অনেকদিন পর টেমপ্লেটের কালেকশন নিয়ে ফিরে এলাম। তবে আজ ব্লগস্পটের টেমপ্লেট নয়, ওয়ার্ডপ্রেসে ব্লগসাইট তৈরির জন্য একটি সাধারন টেমপ্লেট। কিন্তু এক কথায় টেমপ্লেটটি খুবই প্রফেশনাল লাগলো আমার কাছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন এবং সুন্দর এর মাঝে সাধারন থিম ব্যবহার করার চেষ্টা করবেন। ওয়ার্ডপ্রেসে অনেক বড় বড় প্রিমিয়াম থিমও আজকাল ফ্রি পাওয়া যায় কিন্তু ফ্রি তে নিলে সেগুলো নিরাপদহীন। তাই ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে ফ্রি থিমগুলোই ব্যবহারের চেষ্টা করবেন। আর প্রিমিয়াম নিলে তো কথাই নেই। তবে শুধু বলার, প্রিমিয়াম থিম কখনও ফ্রি তে ডাউনলোড করে ব্যবহার করবেন না। এতে ব্লগের নিরাপত্তার গ্যারান্টি থাকেনা। আজ শেয়ার করছি এমন একটি ফ্রি থিম। ভালো লাগবে আশা করি। ডেমো দেখুন, পছন্দ হলে ডাউনলোড করে নিয়েন। থিমটির নাম Frontier । আসুন প্রথমে জেনে নেই কি কি আছে এই ওয়ার্ডপ্রেস থিম এর ফিচারে?
সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
আমি ব্যবহার করি এই থিম টি