ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরী করা কোন সাইটে ইউজার লগ-ইন বা লগ-আউটের জন্য স্বংয়ক্রিয়ভাবে ১ নং চিত্রে প্রদর্শিতরূপে উপরে এডমিন টুলবারটি প্রদর্শিত হয়। আপনি যদি এমন কোন থিম ব্যবহার করে থাকেন যেখানে আলাদাভাবে ইউজার লগ-ইন বা লগ-আউটের এর ব্যবস্থা আছে অথবা নিজে কাষ্টমাইজ করে আলাদাভাবে ইউজার লগ-ইন বা লগ-আউটের এর ব্যবস্থা করে থাকেন সেক্ষেত্রে উল্লেখিত টুলবারটি আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। খুব সহজভাবে কিছু কোডিং এর মাধ্যমে এই টুলবারটি কিভাবে হাইড করা যায় আজ আমরা সেটিই দেখব।
একাজটি সম্পন্ন করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন:
১। প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল থেকে Appearance > Editor এ যান অথবা সরাসরি Cpanel থেকে File Manager এ গিয়ে WP-Content > themes > Your Theme Name > functions.php ফাইলটি সিলেক্ট করে Code Editor এ ক্লিক করুন। নিচের ২ নং চিত্রে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল থেকে করা কোড এডিটিং দেখানো হয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্তে।
২। আপনার থিমের function.php ফাইটি সিলেক্ট করুন। ২ নং চিত্র অনুযায়ী এডিটরের সর্বনিম্নে ?> এর ঠিক পুর্বে নিচের কোডটি বসিয়ে দিন। এবার Update File এ ক্লিক করুন।
add_action('set_current_user', 'csstricks_hide_admin_bar');
function csstricks_hide_admin_bar() {
if (current_user_can('edit_posts')) {
show_admin_bar(false);
}
}
৩। এবার আপনার সাইটটি ব্রাউজারে রিলোড করুন।
আশা করি আপনারাও পারবেন। তারপরও যদি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন মন্তব্য করে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।
আমি Amin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লাগল। ধন্যবাদ।