যেকোনো পোস্ট এ অ্যাড করুন লেখকের আভাটার

সকল অ্যানিটেক বন্ধুদের জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যাহোক কাজের কোথায় ফিরে আসি। আজকে একটা ওয়ার্ডপ্রেস এর কোড নিয়ে আলোচনা করবো। আপনি যদি চান যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ এর সকল পোস্ট এ যে পোস্ট করেছে তাড় ছবি শো করবেন তাহলে আদিকে আসুন। সামান্য একটা কাজ করে আপনি এটি করতে পারেন। আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হল আপনার থিম এর single.php তে নিছের কোড গুলো অ্যাড করে দিন। এখন কথা হল কোথায় অ্যাড করবেন। আক্তাই কথা হল যেখানে আভাটার শো করতে চান। তবে কোড সম্পর্কে না জানলে কার সাহায্য নিতে পারেন। আপনি যদি আভাটার এর সাইজ পরিবর্তন করতে চান তাহলে কোড এ যে 20 আছে এই জাইগায় আপনার ইচ্ছামত সংখ্যা দিন। দেখবেন আভাটার এর সাইজ পরিবর্তন হবে। আজ এখানেই ভালো থাকবেন।

Code:

<?php echo get_avatar( get_the_author_email(), '20' ); ?>

পোস্ট টি প্রথম প্রকাশিত হয় এখানে

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস