কিভাবে একজায়গা থেকে খুব সহজেই নিয়ন্ত্রণ করবেন একাধিক ওয়ার্ডপ্রেস সাইট

আপনি একাধিক ওয়ার্ডপ্রেস সাইটের এডমিন অথবা  ফ্রিল্যান্সিং এ কাজের প্রয়োজনে ক্লাইন্টের একাধিক সাইট দেখাশুনা করতে হয়, তাহলে এই পোষ্টি আপনার জন্য । একাধিক সাইটে পরিচালনা করলে যে সমস্যাটায় বেশি পড়তে হয়, সেটা হচ্ছে বিভিন্ন প্রয়োজনে বার বার লগিন, লগআউট করা ।

ওয়ার্ডপ্রেস ভার্সন ৩ প্রকাশিত হবার পর থেকে আপনি নেজেই একাধিক ওয়ার্ডপ্রেস সাইটের নেটওয়ার্ক তৈরি করতে পারছেন  সাধারন একটি ইনস্টলেশনের মাধম্যে Multisite । কিন্তু এই ফিচারটি আপনাকে পরিপূর্ণ সমাধান দিতে পারবে না । অথার্ৎ আপনার আরও বেশি কিছু প্রয়োজন রয়েছে।

সৌভাগ্যবশত এরকম কিছু টুলস্ রয়েছে যার মাধ্যমে আপনি সহজেই একাধিক ওয়েব সাইট একটি মাত্র মূলকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসুন এবার আলোচনা করা যাক সেসব টুলস্ সম্পর্কে ।

1. WP Remote

file

ওয়ার্ডপ্রেস এর একাধিক সাইট নিয়ন্ত্রণ করতে আপনার যেসব সাধারন কাজ করা প্রয়োজন হবে সেগুলো  ফ্রি সমাধান দিবে WP Remote ।

যেসব সুবিধা পাবেন:

> Bulk update all WordPress installations
> Create off-site backups
> Update plugins that can be updated via the WordPress plugin page
> Update themes that can be updated via the WordPress themes page

2.ManageWP

file (1)

এর কিছু সার্ভিস রয়েছে যা আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন । আবার কিছু কিছু  কিছু সার্ভিস নেয়ার জন্য মূল্য পরিশোধ করতে পারবেন।নিচে ফ্রি এবং প্রিমিয়াম উভয়প্রকার সার্ভিসের তালিকা দেয়া হল:

ManageWP Free Features

> One-click updates
> All sites in one dashboard
> One-click automatic login to your WordPress sites
> Install and manage plugins and themes
> Remove spam comments, post revisions, optimize databases
> Pageview site traffic statistics
> Email notifications for available updates
> IP address access restriction
> Two-factor login authentication via email

Below are a few of the more important premium features available.

>  Manage users
>  Bulk add new posts and pages
>  SEO analysis
>  Integration with Google Analytics
>  Uptime monitoring
>  Scheduled backups

3. Worpit

0296-05_worpit

এই টুলটির মাধম্যে সহজেই আপনি একাধিক ওয়ার্ডপ্রেস সােইট নিয়ন্ত্রণ করতে পারবেন ।এর মাধম্যে Backup, Recovery, theme and plugin update  ইত্যাদি কাজ আপনি সহজেই করতে পারবেন।

ফ্রিতে আপনি একটি সাইট এই টুল দিয়ে পরিচালনা করতে পারেন।  এর অনেক ধরনের পেইড সাভির্স রয়েছে । পাচঁটি সাইট একসাথে নিয়ন্ত্রণ করতে আপনাকে ১.৬ ডলার পরিশোধ করতে হবে । এরকম ১৫০ সাইট নিয়ন্ত্রণ করতে ১৬০ ডলার মাসিক খরচ হবে।

এই  ভিডিওটিতে বিস্তারিত বর্ণনা করা হযেছে  -  ভিডিও

Worpit Features

>   One-click login for each site under a single admin dashboard
>   Update your installations with the latest WordPress versions
>   Automatic daily backups
>   On-demand backup and restore
>   Built-in WordPress installer (install new sites in 60 seconds)
>   Auto-install your preferred plugins and themes to new sites

4. CMS Commander

file (2)

এই টুলটি দিয়ে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটই নয় Joomla, Drupal  সহ যেকেন পিএইচপি নিভর্র একাধাক সাইট খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ফ্রিতে পাচটিঁ সাইট পযর্ন্ত নিয়ন্ত্রণ করতে পারবেন । কিন্তু এর পরই আপনাকে মূল্য পরিশোধ করতে হবে । যেমন ১০ টি সাইটের জন্য প্রায় ১০ ডলার খরচ করতে হবে। এরকম ২০০ সাইটের জন্য প্রায় ৬৫ ডলার পরিশোধ করতে হবে।

এই সাইটে কিভাবে আপনার সাইড যোগ করবেন সে বিষয়ে ভিডিও দেখুন - ভিডিও

CMS Commander Features

>   Plugin management (update, activate and deactivate)
>   Theme management (update, activate and deactivate)
>   Automatically create site backups
>   Clone a site
>   Automatically insert affiliate links
>   Post management (view recent posts, approve/delete drafts, etc.)
>   Comment management (review, approve or put comments in spam)
>   User management
>   WP Settings management
>  Categories management
>  Autoblogging and bulk posting (not available for free accounts)

5. Infinite WP

file২

Infinite WP  একটি  freemium model  যার অর্থ হচ্ছে এর কিছু কিছু ফিচার আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন , কিন্তু এডবান্স ফিচারগুলো ব্যবহার করতে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে।

এই টুলটি সম্পর্কে জানতে ভিডিও দেখুন  - ভিডিও

InfiniteWP Free Features

>  One-click updates for the latest version of WordPress
>  Install and manage themes
>  Install and manage plugins
>  The ability to restore, download, and delete backups

InfiniteWP Premium Features

>   Install WordPress
>   Clone a WordPress installation
>   Schedule automated backups
>   Back up to repositories
>   Manage WordPress users
>   Save and run custom PHP code on multiple sites
>   Brand the InfiniteWP plugin with your company name or hide the plugin altogether

এই টুলগুলি ব্যবহার খুব সহজ নয় । এদের সেটআপ প্রসেসও একটু ঝামেলার । তবে আপনি যদি একটু ধৈর্য ধরে সব ঠিক করে নেন । তাহলে আপনার যেমন অনেক সময় বাচবেঁ তেমনি অনেক রকম ঝামেলা থেকেও মুক্তি পাবেন । সবাইকে কষ্ট করে পোষ্টি পরার জন্য ধন্যবাদ।

বাংলাদেশের সবচেয়ে বড় ওয়েব ডেভেলপমেন্ট রিসোর্স ওয়েব সোর্স এ আপনাকে স্বাগতম ।

Level 0

আমি Onno Vinno। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Always think different and do different


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice tune