যেকোন প্রয়োজনে ওয়ার্ডপ্রেসের থিম ডিরেক্টরী থেকে ফ্রি থিম প্রয়োজনমত খুজে বের করা খুবই কঠিন এবং সময়সাধ্য একটা ব্যাপার । এর প্রথম কারন হচ্ছে যেকোন বিষয়ের উপর রয়েছে হাজার হাজার থিম । আর একটি কারন হচ্ছে ফ্রি থিম অনেক সমস্যা থাকে যা ওয়ার্ডপ্রেস সিকিউরিটির জন্য হুমকি সরূপ । আজ ব্লগ এর জন্য তৈরি এমন ১০ টি থিমের সন্ধান দেব যেসব থিমের ডিজাইন যেমন অসাধারন এবং এদের সিকিউরিটি রিস্ক নিয়ৈ চিন্তা করতে হবে না । এবার আসুন আপনার ব্লগটাকে সুন্দর করে সাজিয়ে নিন।
একটি মানসম্মত থিমে যেসব ফিচার থাকতে হয়, তার সবই আছে এসব থিমে ।
প্রতিটি থিম ওয়ার্ডপ্রেসের নিজস্ব থিম, তাই যেকোন থিম নিশ্চিন্তে ডাউনলোড করুন । কোন ডাউলোড লিংক কাজ না করলে কমেন্টে জানাবেন দয়া করে ।
উপহার গ্রহণ করার জন্য ধন্যবাদ ।এবার ওয়েব সোর্স এ নিমন্ত্রণ গ্রহণ করলে খুশি হব।
আমি Onno Vinno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Always think different and do different
চমৎকার