ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-৮] :: ওয়ার্ডপ্রেস সাইটে Post editor এ Default content যুক্ত করবেন যেভাবে।

ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন

আমরা যদি ওয়ার্ডপ্রেস সাইটে Dashboard থেকে Post > Add new পোষ্টে যায় তাহলে নিচের মত দেখতে পায়,যেখানে পোষ্টের টাইটেল এবং কনটেন্ট লেখার জন্য দুইটা ইনপুট ফিল্ড থাকে।
ডিফল্ট ভাবে টাইটেল লেখার বস্কে Placeholder হিসাবে Enter title here থাকে এবং কনটেন্ট এর বস্ক খালি থাকে।

Default post editor

আজ আমরা দেখব কিভাবে এখানে (পোষ্টের টাইটেল এবং কনটেন্ট বস্কে) ডিফল্ট কনটেন্ট হিসাবে কিছু লেখা যুক্ত করতে পারি যেটা Add new post এ গেলে ডিফল্ট কনটেন্ট হিসাবে থাকবে।

আচ্ছা,আমরা যারা টেকটিউনসের টিউনার আছি তারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে টেকটিউনসের ড্যাসবোর্ড থেকে টিউনস > নতুন টিউন এ গেলে টাইটেল এবং কনটেন্ট লেখার বক্সে টেকটিউনসের নীতিমালা সম্পর্কে কিছু লেখা থাকে যেটা ডিফল্ট কনটেন্ট।আজ আমরা এটাই শিখব।

তাহলে চলুন শুরু করা যাক

আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance > Editor এ যান।এরপর বর্তমান থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন এবং ?> এর আগে নিচের কোডটুকু যুক্ত করুন।

/*----------------------Add default post title & content in post editor--------------------------------*/
/

   function default_title( $title ) {
   $title = "Enter post title here";
   return $title;
   }
   add_filter( 'default_title', 'default_title' );

   function my_editor_content( $content ) {
   $content = "Enter content here";
   return $content;
   }
   add_filter( 'default_content', 'my_editor_content' );

এবার আপডেট বাটনে ক্লিক করে ফাইলটি সেভ করুন।এরপর Dashboard থেকে Post > Add new পোষ্টে যান তাহলে দেখবেন পোষ্টের টাইটেল লেখার বস্কে Enter title here এর পোষ্টের কনটেন্ট লেখার বক্সে Enter content here লেখা দেখা যাচ্ছে।

After add default content

লক্ষ্য করবেন উপরের কোডের মধ্যে যেখানে Enter title here এবং Enter content here লেখা আছে সেখানে আপনি আপনার ইচ্ছা মত লেখা যুক্ত করতে পারেন।

এটার ব্যাবহার

এটা অনেক রকম ভাবেই ব্যাবহার করা যেতে পারে যেমন ধরুন আপনার যদি মাল্টি ইউজার ব্লগ থাকে তাহলে আপনি সাইটের নীতিমালা সম্পর্কিত কিছু লেখা এভাবে যুক্ত করে রাখতে পারেন।

এরপর মনে করুন,পোষ্ট করার সময় কিছু লেখা আপনাকে প্রতিটা পোষ্ট যুক্ত করতে হয় তাহলে এটার মাধ্যমে আপনি সেই লেখা গুলো যুক্ত করে রাখতে পারেন।

আজ এ পর্যন্ত।ভাল থাকবেন সবাই।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো অ্যাডভান্স কিছু পেলে ভালো হতো

সুন্দর তবে আসলেই আরও কিছু হলে ভাল হত

    @amirhamza321: @sarwar sajeeb: আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কেমন ধরনের লেখা আশা করেন বলতে পারেন।আমি চেষ্টা করব।মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।