প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করে নিন নিছের লিঙ্ক থেকে
আসলে এভাবে আপনার সাইট এর সবকিছু বাংলায় কনভার্ট হবে না কিছু কিছু টার্ম বাংলা হবে আর বাকি গুলো আপনাকে নিজ হাতে বা ম্যানুয়ালি করতে হবে। তবে যদি আপনি কোড না জানেন তবে হাত দিয়েন না কারন হিতে বিপরিত হতে পারে তাই কোন এক্সপার্ট দিয়ে এই কাজটি করে নিতে পারেন।
প্রথম লেখা হয়েছিল অ্যানিটেক এ। আশা করি একবার ঘুরে আসবেন। আমাদের ফেসবুক পেজ
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
এটা প্রাক্টিকেলি কি কাজে লাগবে পরিষ্কার নয়। ওয়ার্ডপ্রেস সাইট এ বাংলা ইন্সটল করে কি কাজ হবে?