আস্-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। এই কামনা করে আমার আজকের পোষ্টটি শুরু করতেছি।
প্রত্যেকেই নিজের জন্য একটি ওয়েব সাইট খুলতে চান। সেজন্য বিভিন্ন ব্লগ মাধ্যম গুলো সেসব সুবিধাদি প্রদান করে থাকেন।
বিশেষ করে গুগুল ব্লগার এর সাহায্যে অনেকেই ওয়েব সাইট খুলে থাকেন। কিন্তু নানান সীমাবদ্ধের কারণে অনেকেই গুগুল বাদ দিয়ে ওয়ার্ডপ্রেসকে সাইট হিসেবে বেছে নেয়।
ওয়ার্ডপ্রেসেও বিভিন্ন সমস্যার মুখোমুখি পরতে হয়। তবে আজকে আমি আপনাদেরকে খুব সহজেই একটি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার পূর্ণ প্রক্রিয়া শেয়ার করব।
নিম্নে সেই প্রক্রিয়া টি বর্ণনা করা হল-
প্রথমে আমাদেরকে এই http://www.v90.us সাইটে গিয়ে রেজিঃ করে নিতে হবে। উক্ত সাইটে ভিজিট করলে নিম্নের চিত্রের ন্যায় আমরা দেখতে পাবো-
তারপর এগুলো পূরণ করতে হবে। প্রথমে User name এ আপনার ইউজার নামটি দিন সেক্ষেত্রে অবশ্যই আপনার ডোমেইন নামটি দিলেই ভালো হয়। কেননা উক্ত সাইটের লিংক মানে ডোমেইন টি আপনার ইউজার নেমের সাথে মিল রেখেই কিন্তু রেজিঃ হবে। উদাহরণস্বরুপ, আপনি যদি এই ইউজারনেমে shironamblog লিখে দিন তাহলে আপনার সাইটের ডোমেইন টি হবে http://www.shironamblog.v90.us , সুতরাং এই দিকটা বিবেচনায় রেখে আপনার ইউজারনেম টি পূরণ করবেন। অবশ্য আরেকটা দিক হচ্ছে একই ইউজারনেম দুইবার রেজিঃ হয়না। তাই যদি ইউজারনেম অলরেডি ইউজড দেখায় তাহলে নামটি পরিবর্তন করে দিন। এছাড়া পাসওয়ার্ডে ৮টি সংখ্যা ব্যবহার করুন।
এবার Auto-install script এই অপশনস টি অপরিবর্তিত রেখে বাকিগুলো পূরণ করে Register বাটনে ক্লিক করুন।
ব্যাস, এবার আপনার সেই মেইল একাউন্ট টি তে যান যেটি দিয়ে আপনি এইমাত্র রেজিঃ সম্পূর্ণ করলেন।
সেখানে গিয়ে যদি Inbox এ রেজিঃ মেইল না পান, তাহলে Spam এ চেক করুন পেয়ে যাবেন।
এবার উক্ত মেইল টি ওপেন করুন এবং “Please click on the link below to activate your account” লিখাটির নিচের লিংকে ক্লিক করুন অথবা লিংকটি কপি করে এড্রেস বারে পেস্ট করে এন্টার দিন।
এবার নিম্নের চিত্রের ন্যায় একটি উইন্ড্রো দেখতে পাবেন। যেখানে আপনার সাইটের সব ডিটেইলস “Your Account Details” এর নিচে দেয়া থাকবে। অবশ্যই তথ্যগুলো সেভ করে রাখুন।
এতক্ষন ধরে আমরা মূলত ডোমেইন এবং হোষ্টিং এর রেজিঃ প্রণালী সমাপ্ত করলাম। এখন আমাদের কে ওয়ার্ডপ্রেস ইনস্টলের দ্বারা সাইট কে পুরোপুরি তৈরি করতে হবে। তারপর তা সেটিং পরিবর্তন, থিম, প্লাগিন এবং ডিজাইন দ্বারা আকর্ষণীয় করে তুলতে হবে। যাইহোক প্রতিটি পর্ব থেকে আমরা এগুলোকে পর্যায়ক্রমে শিখব এবং ব্যবহার করে আমাদের সাইট কে আকর্ষণীয় করে তুলব।
রেজিঃ শেষ করার পর আমরা যে তথ্যগুলো পেলাম(“Your Account Details”) সেখানে cpanel.v90.us নামে একটা লিংক রয়েছে। মূলত এটাই হচ্ছে আমাদের কন্টোল প্যানেল বা সি প্যানেল যেখান থেকে আমরা হোস্টিং এবং ডোমেইন নিয়ন্ত্রন করতে পারব। এছাড়া আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল সহ সাইটের নানান গুরত্বপূর্ণ কাজ এখান থেকে করতে পারব। সুতরাং এই লিংক মুখস্থ করে ফেলুন। যখনই আপনি সি প্যানেলে ঢুকতে প্রয়োজন হবে তখনি এই লিংকে ভিজিট করুন।
এই লিংকটিতে ভিজিট করলে আপনি একটি লগইন প্যানেল পাবেন ঠিক নিচের চিত্রটির ন্যায়-
এবার ইউজারনেমে আপনার Control panel username টি দিন যেটি “Your Account Details” এ দেয়া আছে এবং এরপর পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ড টি দিন যেটি আপনি রেজিঃ এর সময় ব্যাবহার করেছেন। তারপর লগইন দিন।
ব্যাস, নিচের চিত্রের ন্যায় সি প্যানেল টি দেখতে পাবেন।
সি প্যানেলে আমরা বিভিন্ন ক্যাটেগরীতে বিভিন্ন অপশনস দেখতে পাব। এখন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব সেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল প্রসঙ্গে আসা যাক।
ওয়ার্ডপ্রেস দুইভাবে ইনস্টল করা যায়, একটি হল স্কিপ্ট ব্যবহার করে যা অটো ভাবে করা হয়, আর অন্যটি হল ম্যানুয়ালী ইনস্টল করে।
আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস সম্বন্ধে ভালভাবে বুঝিনা সেহেতু আগে অটো ভাবে ইনস্টল দিয়ে প্রাথমিক ভাবে ওয়ার্ডপ্রেস কে বুঝতে চেষ্টা করি। পরবর্তীতে ইন-শা-আল্লাহ! আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব এবং সি প্যানেলের সবগুলো অপশনস সম্পর্কে জানব।
যাইহোক, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়ার জন্য সি প্যানেল থেকে Software/Services ক্যাটেগরীর Script Installer অপশনস টি সিলেক্ট করতে হবে।
তারপর আপনার সাইটের ডোমেইনটি দেখতে পাবেন। এবার এর নিচে থাকা Proceed এ ক্লিক করুন।
এরপর আপনি কিছু সি.এম.এস স্কিপ্ট দেখতে পাবেন। স্কল বার টেনে নিচের ৫নম্বরে থাকা ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করুন।
পরবর্তী পেজে কোন কিছুই না করেই Complete Install এ ক্লিক করুন। তারপর নিম্নের চিত্রের ন্যায় দেখতে পাবেন। তথ্যগুলো সেভ করে রাখুন।
ব্যাস আপনার সাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল দেয়া হয়ে গিয়েছে। এবার আপনার সাইটের ইউ.আর.এল টি ভিজিট করে দেখুন।
এবার আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে যাব। ড্যাসবোর্ড থেকে আমরা আমাদের ওয়েব সাইট কে ইচ্ছেমত সাজাতে পারব। ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে যেতে হলে আমাদেরকে শুধু আমাদের সাইটের ইউ.আর.এল এর পরে /wp-admin লিখাটি যোগ করতে হবে। উদাহরণস্বরুপ, আমার সাইটের ইউ.আর.এল টি হল http://www.shironamblog.v90.us , উক্ত লিখাটি যোগ করার পর আমার ইউ.আর.এল হবে ঠিক এরকম- http://www.shironamblog.v90.us/wp-admin
এই লিংকটি এড্রেস বারে লিখে এন্টার দিলে আপনি নিম্নের ন্যায় একটি ওয়ার্ডপ্রেস লগইন প্যানেল দেখতে পাবেন।
এবার প্রত্যেকেই এই লগইন প্যানেলের ইউজারনেমে Admin লিখবেন (কেননা অটোভাবে ইনষ্টল দেয়ার কারণে তা ডিফল্টভাবে ইউজারনেম Admin হয়ে গিয়েছে) এবং পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ড টি দিয়ে লগইন করবেন।
লগইন করার পর নিম্নের ন্যায় আপনি ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড পেয়ে যাবেন। উল্লেখ্য যে প্রতিবার লগইন করার সময় উক্ত এড্রেসে উক্ত নিয়ম অনুসারে লগইন করতে হবে।
[বিশেষ দ্রষ্টব্যঃ এই টিউনটি মূলত (“ওয়ার্ডপ্রেস-ব্লগ + ফ্রী-ডোমেইন + হোস্টিং + ডিজাইন + শীর্ষ-প্লাগিন + সাইট-কনফিগার = একটি-পরিপূর্ণ-সাইট” সম্পূর্ণ ফ্রী-তে,) টিউন সিরিজের একটি অংশ মাত্র। সুতরাং টিউন সিরিজটির প্রতিটি পর্বের দ্বারা আপনি আপনার সাইটকে প্রফেশনাল ওয়েবডেবেলপার এর মত সাজিয়ে তুলতে পারবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস ভালভাবে শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই এই পুরো টিউন সিরিজ টি অনূসরণ করতে হবে]
পরবর্তী পোষ্টে আমার তৈরি করা একটি আকর্ষণীয় থিম নিয়ে হাজির হব। থিমটির ডেমো দেখতে এই সাইটে ভিজিট করুন।
পরবর্তী পোষ্টগুলো আমার টিউনসিরিজের পর্বভিত্তিক পোষ্ট আকারে প্রকাশিত হবে।
লক্ষ্য রাখবেন- এই সিরিজের কোন পর্ব যাতে মিস না হয়ে যায়। সেজন্য খুব সতর্ক থাকুন এবং কোন পর্ব খুজে না পেলে আমার টিউনার প্রোফাইল থেকে খুজে বের করুন।
আমার টিউনার প্রোফাইল হল-
http://www.techtunes.io/tuner/bdwebworld
প্রত্যেকে এটি সেভ করে রাখতে পারেন। ব্যস্ততার ভীড়ে যদি টেকটিউনসের সাথে কানেক্টেড থাকতে নাও পারেন, তাহলে মাঝে মধ্যে এই লিংকে চেক করুন। শুধুমাত্র আমার করা নতুন যেকোন পোষ্ট এখানে দেখতে পাবেন।
এই পুরো সিরিজে আপনারা চাইলে আমাকে যেকোন বিষয়ে প্রশ্ন করতে পারেন। আমার ফেসবুক পেজে যোগ দিয়ে এই বিষয় সংক্রান্ত আরো অনেক গুরত্বপূর্ণ তথ্য জেনে নিন এবং এই পেজটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করুন-
ITsolution page
পরবর্তী টিউনের প্রত্যাশা রেখে আজকের টিউন এখানেই শেষ করলাম। আল্লাহ্ হাফেজ।
আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো চালায় যান