। আজকে একটু ভাল কিছু লিখার চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লাগবে।
অনেকেই জানে না যে আর এস এস কি?
আরএস এস (রিচ সাইট সামারি) মূলত একটি ফাইল ফরম্যট যা একই সাথে আধুনিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (World Wide Web) অনেক জনপ্রিয় প্রজুক্তি । এটি এক্সএমএল (XML) নামক এক সাধারণ ডাটা ফরম্যাট-এর অধীনস্থ এমন একটি উপাদান যা মূলত ওয়েব সিন্ডিকেশন বা ওয়েব নজরদারীর জন্য ব্যবহৃত হয়।
ফিড কি ?
ফিড মানে খাওয়ানো...... এই খাওয়ানো অর্থ একটু আলাদা। এই ফিড মানে কি টা একটু পর বুঝতে পারবেন।
মনে করুন আপনি একটি ব্লগে ভিজিট করেছেন । আপনার পছন্দ হলো ব্লগটি। আপনি অধির আগ্রহে বারবার ভিজিট করছেন সাইটটি। আপনার নিজের একটি ব্লগ থাকলে সেই সাইটের ফিড যুক্ত করলে নতুন পোস্টের তালিকা আপনার ব্লগ থেকেই দেখা যাবে। ই-মেইল সাবক্রাইব করলে নতুন পোস্ট প্রকাশ হওয়ার পর তা আপনার ই-মেইলে চলে আসবে। এই হল আর এস এস ফিড এর কাজ।
অটো আর এস এস ফিড আপনার সাইটে URL দেখতে হলে আপনার ওয়াডপ্রসে header.php তে </head> ওপরে এই
কোড টি পেস্ট করেন।
<link rel="alternate" type="application/rss+xml" title="RSS 2.0" href="<?php bloginfo(‘rss2_url’); ?>" />
<link rel="alternate" type="text/xml" title="RSS .92" href="<?php bloginfo(‘rss_url’); ?>" />
<link rel="alternate" type="application/atom+xml" title="Atom 0.3" href="<?php bloginfo(‘atom_url’); ?>" />
<link rel="alternate" type="application/rss+xml" title="<?php bloginfo(‘name’); ?> RSS Comments Feed" href="<?php bloginfo(‘comments_rss2_url’); ?>" />
http://en.wikipedia.org/wiki/RSS
এই সাইট থেকেও RSS সম্পর্কে জানতে পারেন...
আমি নাফিজ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।